Poetry Recitation 14-12-2021

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা।
আশা রাখি আপনারা সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।স্টিম বাংলাদেশ আয়োজিত কবিতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছি। আমি আমার ভালোটা দেওয়ার চেষ্টা করেছি জানিনা আপনাদের কতটা ভালো লাগবে! আমার জন্য দোয়া রাখবেন।

দুই বিঘা জমি

শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, “বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।' কহিলাম আমি, “তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই।
চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, “বাপু, জানো তো হে, করেছি বাগানখান পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে।’
কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি সজল চক্ষে, “করুণ বক্ষে গরিবের ভিটেখানি।
সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া,
দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!’
আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে,
কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, “আচ্ছা, সে দেখা যাবে।'

পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে—
করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।
এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

Sort:  
 3 years ago (edited)

ভালো একটি কবিতা আবৃ্তি করেছো। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল।

 3 years ago 

Tnk u via

 3 years ago 

I like this poem of Rabindranath very much. I like to hear it in your mouth. Thank you brother

 3 years ago 

অনেক সুন্দর ভাবে একটি কবিতা আবৃত করেছেন ভাই।আপনার ক্ন্ঠ অনেক ভালো। এভাবে এগিয়ে যান।দোয়া রইলো।

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60795.60
ETH 2627.31
USDT 1.00
SBD 2.58