Poetry recitation | rajibsarker | 24 june 2021

in Steem Bangladesh3 years ago


Poetry recitation

আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কবিতা শুরু করছি।

দুই বিঘা জমি

  • লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর

শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, “বুঝেছ উপেন? এ জমি লইব কিনে।”
কহিলাম আমি, “তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই।
চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।”
শুনি রাজা কহে, “বাপু, জান তো হে, করেছি বাগানখানা,
পেলে দুই বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা—
ওটা দিতে হবে।” কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি
সজলচক্ষে, “করুন রক্ষে গরিবের ভিটেখানি!
সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া!
দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!”
আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে;
কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, “আচ্ছা, সে দেখা যাবে।”

পরে মাস-দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে—
করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার খতে।
এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভুরি!
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

Sort:  
 3 years ago 

সুন্দর আবৃত্তি

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

অনেক সুন্দর হয়েছে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভুরি!
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

এই লাইনটি ধ্রুব সত্য। কবি লাইনটি দিয়ে কবিতাটির মূল পয়েন্টকে ফোকাস করেছেন।

যাই হোক, অসাধারণ আবৃত্তি করেছেন ভাই!

 3 years ago 

Tnk u viaa

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59358.13
ETH 2471.72
USDT 1.00
SBD 2.45