Photography contest
https://maps.app.goo.gl/ge6usexpJsigiTWSA
চৈত্র মাসের এঁটেল মাটি ফাটা প্রখর তাপ ও বৈশাখের কিছু কিছু মেঘলা আকাশের সমন্বয়ে এই হঠাৎ বৃষ্টি নিমিষেই একজন কৃষকের কষ্ট বারিয়ে তুলে।
কিছু সময় আগেই প্রখড় তাপে মানুষ গুলো হাঁপিয়ে উঠেছিল।কিন্তু প্রকৃতির নিলা খেলায় নিমিষেই বৃষ্টি নেমে শুকনো ধান গুলো ভিজিয়ে দিয়েছিল।
রক্ত পানি করা পরিশ্রমের ফসল গুলোকে আগলে রাখার সত চেষ্টায় মানুষ গুলো ব্যাস্ত হয়ে পড়েছিল।
https://maps.app.goo.gl/g4qeDckoR4XmGjqH9
ফুল প্রতিটা মানুষের মোনকে হঠাৎ করেই ভালো করে তুলে।
যে ছবিটা তুলেছি এই ফুলের অনেক গুন রয়েছে সচারাচর একটি ফুলের গাছ দু মাস ফুল দিয়ে হারিয়ে যায় কিন্তু এই ফুলটি বর্ষা কাল অবদি ফুল দিতেই থাকে।
ফুল গুলি বাস্তবে দেখতে অনেক সুন্দর।
https://maps.app.goo.gl/jD2DGj9M3cCvwJ4A8
এ বছর হতদরিদ্র পরিবার গুলোর কাছে তরমুজ ফলটি অনেকটাই স্বপ্নের ফলের মত ছিল।
প্রায় মোটামুটি ওজনের একটি তরমুজের দাম ছিল ৪৫০ তেকে ৭০০ বা ৮০০ অবদি।
তরমুজ সাধারনত বৈশাখের আগেই বাজারে আসে।
আর এই ফলটি ভালো মনের চেনার উপায় হচ্ছে হাতের তালু দিয়ে তরমুজে বারি মারতে হবে যদি টান টান সব্দ করে তাহলে সেটি খেতে অনেক মিষ্টি হবে।
https://maps.app.goo.gl/jD2DGj9M3cCvwJ4A8
ডায়াবেটিক রুগীর জম এই মিষ্টি। ছবিটির বিশেষ একটি দিক হচ্ছে আমরা সচারাচর অনেকেই চিনির সিরায় ফুটন্ত অবস্থায় দেখতে পারিনা। হটাৎ ইচ্ছে হয়েছিল মিষ্টি বানানোর তাই বানিয়ে ফেলেছিলাম।এতটা সুন্দর হবে তা কখনও ভাবতে পারিনি। মিষ্টি গুলো সিরায় অনেক সুন্দর ফুলে উঠেছিল।
সব শেষে মিষ্টি টি বানানোর পর খেয়ে নিয়েছিলাম দারুণ স্বাদের হয়েছিল।
https://maps.app.goo.gl/bT9FmwS8XDWL3jud8
আমি যাচ্ছি কিন্তু চিরতরের জন্য না এটাই বলতে চাচ্ছিল সূর্য টি। অস্তের সময় ও মনে হচ্ছিল পুরো সূর্য টি তখন ও প্রখর তাপে জ্বলছিল।কিন্তু মেঘ গুলো তাকে চেপে ধরেছিল।যেন আর একটু আলোও পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে না পারে।
সন্ধার শেষ মুহূর্তে ছবি টি আমার কাছে অনেক ভালো লেগেছিল।
এই প্রতিযোগিতায় আমার বন্ধু @ripon40 @roy.sajib
কে আমন্ত্রণ জানাচ্ছি
ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
সপ্তাহে অন্তত তিনটি কন্টেস্টে পার্টিসিপ্যান্ট করতে হবে। আর আপনি গত ১ সপ্তাহে ১ টি পোষ্ট করেছেন।
ভাইয়া যে,অনেক দিন পর আপনার পোস্ট দেখে অনেক ভাল লাগছে।আশা করি নিয়মিত থাকবেন।স্বাগতম আপনাকে।
Tnk u via in sha Allah akn teke takbo