My Diary Game 💞💞💞💞28-10-2021💞💞💞💞

in Steem Bangladesh2 years ago


আমার ডায়েরি
২৮-১০-২০২১

আসসালামু আলাইকুম স্টিম বাংলাদেশের সকল বন্ধুরা। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ডায়েরী গেমে আমি অংশগ্রহণ করছি।

IMG_20211028_150113.jpg

স্বর্ণ কিশোর কিশোরী ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকসকাল

আলহামদুলিল্লাহ প্রতিটা দিনের মতো আজও একটি সুন্দর সকাল আমি পেয়েছি। সকাল ৮ টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তারপর সোজা ব্রাশ ও পেস্ট হাতে নিয়ে ওয়াস রুমে ফ্রেশ হয়ে আমি সকালের নাস্তা করে নিয়েছিলাম। তারপর আমার রুমে চলে আসি। আজ অফিসে অনেক কাজ থাকায় আমি খুব দ্রুত অফিসে চলে গিয়েছিলাম। তারপর অফিসে সিগনেচার করে একটি ইঞ্জিনের সমস্যা ছিল সেই সমস্যাটাই আমরা সবাই মিলে সমাধান করে নিয়েছিলাম। তারপর কিছু সময় পর আমরা সবাই মিলে একসঙ্গে চা খেতে গিয়েছিলাম।

IMG_20211028_150200.jpg

প্রদীপ দাদা সেলুনে কাজ করে থাকেন অসম্ভব রশীক একটা মানুষ

অফিসে কাজ গুলো একটু হালকা করে আমি বাজারের উদ্দ্যেশে গিয়েছিলাম একটু চুল কাটার জন্য।শাহ হোটেলের পাশে প্রদীপ দাদার দোকানে তিনি অনেক রসিক মনের একটা মানুষ।একটা গল্প করতে করতে দাদা আমাদের পার্বতীপুর কে রাজধানী বানায় দিয়েছিল মানে শহীদ মিনারকে রাজধানী বলতে ছিল এজন্য দাদার একটা ছবি সুন্দর করে তুলে নিয়েছিলাম। তারপর বাজারের সব কিছু কাজ শেষ করে আমি বাসায় ফিরে এসেছিলাম।

দুপুর

বাসায় ফিরে এসে সোজা ওয়াশরুমে গিয়ে আমি গোসল করে নিয়েছিলাম। তারপর আমার রুমে এসে ছিলাম কিছুটা সময় বসেছিলাম আজকে একটা ইঞ্জিনের মেজর প্রবলেম ছিল তাই আমার কিছু ডায়াগ্রাম বের করে আমি দেখা শুরু করে দিয়েছিলাম এক এক করে।

IMG_20211028_150258.jpg

তারপর ভালো লাগতেছিল না আমি দুপুরের খাবার খেয়ে আবার বিছানায় এসেছিলাম। কিছুটা সময় আমি রেস্ট নিয়ে আবার অফিসের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম।সন্ধ্যা

IMG_20211028_150432.jpg

গ্রামের এক দোকানে মালাই চা

অফিস শেষ করে আমি বাজারে গিয়েছিলাম তারপর আমার কলিক সাউন্ড এসেছিল দেখা করতে 11 করা আমার বন্ধু জনির সাথে এসেছিল আমরা দুইটা বাইক নিয়ে গ্রামের দিকে ফকিরের বাজার গিয়েছিলাম সেখানে আমরা মালায়সা দেখেছিলাম তারপর চারজন চারটা মালাই চা খেয়ে নিয়েছিলাম।

IMG_20211028_150415.jpg

অনেকেরই পছন্দের তালিকায় থাকা মুখরোচক খাবার

চা খেয়ে বাজারে আরেকটু ভিতরে যখন আমরা ঢুকি তারপরও দেখি যে মুখরোচক খাবার পেঁয়াজু বেগুনি আলুর চপ পুরি বেসনের বড়া অনেক কিছু ছিল তারপর আমারা কিছু পিয়াজুও বেসনের বড়া নিয়ে খেলাম বেসনের বরা তে রসুন দিয়েছিল অনেক সুন্দর লাগতেছিল খেতে।রাত

IMG_20211028_150351.jpg

গ্রামের বাজারটি ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছু দেখতে পেলাম আর ভালো লাগতেছিল শীত চলে এসেছে। বেশ ঠাণ্ডা লাগতেছিল। শীতকালের সবজি বাজারে উঠে গেছে মুলা, বাঁধাকপি, ফুলকপি, লাউ, শাক, লাল শাক, সরিষা শাক, বিভিন্ন রকম শাক সবজি বাসার জন্য সরিষা ও লাউ শাক নিয়ে ছিলাম। সরিষা শাক ৪ আটি ২০ টাকা লাউ শাক ২ আটি ১৫ টাকা।শাক গুলো অনেক সতেজ ছিল তাই নিয়ে ছিলাম। তারপর আমরা বাইকে উঠে আস্তে আস্তে বাসায় ফিরে চলে এসেছিলাম। তারপর বাসায় আমি সবজি গুলো দিলাম আমার মা অনেক খুশি হয়েছিল তারপর আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বিছানায় চলে এসেছিলাম।এই ছিল সারাদিন ও রাত মিলে আমার ডায়েরি।
আশা রাখি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে
ধন্যবাদ সবাইকে।

Sort:  

অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন 💙

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.08
JST 0.026
BTC 27221.07
ETH 1904.98
USDT 1.00
SBD 2.26