My diary game 13-09-21 দিনের শুরু টা খারাপ হলেও বিকেল টা ছিল সুন্দর

in Steem Bangladesh3 years ago


আসসালামু আলাইকুম
১৩-০৯-২১

স্টিম বাংলাদেশের সকল বন্ধুরা। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন । আজ আমি ভালো ছিলাম না সকাল বেলা। স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ডায়েরী গেমে আমি অংশগ্রহণ করছি।

IMG_20210912_230202.jpg
https://maps.app.goo.gl/85vAdEntRbip4MTCA



সকাল

প্রতিদিনের মত অফিসে যাওয়ার জন্য সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে সোজা ব্রাশ হাতে নিয়ে ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে নিয়েছিলাম। তার পর হালকা নাশতা করে আমি রেডি হয়ে বাইক টা বের করে অফিসে চলে গিয়েছিলাম। হাজিরা খাতায় সিগনেচার করে অফিসের কিছু কাজ শুরু করে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানেক যাওয়ার পর একটা শব্দ শুনতে পেয়েছিলাম।
IMG_20210912_230613.jpg
https://maps.app.goo.gl/HuKVQ6sBkw6yzRSTA

ফারুক নামের এক বড় ভাই হঠাৎ করে একজন এ এল এম কে চিৎকার দিয়ে বলতে ছিল হোপ হোপ হোপ বাহিরে বের হয়ে শুনি ইঞ্জিনের ধাক্কায় মোটরসাইকেল পড়ে গিয়েছে।

IMG_20210912_230736.jpg
https://maps.app.goo.gl/HuKVQ6sBkw6yzRSTA

যখন অফিসের রুম থেকে বাইরে বের হয়ে গিয়ে দেখি আর কারো না আমার নিজেরই বাইকটা পড়ে রয়েছে। এক ভাই আমার কাছে গাড়িটা চেয়েছিল উনি বিকাশ করবে বলে কিন্তু উনি লাইনের খুব কাছে গাড়িটা রাখার কারণে ইঞ্জিনে ধাক্কা লেগে আমার গাড়িটার বেশ অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। আর অফিসে মন বসতে ছিলনা সবাই দেখতে ছিল আর আফসোস করতে ছিল কিন্তু যে ভাইটা গাড়ি নিয়ে গিয়েছিল উনি আমাকে নিয়ে বাজারে গিয়ে গাড়ির প্রতিটা পার্টস কিনে নিয়েছিল। এমনকি উনি একটা টাকাও আমার কাছ থেকে নেয় নি। পরে স্যারকে ফোন দিয়ে বিষয়টা জানিয়ে ছিলাম তারপর আমরা হলদিবাড়ি রেল গেটের কাছে মৃণাল দার গ্যারেজে মোটর সাইকেলটি নিয়ে গিয়েছিলাম।

IMG_20210912_230803.jpg
https://maps.app.goo.gl/8xKqjwVnwSBtJWcr5
তারপর সেখানে দাদা এক এক করে সব কিছু খুলে প্রতিটা নতুন পারস আমার গাড়িতে লাগিয়ে দিয়েছিল। সেখানে প্রায় ১ টা বেজে গিয়েছিলো তাই আমরা হালকা কিছু খেয়ে নিয়েছিলাম।



দুপুর

দিনটা প্রচুর রোদ ছিল আর আমার গাড়িটা এভাবে এমন হয়ে গেল একদম মনটা ভালো ছিল না তারপর গাড়ি হয়ে গিয়েছিল। সোজা বাসায় চলে এসেছিলাম তারপর বাসায় কাউকে কোনো কিছু জানাই নি তার কারণ অনেক টেনশন করবেন বাবা মা।
আমি কাপড় চেঞ্জ করে সোজা ওয়াশরুমে গিয়ে গোসল দিয়ে দুপুরের খাবার খেয়ে বিছানায় এসে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম।

বিকেল

IMG_20210912_230303.jpg
https://maps.app.goo.gl/85vAdEntRbip4MTCA

বিপ্লব আমার বন্ধু

IMG_20210912_230230.jpg
https://maps.app.goo.gl/85vAdEntRbip4MTCA

আমার কলিগ সাওন

হঠাৎ বিকেলবেলা বিপ্লব ফোন দিলে আমার ঘুমটা ভেঙে গেল ও বলতেছিলো চল একটু বাইরে ঘুরতে যাব আবারো সেই ফায়ার রেঞ্জে। আমার মনটা ভাল ছিলনা তাই ওকে বললাম ঠিক আছে চলে আয় আমি রেডি হচ্ছি ও চলে আসলো বাইক টা রেডি করে আমি সাওন কে নিয়ে আমরা তিন ঘুরতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার আগে আমরা কিছু বাদাম পিয়াজু বেগুনি রসুনের বড়া ও কুশার নিয়ে গিয়েছিলাম। বেশ অনেক সময় সেখানে কাটিয়েছিলাম তার কারণ সবুজে ঘেরা সুন্দর পরিবেশ কোলাহলমুক্ত সত্যিই অসাধারণ একটা পরিবেশ।



IMG_20210912_230414.jpg
খাবার গুলো আমরা খেতে খেতে অনেক গল্প করতে করতে সন্ধ্যায় নেমে এসেছিল তখন শুভ সোহানকে খুব মিস করতেছিলাম তারা ব্যাস্ত থাকায় আজ বের হতে পারেনি। তারপর সেখান থেকে উঠে পড়ি।



সন্ধ্যা

IMG_20210912_230438.jpg
https://maps.app.goo.gl/kDgxnwyzF1mTtCFi8

বাজারে ফিরে এসে সোহানসহ শুভর সঙ্গে দেখা হয়ে গেল তারপর আমরা পাঁচজন মিলে শাহ হোটেলে আমরা গ্রিল ও নান রুটি খেয়ে নিয়েছিলাম।



রাত

তারপর বেশ অনেক সময় নিয়ে গল্প আড্ডায় মেতে উঠেছিলাম তারপর বাজার থেকে ১০.২৯ টার সময় বাসায় ফিরে এসেছিলাম।
তারপরে একটু ফ্রেশ হয়ে আমি আমার রুমে আবার চলে আসি। রাতে আর কিছু খাইনি।



এই ছিল সারাদিন ও রাত মিলে আমার ডায়েরি।
আশা রাখি আপনাদের সকলের ভালো লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Sort:  

আপনি ছবি সব সময় সুন্দর তুলেন।এখনো ছবি গুলা সুন্দর ছিলো

 3 years ago 

ধন্যবাদ আপু। কেমন আছেন আপনি?

 3 years ago 

আপনার বাইকটি কি এখন সম্পুর্ন ঠিক হয়েছে।?

 3 years ago 

Hhhmm. Via hoasee..

 3 years ago 

atai hocche prokritir niyom vai kono din vlo jbe abr kono din khrp tai ble mn khrp kre thkiyen naa...sob kicur malik allah

 3 years ago 

জি ভাইয়া পরে সব কিছু ঠিক হয়েছিল।

 3 years ago 

ভালো একটি দিন কাটিয়েছেন আপনি।

 3 years ago 

শেষ টা ভালোই ছিল

 3 years ago 

অসাধারণ ছিল আপনার ছবি গুলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Sundor din kateche apnar

 3 years ago 

জি ভাইয়া।

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.27
JST 0.041
BTC 98218.24
ETH 3592.97
SBD 2.34