My diary game 11-03-2022

in Steem Bangladesh3 years ago


❤️❤️আমার ডায়েরি❤️❤️
১০-০৩-২২

আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি । আমি আমার আজকের ডায়েরি লেখা শুরু করছি।



IMG_20220311_101026.jpg



সকাল



শুভ সকাল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার একটা সুন্দর ঘুম হওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে ব্রাশটা হাতে নিয়ে আমি হাটতে হাটতে পুকুর ধারে গিয়েছিলাম তারপর একটু বাহিরে হাঁটাহাঁটি করে বাসায় এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে আমি আমার রুমে কিছুটা সময় বসে ছিলাম।
IMG_20220311_100923.jpg

আমার ছোট্ট পুকুরে কিছু দিন আগে ছাড়া মাছ

আজ আর বাগানের তেমন কোন কাজ না থাকায় কেমন জানি লাগতেছিল মনে হচ্ছিল যে অনেকটা সময় আমার হাতে তাই আমি বাসা থেকে আমার জালটা বের করে বাগানে চলে গেলাম কিছুদিন আগে বেশ কিছু মাছ মারা যাচ্ছিল ভেবেছিলাম যে কিছু মাছ হয়তো মারা গিয়ে পানির নিচে ডুবে আছে কিনা সেটা দেখার জন্য আমি জালটা নিয়ে পুকুর পাড়ে চলে গিয়েছিলাম।
জালটা পুকুরে নামানোর পর যখন পানি থেকে উপরে তুলছিলাম তো দেখলাম যে বেশ ভালোই মাছ রয়েছে আর কোন সমস্যা হয়নি তেমন বেশি একটা আবার মাছগুলো বেশ অনেকটা বড় হয়েছে দেখে আমার অনেক ভালো লাগতেছিল।



দুপুর



পুকুরে মাছ দেখার পর আমি জালটা নিয়ে বাসায় ফিরে এসেছিলাম তারপর জলটা রোদে শুকানোর জন্য সরিয়ে দিয়েছিলাম তারপর আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম নেওয়ার কিছুটা সময় পরে বসে ছিলাম তারপর আমি দুপুরের খাবার খেয়ে আমার রুমে এসে কিছুটা সময় শুয়েছিলাম।
IMG_20220311_100951.jpg

নাম না জানা একটি ফুল

হঠাৎ করে আমার বড় ভাতিজি রাফিয়া আমাকে ডেকে তুললো বলল চাচ্চু আমি বাহিরে কিছু ভুল দেখেছি সেগুলো ফুল নেব তা আমি ভেবেছিলাম হয়তো ফুলওয়ালা এসেছে তাই সে ফুল কিনতে যাবে আমি মানিব্যাগ থেকে ১০০ টাকা নিয়ে বাহিরে গেলাম তো দেখি যে কোনো ফুল নেই বা ফুলগাছ ও নেই তারপর ও আমাকে বলছিল যে চাচ্চু আমাদের পুকুরের পাশে যেগুলো আছে সেগুলো নেব তারপর আমি হাটতে হাটতে গিয়ে দেখি অবাক যে জঙ্গলে থাকা কিছু ফুল দেখতে বেশ অনেক ভালো লাগতেছিল আমি সেখান থেকে তাকে কিছুটা ফুল তুলে দিয়েছিলাম।
বাহিরে প্রচন্ড রোদ ছিল আর আমার ভাতিজি বেশ ফর্সা হওয়ার কারণে রোদে লাল হয়ে গিয়েছিল তাড়াতাড়ি তাকে নিয়ে বাসায় ফিরে এসে আমি সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম।



সন্ধ্যা



আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসে চলে এসেছিলাম কারণ আমার ডিউটি রয়েছে ঘুমানোর ফলে বেশ অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি অফিসে এসে সিগনেচার দিয়ে দেখি বেশ অনেকগুলো গাড়ি রয়েছে প্রতিটা গাড়ি এক এক করে চেক করে দেখলাম হঠাৎ করে স্টেশনে একটা ইঞ্জিনের সমস্যা হওয়ার কারণে আমাকে স্টেশনে যেতে হয়েছিল শাওন এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য তাই আমরা ইঞ্জিনে স্টেশনে চলে গিয়েছিলাম তারপর যে গাড়িটা সমস্যা ছিল আমরা সমাধান করার পর কিছুটা সময় ফ্রি পেয়েছিলাম
IMG_20220311_101050.jpg

ইঞ্জিনের সমস্যা থাকায় ইস্টেশনের দিকে যাওয়া



রাত



আজ দুপুর বেলা খুব তাড়াতাড়ি খাবার খাওয়ার কারণে হঠাৎ করে কেন জানি রাতে ক্ষিদে পেয়ে গিয়েছিল তো শাওন আর আমি যখন বাজারে একটু হাঁটাহাঁটি করতে ছিলাম হঠাৎ করে সাওন বলে উঠলো চলেন ভাই কিছু খাই বললাম চলো তাহলে কিছু খাওয়া দরকার আমরা হোটেলে গিয়ে একজন চিকেন চাপ ও একজন গ্রিল নান রুটি পরোটা খেয়ে নিয়েছিলাম সত্যি বলতে আমার কাচে শাহ হেটেলের চিকেন চাপ নান রুটি পরোটা গুলো আমার কাছে অনেক ভালো লাগে জানিনা কার কাছে কেমন লাগে তবে আপনারা যারা নতুন আছেন চাইলে একদিন টেস্ট করতে পারেন সহজেই মুখরোচক খাবার গুলো।
IMG_20220311_101118.jpg

শাহ হোটেলের চাপ

শাহ হোটেল থেকে বের হয়ে আমরা একটা ভ্যান নিয়ে অফিসের দিকে রওনা দিয়েছিলাম হঠাৎ করে আমার বন্ধু ফোন দিয়েছিল সে নতুন একটা ওয়ারড্রব কিনেছে তো বাসায় ঠিকঠাকমতো বসাতে পারছেনা তাই আমাকে বারবার ডাকতেছিল সাওন সেখান থেকে বিদায় নিয়েছিল আমি আবার আমার বোনের বাসায় গিয়েছিলাম যাওয়ার পর তার নতুন ওয়ারড্রব আমিও আমার বোন জামাই সহ হাতাহাতি করে সুন্দরভাবে রুমের ভিতর সাজিয়ে দিয়েছিলাম তারপর সেখানে বেশ অনেকটা সময় কাটানোর পর রাতের খাবার খেয়ে আমি আবার অফিসে চলে এসেছিলাম।
IMG_20220311_101142.jpg

বোনের বাসার নতুন ওয়ারড্রব

অফিসে আর তেমন কাজ ছিল না আমি রাত ১২ টা অবদি থেকে বাসায় ফিরে এসেছিলাম। তারপর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বিছানায় চলে এসেছিলাম।



এই হচ্ছে আমার সারাদিনের ডায়েরি
ধন্যবাদ সবাইকে।
আশা রাখি আপনাদের ও দিন গুলো ভালো কেটেছে।



Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন।
পুকুরের মাছের ছবিটি অনেক সুন্দর তুলেছেন ভাই।কার্পু মাছটি দেখে মনে হচ্ছে, মাছটি'তে অনেক ডিম রয়েছে।

 3 years ago 

Amar o to ti mone hosse via..bt dim sarbe ki na sothik bolte persina...r sarle to onk valoi hoy

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Congratulations!
This post has been upvoted through steemcurator08.

Curated By - @svm038
Curation Team - Life and Humanity

 3 years ago 

ফুলের ছবিটা সেই হইছে। বাগানে অনেক গাছ লাগিয়েছো, কয়দিন পর সোনা ফলবে 😊। নাইস ডায়েরি

 3 years ago 

এগুলো কি মাছ? আপনার ছোট পুকুরে অনেক মাছ হয়েছে। ফুলের ছবিটি সুন্দর তুলেছেন।

 3 years ago 

Agulo hungry/ minar curb r silvar curb mas via..aro ase.bt utheni...tnk u via

 3 years ago 

সুন্দর লিখেছেন।ফুলের ছবিটি সুন্দর হয়েছে। এই ফুলগুলো রাস্তার ধারে কিংবা জঙ্গলে হতে দেখা যায়।ছোটবেলা এগুলো দিয়ে খেলতাম।

 3 years ago 

Tik bolesen amarao kheltum...hariye galo sob soisob vulo..issree jodi abar fire petum😔😔

 3 years ago 

Old is gold..amra chaileo sesob din r pabona..😔

 3 years ago 

100% right...tobe jiboner ses obdi miss korbo

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58665.29
ETH 2302.95
USDT 1.00
SBD 2.51