Music contest (মাঝে মাঝে তব দেখা পাই চির দিন কেন পাই না cover by rajibsarkar)

in Steem Bangladesh3 years ago

Lyrics:

কেন মেঘ আসে হৃদয়-আকাশে
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না ।
মোহ-মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না ।

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না ।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না ।

ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে ।
ওহে ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে ।
ওহে হারাই হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়,
হারাইয়া ফেলি চকিতে ।
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া,
হৃদয় না জুড়াতে হারাইয়া,
ফেলি চকিতে ।

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না ।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না ।

ওহে কী করিলে বলো পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে ।
ওহে কী করিলে বলো পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে ।
ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ

এত প্রেম আমি কোথা পাবো নাথ
তোমারে হৃদয়ে রাখিতে ।
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে,
তুমি আপনি না এলে কে পারে
হৃদয়ে রাখিতে ।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না ।

Original Credit: Rabindranath Tagore

Sort:  
 3 years ago 

সঙ্গীত টা অনেক সুন্দর হয়েছে চমৎকার ভয়েস আপনার

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অনেক ভালো লাগলো ভাই গানটি

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া শোনার জন্য...

ভালোই গান করেন ভাই। 💝💝

 3 years ago 

ইচ্ছার বসেই করি ভাইয়া অতো টাও পারিনা...তবে আপনিও কিছু অংশে কম নন...আপনার ও অনেক সুন্দর হয়

Onek sundor gan koren apni

 3 years ago 

Tnk u via...aro jeno sundor kore sonate pari doa korben

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61436.95
ETH 3388.33
USDT 1.00
SBD 2.49