Macro Photography & Writing Contest 05-02-2022

in Steem Bangladesh3 years ago


আসসালামু আলাইকুম স্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।



আজ আমি ম্যাক্রো ফটোগ্রাফি কনটেস্ট এ দুটি শামুকে চলা ফেরা ভালোবাসা ও খাবার সংগ্রের বর্ণনা করবো

১ম ছবি

IMG_20220204_122934.jpg

ছোট্ট শামুক দুটির এক সাথে পথ চলা

শামুক

মোলাস্কা পর্বের গ্যাসট্রোপোডা শ্রেণীর নরমদেহী প্রাণীর নাম শামুক। এদের এক জোড়া বা দুই জোড়া শুঙ্গ থাকে; মাথা স্পষ্ট, পা চওড়া। এদের শরীর একটি ক্যালসিয়াম সমৃদ্ধ পেঁচানো খোলকে আবৃত। এই পর্বের হাজার হাজার প্রজাতি স্থলভাগ, সমুদ্র বা স্বাদুপানির বাসিন্দা। স্থলে বাস করে এমন শামুকদের মাথায় দুই জোড়া কর্ষিকা থাকে, যা প্রয়োজনে গুটিয়ে রাখা যায়। পেছনের জোড়া কর্ষিকার আগায় থাকে চোখ যা দিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে।

শামুক দুটির পিছনে তাকালে দেখা যাবে দীর্ঘ সময় নিয়ে তারা দুজনে একি জায়গায় বসে ছিল। তাদের ছবি তোলার সময় দুজনে জায়গাটি পরিবর্তন করা শুরু করে দিয়েছিল।





২য় ছবি

IMG_20220204_123047.jpg

আল্লাহর কি অপরুপ সৃষ্টি যেন চোখ পরলে কিছু টা সময় তাকাতেই হয়। শামুক জোড়া দুটির একসঙ্গে পথ চলা যে কারো মোন কেড়ে নেবে।
খোলসের উপররে শিরা উপশিরা গুলো এতটাই স্পষ্ট ছিল তাদের ভিতর অবদি দেখা যাচ্ছিল।
খোলসের উপরের অসাধারণ রং গুলি আশাবাদী সকলের ভালো লেগেছে। শামুক জোড়া দুটি কিছু সময় কাটানোর পর এক সঙ্গে কাঠের গুড়ির উপরে থাকা শৈবাল গুলো খাওয়া গুলো শুরু করেছিল।





৩য় ছবি

IMG_20220205_184306.jpg

বাংলাদেশে কত প্রকার শামুক আছে তা আজো সঠিক ভাবে জানাজায়নি। নদি, জলাভূমি,কৃতিমহ্রদ, স্থলচর, সমুদ্র ও সবুজ গাছ ও পাতায় তাদের বসবাস।
স্থলচর শামুক গাচের আধা পঁচা ও কচি ডগার পাতা গুলো বেশি খেয়ে থাকে।





৪র্থ ছবি

IMG_20220204_123007.jpg

শেষের ছবিটিতে শামুক জোড়া দুটির একসঙ্গে ধীরে ধীরে খাদ্য সংগ্রহের দৃশ্য টি আমার কাছে অনেক ভালো লেগেছিল।
এছাড়াও তাদের দুজনের ভালোবাসার মুহুর্তের সাক্ষী হতে পেরেছিলাম।
শামুক দেখতে যতটা সুন্দর ততটাই ক্ষতি করে আমাদের শাকসব্জীর।
বাংলাদেশের উত্তরাঞ্চলে তুঁতগাছের ভয়ানক ক্ষতি করছে।
প্রজাতি গুলো মানুষ গৃহপালিত পশু পাখির ক্ষতিকর পরজীবি লার্ভার পোষাক বহন করে।

শামুকের খোলস বিভিন্ন বর্ণের দেখতে চমৎকার শামুক দিয়ে চাবি রিং,হাতের বালা বিভিন্ন প্রকার কানের দুল ব্রেসলেট তৈরী করে থাকে।

ধন্যবাদ সবাইকে আমার পোষ্টি পড়ার জন্য।



Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75YES
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

খুবই সুন্দর ফটোগ্রাফি করতে পারেন ভাই। চতুর্থ ছবিটা দেখে মনে হচ্ছে শামুক দুটির মধ্যে বন্ধুত্ব হয়েছে।

 3 years ago 

Tnk u via onk din por amar post e apna k pelum...besh valo laglo apnar cmnt e
Sotti via tader bondhutto oshadaron silo

 3 years ago 

Thank u sister

 3 years ago 

Onk onk sundor vaia ❤️

 3 years ago 

Tnk u so much via

 3 years ago 

আপনি অনেক সুন্দর শামুকের ম্যাক্রোফটোগ্রাফি করেছেন। অনেক ভালো ফটোগ্রাফি করেন আপনি। ভালো কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

tnk u via amar post ti dekhar jonno

 3 years ago 

শামুকের শিরা উপশিরাও দৃশ্যমান। চমতকার ফটোগ্রাফি।

 3 years ago 

Tnk u mama

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58913.67
ETH 2640.76
USDT 1.00
SBD 2.42