আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
- কেনম আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো ভাবেই আছেন।আমি নিচে my village ten pic দিব এবং সেটা নিয়ে আলোচনা করবো।
গ্রীষ্মের দুপুরে টিউবওয়েল
- গ্রীষ্মের এই দুপুরে টিউবওয়েল শুকিয়ে রয়েছে। টিউবওয়েল টি গ্রামের রাস্তার পাশেই রয়েছে তাই পথিক সহজেই তৃষ্মা মেটাতে পারে
গ্রীষ্মের দুপুরে দুটি শিশু পানি পান করছে
- গ্রামের তাপমাত্রা এখন ৩৪°তেকে ৩৬°পর্যন্ত হয়।ফলে শিশুরা সহ সবাই অনেক তৃষ্নার্থ হয়।ছবিতে দুটি শিশু পানি পানের জন্য একজন টিউবওয়েল পাম দিচ্ছে আর একজন পানি পান করেছে।
ভ্রামমান সবজি বিক্রেতা
- গ্রামের মানুষের জন্য ও নিজের জীবিকার জন্য একটা ভ্যান গাড়িতে কিছু সবজি নিয়ে সাীা গ্রাম ঘুরে বিক্রি করে জিবিকা নির্বাহ করে. দিনে ৫০০-৭৫০ লাভ করেন সব কিছু বাদ দিয়ে।
গ্রামের রান্না
- গ্রামে এমন খোলা যায়গায় বিশেষ করে রান্নার করার জায়গা টি বপশি ভাগ খোলামেলা হয়।গ্রামে সাধারণত দুই বার রান্না করে থাকে সকালে আর রাতে।আর রান্নার কাজটা মহিলারা করে থাকেন।
টুকরি
- টুকরি সাধারণত বাঁশের তৈরি যা দিয়ে মুরগী সহ ছোট ছোট প্রানি ধোরে রাখা হয়।বেশি ভাগ সময়ে টুকরি দিয়ে মুরগী কেই ধরে রাখা হয়.টুকরির মূল্য ২০০ টাকা থেকে ২৫০ টাকা।
বিক্রয়ের জন্য রাখা মিনি ট্রাক্টার
- জমি চাষ এই সময়ে খুব একটা না থাকায় এই ট্রাক্টার বিক্রি করে দেবে।ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বাজারের এক পাশে রেখে দিয়েছে।এটার নতুন দাম ৩৫০০০০ টাকা থেকে ৪৫০০০০ টাকা। কিন্তু পুরাতন টার দাম ৩০০০০০-২৫০০০ টাকা।
হাসিমুখি ৩ শিশু
- এই বয়সে শিশুরা সব সময় হাসি খুসি থাকে।তারা মারামারিও করে একে অপরের সাথে কিন্তু কিছুক্ষন পরেই সব আগের মাত সাভাবিক হয়ে এক সাথে খেলাধুলা করে