The Diary Game- Season -3 || My Simple Day || 14.10.2021 🇧🇩
আসসালামুআলাইকুম
আজ ১৪ ই অক্টোবর ২০২১ইং
রোজঃ বৃহস্পতিবার
সকাল ও দুপুর
হ্যালো বন্ধুরা,
আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে ওঠে ব্রাশে টুথপেষ্ট নিয়ে একটু হাঁটাহাটি করার পর ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এরপর গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসলাম। তারপর গরুকে ঘাস কেটে খাওয়ার দিলাম।কিছুক্ষণ পরে গরুকে গোসল করাই দিলাম। তারপর দিনাজপুরে ডাক্তারের কাছে সিরিয়াল নিলাম। আমার ছেলের জ্বর ডাক্তারের নিয়ে যাওয়ার জন্য।খাওয়া দাওয়া করে আমি আর আমার স্ত্রী মিলে দিনাজপুরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম।বাসা থেকে বের হয়ে গেলাম ভবের বাজার সেখানে গিয়ে অটোতে উঠে রওনা দিলাম। তারপর দিনাজপুরে ঠিকঠাক পৌঁছে সিরিয়াল নিলাম। আমাদের সিরিয়াল নাম্বার ছিল ৭৩।তারপর আমার শশুরের পরিচিত একজনে বলে ৭৩নাম্বার সিরিয়াল থেকে ১০ নাম্বার সিরিয়াল নেয়ার পর আমরা প্রায় ২ ঘন্টা যাবৎ অপেক্ষা করার পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার ছেলেকে দেখার পর বলল জ্বর কিছুদিন থাকবে এটা ভাইরাস। তারপর দুপুরের খাওয়া-দাওয়া করি।
বিকেল ও সন্ধ্যা
দিনাজপুরে ঘোরাঘুরি করার পর দেখা গেল এক পর্যায়ে বিকেল হয়। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। মহারারজার মোড়ে এসে আমাদের ঠিক ৪.৩০মিনিট বাজে। কারেন্ট এর হাটে আসার পর আমি নদীতে দেখি বক মাছ ধরতেছে আর একজন শিপ দিয়ে মাছ ধরতেছে এই দৃশ্য দেখার পর অটো থেকে নেমে ছবি তুলি। অটোতে উঠি এরপর ভবের বাজারে এসে নামি। সেখান থেকে গেলাম শশুর বাড়ি।শশুর বাড়িতে পৌঁছলাম ঠিক মাগরিবের আজানে ২০ মিনিট আগে।হাত মুখ ধোয়ার পর নাস্তা করলাম । তারপর শশুর শাশুড়ীর সাথে গল্প করি। কিছুক্ষণ পর ভবের বাজার চলে যাই।
রাত
রাত ৯ বেজে বাসায় আসলাম। বাসায় কিছুটা সময় বাহিরে আড্ডা দেয়ার পর বাসায় গিয়ে হাত মুখ ধোয়ার পর রুমে গিয়ে কিছুক্ষণ টিভি দেখার পর রাতের খাওয়া-দাওয়া শেষ করার ঘুমিয়ে পড়ি।
সকলেই ভালো থকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করছি।সবাই ভালো থাকবেন৷ আর আমার ব্লগ পরিদর্শন করার জন্য ধন্যবাদ সবাইকে।
দোয়া করি আপনার সন্তান দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ধন্যবাদ ভাই।দোয়া করবেন।
সুন্দর ডাইরি লিখেছেন ভাই। ছবি গুলো অসাধারণ
ধন্যবাদ ভাই ভালো মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর 💝
ধন্যবাদ