The Diary Game 3: September -20| 09 | 2021 ||
আসসালামু আলাইকুম
আজ ২০ শে সেপ্টেম্বর রোজ সোমবার ২০২১ইং
সকাল
হ্যালো বন্ধুরা,
শুভ সকাল। আপনারা সকলেই কেমন আছেন। নিশ্চয়ই ভালো আছেন আমি ও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে ঘুমটা ভেঙেছিলো সকাল ৭টায়।ঘুম থেকে উঠেই নিয়মমাফিক ব্রাশে টুথপেষ্ট নিলাম। কিছুক্ষণ ধরে ব্রাশ করার পর ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর প্রতিদিনের চিরায়ত সেই অভ্যাস নাস্তা করলাম।এরপর গেলাম গরুর জন্য ঘাস কাটতে।সেখানে গিয়ে ঘাস কেটে নিয়ে আসলাম। তারপর গরুকে ঘাস কেটে দিলাম।প্রায় ৯টার সময় ভাত খেয়ে নিলাম। খাওয়া - দাওয়া শেষ করে বাজারে গেলাম। বাজারে গিয়ে আমার ছেলের জন্য ঔষধ নিয়ে আসলাম। বাসায় পৌঁছে ছেলেকে কোলে তুলে নিলাম। তারপর ছেলেকে ঔষুধ খাওয়ায় দিলাম।তারপর গেলাম ধানক্ষেতে সেখানে গিয়ে ধানক্ষেত পরিদর্শন করলাম। চারদিকে শুধু সবুজের সমারহ আর নীল আকাশ যেন চেয়ে আছে প্রকৃতির দিকে। এই দৃশ্যটি ভালো লাগাতে ক্যামরা বন্দী করে নিলাম।
Location:
https://w3w.co/slurping.credibly.posturing
দুপুর
দুপুরের গোসল করলাম। এরপর মসজিদে গিয়ে নামাজ পড়লাম। তারপর বাসায় এসে দুপুরের খাবার খেয়ে নেই।কিছু সময় বাসায় আরাম করলাম। প্রায় ২ টা বেজে বেরিয়ে গেলাম শ্যামলতলি সেখানে ডাক্তারের সাথে পরামর্শ করলাম এবং কিছু ওষুধ পরিবর্তন করে নেই। এরপর সেখান থেকে বেরিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।
বিকাল
এরপর বাসায় এসে একটু ফ্রেশ হয়ে। আরাম করলাম এবং কিছুক্ষণ টিভি দেখি।তারপর আঙ্গুর আর ইক্ষু খেলাম। এরপর গেলাম বাগানে সেখানে গিয়ে পেপে গাছে পানি দিলাম। কিছুক্ষণ পরে পুকুরে মাছের খাবার দিলাম।
Location:
https://w3w.co/pilings.superstitious.yellows
সন্ধা
মাগরিবের নামায শেষে বাজারের গেলাম। বাজারে গিয়ে দেখলাম আমার এক ছোট ভাইয়ের দোকানে গ্রামীনসিম ৬০ টাকায় বিক্রি করতেছে।তারপর সেখানে কিছুক্ষণ আড্ডা দেয়ার পর নাস্তা করলাম। এরপর বাসার উদ্দেশ্যে চলে যাই।
Location:
https://w3w.co/someday.collarless.earbuds
রাত
রাত ৯ টা বেজে ৩০ মিনিট প্রায় বাসায় এসে বাজে। এরপর নিয়মমাফিক ফ্রেশ হলাম এরপরে বাসার সকলেই মিলে রাতের খাওয়া -দাওয়া করলাম। কিছুক্ষণ টিভি দেখলাম এর রাত ১২ টার সময়ে ঘুমিয়ে পড়ি।
সকলের জন্য রইলো শুভকামনা। সকলেই সুস্থ থাকবেন। সতর্ক থাকবেন করোনা মহামারীতে।আমরা সকলেই স্বাস্থ বিধি মেনে চলব। নিজে ভাল থাকব,অন্যকে ভাল রাখার চেষ্টা করব। সকলেই ভাল থাকবেন আশা রাখি।আর আমার ব্লগ পরিদর্শন করার জন্য ধন্যবাদ সবাইকে