Steem Bangladesh Contest :Actofkindness ||30% For @hive-138339

in Steem Bangladesh2 years ago (edited)
আজ,১৯শে মার্চদিনঃশনিবার

হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম
আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতেআলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি জেলেদের জীবন যাপন নিয়ে আলোচনা করব।আসলে জেলেরা কি? কি তাদের পরিচয়?তাদের জীবন যাপন কেমন।

IMG_20220313_150639.jpg

জেলেদের পেশা হলো মাছ ধরা। জেলেরা বাংলাদেশের এক অন্যতম পেশাজীবী। তাঁরা পুকুর, খাল, বিল, নদী ও সাগরে মাছ ধরার কাজ করেন। তাঁরা যদি তাদের পেশাগত কাজ না করেন, তাহলে আমাদের মাছের চাহিদা পূরণ হবে না।

পরিচিত জেলের জীবন যাপনঃ

প্রিতম দাদার বাবা পেশায় ছিলেন জেলে তিনি জীবিকা নির্বাহ করে মাছ ধরে। তবে তার বাবা পুকুরে আর নদীতে মাছ ধরতেন। প্রিতম দাদা ছোট বেলা থেকেই বাবার সাথে মাছ ধরতেন ভালো অভিজ্ঞতা আছে। তাদের এমনও দিন গেছে না খেয়ে থাকতে হয়েছে কারন যখন মাছ ধরার সময় আসে তখন তাদের চিন্তা করতে হয় না পরিবার নিয়ে।আর যখন মাছ ধরার মতো প্রতিকুল থাকে না তখন তাদের গ্রামে গ্রামে পায়ে হেঁটে মানুষকে জিজ্ঞেস করে মাছ ধরতে হতো। তারা মানুষের দ্বারে গিয়ে গিয়ে পুকুরে মাছ ধরার কথা বলে তার কারন হচ্ছে যদি মাছ না ধরে তাহলে তারা তাদের পরিবারের মুখে কি ভাবে খাবার তুলে দিবে।পরিবারের কথা চিন্তা করে তারা তাদের গায়ের ঘা দিয়ে হলেও তাদের জীবন যাপন করে।মাছ ধরার পর এই মাছ আবার তারা বাজারে বা হাটে বিক্রি করে রাতে বাসায় যায়। বাসায় যাওয়ার সময় চাল, বাজার খরচ করে যাই।

IMG_20220313_150603.jpg

IMG_20220313_150122.jpg

IMG_20220303_154603.jpg

আর যারা নদীতে মাছ ধরেঃ
জেলে বলতে আমরা সাধারণত মাছ ধরাকে বুঝায়। জেলে বলতে বোঝায়,যাঁরা মাছ শিকার করে জীবীকা নির্বাহ করে থাকে। আসলে জেলে জীবন প্রকৃত অর্থে একটি সংগ্রামী জীবন। কারণ, হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে জীবন পাড়ি দিতে হয় জেলেদেরকে।
সাধারণত নদীর পাড়ে বসবাস করে থাকে জেলেরা। নদী অঞ্চলগুলোতে গেলেই তার প্রমান মিলে। সেখানে গেলে দেখা যায়, নদীর পাড়ে গড়ে উঠেছে ছোট ছোট জেলে পল্লী। জেলেদের জীবন যখন নদীনির্ভর তাই নদীর পাড়েই এসব পল্লী গড়ে ওঠে। নদীতে বর্ষাকাল এলে বন্যা ওঠে সেজন্য সামান্য কিছু খড় অথবা টিনের ছাউনি এবং কিছু বাঁশের খুঁটি দিয়ে নির্মিত তাদের ঘরবাড়ি। বাড়িঘরের ভিতরে ধনীদের মতো হয়তো কোনো বিলাসবহুল আসবাবপত্র নেই। তার বদলে হয়তো একগুচ্ছ জাল রাখা আছে। আছে জীবন নির্বাহের জন্য সামান্য কিছু জিনিসপত্র। তবুও তাদের কিন্তু পারিবারিক চাহিদাগুলো মেটাবার জন্যই সেখানে তারা বসবাস করে।সবসময় নদীত মাছবহুল থাকে না। বছরের কোনো কোনো সময় মাছবিহীন অথবা সংকটয় অবস্থার সৃষ্টি হয়।সেই সময়গুলোতে যখন মাছ ধরার মাধ্যমে দিন চলার মতোও সাধ্য জুটে না তখন তাঁরা অনেক সময় নৌকার মাধ্যমে মানুষজন পারাপার করে জীবন যাপন করে।

IMG_20220313_160735.jpg

IMG_20220313_160704.jpg

এই ছিলো আমার জেলেদের জীবিকানির্বাহ নিয়ে পোস্ট আশা করি সকলের ভালো লাগবে।আমরা সকলেই করোনা মহামারী সংক্রান্ত পরিস্থিতিতে সতর্কতার সহিত থাকব এবং নিরাপদে জীবন যাপন করব। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

মোবাইল নামমডেল
ভিভোওয়াই টুয়েন্টি এস
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
লোকেশনপার্বতীপুর,দিনাজপুর
ফটোগ্রাফার@rahul989

আমি @maulidar @avibauza এই দু'জনকে এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

Regards,@rahul989 🥰Thank You For Support #Steem-Bangladesh Community
Sort:  
 2 years ago 

সুন্দর লিখেছেন। জেলেরা অনেক পরিশ্রম করেন, তাদের জীবিকানির্বাহ পড়ে সবারই ভালো লাগবে।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43