|| The Diary Game 3: September - 2 | 9 | 2021 ||

in Steem Bangladesh3 years ago

আচ্ছালামু আলাইকুম
আজ ২ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২১



সকাল



শুভ সকাল। আপনারা সকালেই কেমন আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আমি ঘুম থেকে ওঠে। আমি আমাদের নয়নতারা ফুলের ছবি তুললাম। তারপর আমার বাবা সাথে বাজারে গেছিলাম গরুর জন্য খাবার কিনতে।

20210903_181208.jpg



দুপুর



দুপুরে আমি আর আমার স্ত্রী একসাথে দুপুরের খাবার খাইলাম। আমার স্ত্রী নিয়ে তার বাপের বাড়ি এসেছিলাম। আজকেই আবার বিকালে তাকে নিয়ে আমাদের বাড়িতে যাবো। দুপুর ৩ টার সময় আমার একটু আসছিলো। তার সাথে শ্যামলতলী গিয়েছিলাম।

20210903_182012.jpg

সেখান থেকে আবার ভবেরবাজারে এসে বউকে নিয়ে বাড়িতে রেখে আসলাম৷



বিকাল



বিকালে আমি আমার বন্ধুর সাথেই ছিলাম। তার কাছে স্টীমিটে কাজ করার নিয়ম শিখে নিলাম৷ এরপর আবার পার্বতীপুরে গিয়েছিলাম৷

20210903_181958.jpg



সন্ধ্যা



সন্ধ্যায় পার্বতীপুরে ছিলাম৷ সন্ধ্যা ৮ টার সময় আমার ভাই এর সাথে যশাই এর উদ্দেশ্যে রওয়ানা দিলাম।



রাত



রাতে ১০ টার সময় বাড়িতে গিয়ে পৌছালাম। বাড়িতে এসে আগে ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ হাটাহাটি করলাম। এরপর টিভি দেখে ছিলাম। এরপর ভাত খেয়ে রাত ১২ টার সময় ঘুমিয়ে পরেছি।



সবাই ভালো থাকবেন৷ আর আমার ব্লগ পরিদর্শন করার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

সুন্দর একটি ডাইরি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.039
BTC 94799.73
ETH 3388.08
USDT 1.00
SBD 3.30