|| The Diary Game 3: September - 2 | 9 | 2021 ||
আচ্ছালামু আলাইকুম
আজ ২ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২১
সকাল
শুভ সকাল। আপনারা সকালেই কেমন আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আমি ঘুম থেকে ওঠে। আমি আমাদের নয়নতারা ফুলের ছবি তুললাম। তারপর আমার বাবা সাথে বাজারে গেছিলাম গরুর জন্য খাবার কিনতে।
দুপুর
দুপুরে আমি আর আমার স্ত্রী একসাথে দুপুরের খাবার খাইলাম। আমার স্ত্রী নিয়ে তার বাপের বাড়ি এসেছিলাম। আজকেই আবার বিকালে তাকে নিয়ে আমাদের বাড়িতে যাবো। দুপুর ৩ টার সময় আমার একটু আসছিলো। তার সাথে শ্যামলতলী গিয়েছিলাম।
সেখান থেকে আবার ভবেরবাজারে এসে বউকে নিয়ে বাড়িতে রেখে আসলাম৷
বিকাল
বিকালে আমি আমার বন্ধুর সাথেই ছিলাম। তার কাছে স্টীমিটে কাজ করার নিয়ম শিখে নিলাম৷ এরপর আবার পার্বতীপুরে গিয়েছিলাম৷
সন্ধ্যা
সন্ধ্যায় পার্বতীপুরে ছিলাম৷ সন্ধ্যা ৮ টার সময় আমার ভাই এর সাথে যশাই এর উদ্দেশ্যে রওয়ানা দিলাম।
রাত
রাতে ১০ টার সময় বাড়িতে গিয়ে পৌছালাম। বাড়িতে এসে আগে ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ হাটাহাটি করলাম। এরপর টিভি দেখে ছিলাম। এরপর ভাত খেয়ে রাত ১২ টার সময় ঘুমিয়ে পরেছি।
সবাই ভালো থাকবেন৷ আর আমার ব্লগ পরিদর্শন করার জন্য ধন্যবাদ সবাইকে।
সুন্দর একটি ডাইরি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া