club100🎀the dairy game||by@rahul989||29-01-2022||30%for@hive-138339🇧🇩
হ্যালো বন্ধুরা,
সুপ্রভাত! প্রতিদিনের মত আজ সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হলাম। বাইরে কুয়াশায় ঢেকে গেছে গোটা গ্রাম। কুয়াশায় সব জায়গায় কিছুই দেখা যাচ্ছে না। শীতের সকালে ভিজে হাঁটতে ভালো লাগে। সকালে হাঁটা মন ও শরীর উভয়ের জন্যই ভালো। তাই প্রতিদিন হাঁটাও ব্যায়াম। তারপর বাসায় এসে ব্রাশ দিয়ে টুথপেস্ট নিয়ে ওয়াশ রুমে গেলাম। আমি ওয়াশ রুমে গিয়ে মুখ ধুয়ে নিলাম। তারপর রুমের ভিতরে এসে তোয়ালে দিয়ে মুখ মুছলাম। তারপর আমাদের বাগানে গিয়ে গরুর জন্য ঘাস কাটলাম। তারপর ঘাস কেটে মাঠে গরু দিয়েছি। আমি গরুর জন্য ঘাস কেটে সবার জন্য নাস্তা করি। নাস্তা করে বাজারে গেলাম। বাজারে গিয়ে একটা ভালো মোটরসাইকেল করেছি। বাজার থেকে বাসায় এসে সকালে খাওয়া দাওয়া করি। খাওয়া-দাওয়া শেষ করে ধানক্ষেতে গেলাম। ধান ক্ষেতে যাওয়ার পর দুপুর পর্যন্ত অবস্থান করে বাসায় চলে আসি।
দুপুর সাড়ে ১২টায় বাসায় এসে পুকুরে যাই। পুকুরে গিয়ে মাছের জন্য খাবার তৈরি করলাম। মাছের খবর তৈরির পর পুকুরে খাবার প্রয়োগ করি। তারপর বাসায় আসি। বাসায় এসে গোসল করলাম। গোসল সেরে পরিবারের সবাই মিলে খাওয়া-দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে কিছুক্ষন বসে আরাম করলাম। তারপর ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ বাইরে যাওয়ার পর বাসায় চলে এলাম। বাসায় শুয়ে পড়লাম। আমি প্রায় ১ ঘন্টার মত ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর আমি ফ্রেশ হয়ে কিছু ঘরের কাজ করি।
সন্ধ্যার সময় কাজ করে এসে ফ্রেশ হয়ে নাস্তা করি।এরপর বাজারে চলে যাই।বাজারে গিয়ে বাসার জন্য খরচ করে নিয়ে আসি।তারপর ফ্রেশ হয়ে রাতের খাওয়া-দাওয়ার করে ঘুমিয়ে পড়ি।
সকলেই ভালো থাকবেন। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
The pigeons look very beautiful. It is like enjoying this scene of lighting fires in winter. Those who do not have enough in the village enjoy it more.