the dairy game season -3||18-12-2021||30% for hive-138339 by @rafi333

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সবাই ভালো আছেন।শীতের সময় তো তাই সর্দি লাগছে একটু তাছাড়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

সকাল

প্রতিদিন এর মতো আজ ঘুম থেকে সকাল ০৭.০০ এ উঠে ফ্রেশ হলাম, তারপর সকালের নাস্তা করে ফেললাম, অন্যদিনের মতো আজ আর বাইরে হাটতে গেলাম না শরীরটা একটু খারাপ একারনে শুয়ে ফোন হাতে নিয়ে কিছু সময় ফেসবুক চালানোর পর সকালে রোদ উঠলে বাইরে হাটতে গেলাম। তারপর আমাদের গ্রামে একটি টং বা মাচা আছে বসার জন্য সেখানে সব বন্ধুরা মিলে বিভিন্ন গল্প করলাম ফোনে একটু গেম খেললাম এভাবেই সকাল কেটে গেল।

received_783790932438842.jpeg

দুপুর

দুপুরে আযান দিলে বাসায় চলে আসলাম তারপর গোসল করে রোদে একটু বসে ছিলাম, আসলে শরীর খারাপ তাই কিছু ভালো লাগতেছিলো না। তবুও দুপুরে একটু ভাত খেয়ে শুয়ে পরতেই ঘুমিয়ে পরি।

received_429625765504945.jpeg

বিকাল

ঘুম থেকে উঠে দেখি বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে তাই তারাতারি উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিলাম, বিকালে ঘুমানোর ফলে কিছুটা ভালো লাগতেছিলো তাই আবার বাহিরে গেলাম কিছুটা সময় সবার সাথে আড্ডা দেয়ার জন্য।

received_532999541409044.jpeg

সন্ধ্যা

সব বন্ধুরা মিলে আড্ডা দেয়ার পর ঘুরতে গেলাম এক বন্ধুর ইঁটের ভাটায় সেখানে গিয়ে অনেক সময় পার করলাম দেখলাম সেখানে কিভাবে কিভাবে কাজ করে সবাই সব কিছু জানলাম এরপর যখন রাত ৮টা বেজে গেল তখন বাসায় চলে আসলাম।

received_299165808806363.jpeg

রাত

রাতে খুব কম সময়ই আমি বাইরে থাকি আর এখন তো ঠান্ডার সময়,রাতে বাইরে বসে থাকাও কস্টের তাই তারাতারি বাসায় চলে আসলাম এরপর ফ্রেস হয়ে তারাতারি রাতে গরম গরম ভাত খেয়ে নিলাম তারপর বাসার সবাই মিলে একটু সময় কাটালাম তারপর আমি আমার রুমে চলে এসে সোজা শুয়ে পরলাম। শুয়ে শুয়ে অনেক সময় নিয়ে ফেসবুক চালাইলাম এরপর প্রতিদিন এর মতো ডায়েরি পোস্ট লিখতে শুরু করলাম ডায়েরি পোস্ট লেখা শেষ করেই ঘুমিয়ে যাবো কারন আবার একটু একটু খারাপ লাগতে শুরু করেছে।

received_444836173756537.jpeg

আমার লেখা ডায়েরি পোস্ট পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন।

খোদা হাফেজ।

Sort:  

Tong toire r kaj valoi cholche

 3 years ago 

জি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.040
BTC 94687.77
ETH 3416.09
USDT 1.00
SBD 3.32