#club5050 Diary Game 30-8-2022; Have a busy day @rafi006

in Steem Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি @rafi006
From #Bangladesh.
আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাআলা রহমতে।

আজকে মঙ্গলবার। কয়েকদিন ধরে একটানা বৃষ্টি চলতেছে। বর্ষা কাল তো তাই বোধ হয় এমন হচ্ছে৷ বর্ষা কাল প্রায় শেষই বলা চলে৷ প্রতিনিয়ত বৃষ্টি হতেই আছে৷ একটু পর আকাশ অন্ধকার হয়ে আসতেছে। আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ অন্ধকার হয়ে আছে৷ আমাদের বাড়ির আশে পাশে এমনি গাছ পালা বেশি আরও বেশি অন্ধকার লাগে বাড়ি খানা৷ সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে বের হলাম তো দেখতেছি থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু বৃষ্টি হচ্ছে না৷ আমাদের ক্ষেতে গেলাম। আমাদের শাক গাছ গুলো বেশ বড় হয়ে গেছে৷ আমরা বাড়ির লাগানো শাক সবজি খেয়ে থাকি৷ আমাদের অনেক জমি কিন্তু চাষাবাদ করার লোক নেই৷ আমার বাবা শিক্ষক। সারাদিন ব্যস্ত থাকেন৷ আর আমি তো ছোট৷ আমার দ্বারা কি আর এত কাজ হয়৷ তবুও চেষ্টা করি যা আমার দ্বারা সম্ভব সেটি করার৷

IMG_20220831_115539.jpg
location: https://w3w.co/pillows.recreates.tackled

আজকে সকাল থেকে আমার প্লান যে কি হয় হোক আজ স্কুল যাবো না৷ আমাদের বাড়ির সামনে একটি ছোট খাল আছে৷ ওখানে অনেক মাছ দেখেছি৷ আজকে বন্ধুরা মিলে সেখানে মাছ ধরবো৷ মাছ পাই আর না পাই মাছ ধরতে আমার সেই লাগে৷ তাও আবার বন্ধুদের সাথে মিলে মাছ ধরার মজাই আলাদা৷ আমাদের বাড়ি পাশে একটি কদম গাছ আছে৷ এখন কদম পাকছে। কদম ফল খাইতে মজাই লাগে কিন্তু একটু টক টক লাগে৷ বৃষ্টি হলে অনেক সময় কদম ফল গাছ থেকে পরে৷ আমি তো গাছে চড়তে পারি না৷ তাই নিচ থেকে কদম ফল কুরিয়ে বাড়িতে নিয়ে এসে ধুয়ে তারপর খাই।

IMG_20220831_115606.jpg
location: https://w3w.co/pillows.recreates.tackled

দুপুরে মায়ের স্কুল গেলাম৷ আমার মায়ের স্কুল বাড়ির পাশেই৷ ২ মিনিট লাগে৷ মায়ের কাছে বাড়ির চাবি নিতে গেছিলাম। চাবি নিয়ে বাসার তালা খুলে ঢুকলাম৷ এরপর গোসল করলাম। তারপর যোহরের নামাজ আদায় করলাম৷ এরপর নিজেই খাবার বেরে নিলাম। তারপর ভাত খাইলাম৷ এরপর থালা বাসন ধুইলাম৷ আমি ফটো এডিট করতে ভালোবাসি৷ এর পাশাপাশি আমি অনলাইনের অনেক কাজ শিখি৷ আমার সব কিছু জানার আগ্রহ অনেক৷ কাজ না পারি চেষ্টা করি৷ এখন আমি ক্লাস ৮ এ পড়ি। বড় হলে আমি অনলাইনের কাজ করবো৷ যখন আমার পড়ালেখার চাপ থাকবে না।

IMG_20220831_115629.jpg
location: https://w3w.co/pillows.recreates.tackled

বিকালে আজকে আকাশ পরিষ্কার ছিলো৷ কিন্তু মাঠ ভেজা৷ ভেজা মাঠে ফুটবল ছাড়া আর কিছুই খেলার উপায় নাই৷ ফুটবল খেলে গা অপরিষ্কার হয়ে যাবে৷ তাই বিকালে মাঠে না যেয়ে বাড়ির আশেপাশে সাইকেল নিয়ে ঘুরে বেরালাম৷ সাইকেল চালাতে আমার ভালোই লাগে এতে শরীরের ব্যায়াম হয়।

IMG_20220831_115706.jpg
location: https://w3w.co/pillows.recreates.tackled

সন্ধ্যায় ছাগল ও মূরগী গুলোকে খাবার দিয়ে ঘরে ঢুকালাম৷ এরপর আমি চা নাস্তা করে পড়তে বসলাম। আজ সারাদিনে একবার বই হাতে নেওয়া হয় নাই৷ বাবা বাড়িতে থাকলে আমার খবর করতো৷ রাত ৮.৩০ টা পর্যন্ত বই পড়লাম৷ আমার খুব খিদা লাগছিলো। তাই বাবা-মা ও আমি একসাথে রাতের খাবার খাইলাম। আমি ভাত খেয়ে একটু বাইরে গেলাম৷ কিছুক্ষণ হাটাহাটি করলাম। এরপর বাড়িতে এসে কিছুক্ষণ ফেসবুক চালাইলাম৷ তারপর ঘুমিয়ে পরলাম।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য,@rafi006
Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95317.76
ETH 3302.38
USDT 1.00
SBD 3.31