Steem Bangladesh Contest | Poetry Recitation [ সাহসী জননী বাংলা ]

in Steem Bangladesh3 years ago


সাহসী জননী বাংলা



লেখক- কামাল চৌধুরী



তােদের অসুর নৃত্য ... ঠা ঠা হাসি ... ফিরিয়ে দিয়েছি ।
তােদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে
চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে ।
বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু
কিন্তু কী ঘটল শেষে কে দেখাল মহা প্রতিরােধ অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে ।
উদ্বাস্তু আশ্রয়হীন পােড়াগ্রাম মাতৃ অপমানে।
কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ ।

সাহসী জননী বাংলা বুকে চাপা মৃতের আগুন
রাত জাগে পাহারায় ... বুড়িগঙ্গা পদ্মা নদীতীর
ডাকাত পড়েছে গ্রামে মধ্যরাতে হানাদার আসে
ভাই বােন কে ঘুমায় ? জাগে নীলকমলেরা জাগে ।

গ্রেনেড উঠেছে হাতে কবিতার হাতে রাইফেল
এবার বাঘের থাবা ভােজ হবে আজ প্রতিশােধে
যার সঙ্গে যে রকম সে রকম খেলবে বাঙালি ।
খেলেছি মেরেছি সুখে কান কেটে দিয়েছি তােদের ।

এসেছি আবার ফিরে ... রাতজাগা নির্বাসন শেষে এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে।

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Facebook:::Twitter :::Instagram
Email- [email protected]



Thanks to all of you for reading my post!

Sort:  

ভালো ছিলো কবিতা আবৃত্তি

 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74302.19
ETH 2658.52
USDT 1.00
SBD 2.42