|| Imaginary Writing Contest: What If You Become President? || অন্তত হিন্দি সিনেমার নায়কের মত একদিন যদি প্রধানমন্ত্রী হতাম ||

in Steem Bangladesh3 years ago

images.jpeg
source



তাহলে কিভাবে 🇧🇩বাংলাদেশের 🇧🇩 মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করতাম? পাঠকের অবগতির জন্য একদম সাদামাটা ভাবে বলছি



আমাদের দেশের সমস্যা শেষ হতে চায় না একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা সমস্যা শুরু হয়ে যায়। যেমন হঠাৎ ধরুন লোডশেডিং এর সমস্যা যদি লোডশেডিং এর সমস্যা সমাধান হয়ে যায় তাহলে দেখবেন যানজটের সমস্যা। তবে আপনি ট্রাফিক নিয়ন্ত্রণ করে যদি যানজটের সমস্যার সমাধান করতে পারেন। তারপর দেখবেন বেকারত্বের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে আমাদের দেশ যাচ্ছে তবে একদিন না একদিন আমাদের বাংলাদেশ সমস্ত সমস্যার সমাধানে গিয়ে দাড় হবে ইনশাআল্লাহ।

আমি যদি প্রধানমন্ত্রী হই?

আসলে সত্যি কথা বলতে কি আমার কোন দিনও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে নেই এখানে কনটেস্টে অংশগ্রহণ করার কারণে আমি বলছি যদি কোনদিন প্রধানমন্ত্রী হয়ে তাহলে আমি কি কি করব আপনাদের মাঝে তুলে ধরতেছি। প্রথমত আমি আমাদের রাষ্ট্রের জন্য কঠোর আইনের ব্যবস্থা করতাম। আইন এখন কঠোর আছে তবুও যারা আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর মানুষ তাদের জন্য কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করতাম। আমার তৈরী আইনে দেশের ক্ষতিকর কোনো পদক্ষেপ বা রাষ্টবিরোধী বিষয়বস্তুর ওপর দন্ড সঙ্গে সঙ্গেই ধার্য করা হবে কোন প্রকার দেরী করা যাবে না কারন যদি দেরি করা হয় তাহলে অন্যরা এমন করতে দ্বিধাবোধ করবেনা।

যেমন ধরুন কেউ বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছে, তিনি বিনা লাইসেন্সে গাড়ি চালানোর ক্ষেত্রে অন্যের বাধাগ্রস্ত হচ্ছে, ট্রাফিক আইন ভঙ্গ করছে, ইভটিজিং করছে ভেজাল পণ্য দ্রব্য বিক্রি করছে, এবং ইলেকট্রিসিটিতে দূর্নীতি করছে, কর প্রদানে পিছু হাটছে, সরকারী অফিসের টেবিলের নিচ দিয়ে চলছে ঘুসের কারবার আরও ইত্যাদি ইত্যাদি অবৈধ কার্যক্রমের সাথে জরিত আছে। হোক সে সরকারী লোক বা বেসরকারি লোক হোক সে এমপি বা মন্তী, হোক সে কাউন্সিলর বা চেয়ারম্যান।

images (1).jpegsource

এমন ব্যক্তি রাষ্ট্রের জন্য অবশ্যই ক্ষতিকর কিনা বলুন? যদি ক্ষতিকর হয়ে থাকে তাকে খোলা ময়দানে মাঠের ভিতরে নিয়ে তাকে যথাসাধ্য ভাবে শাস্তি দেওয়া উচিত। এবং তার শাস্তি টিভির সমস্ত চ্যানেলে সরাসরি লাইভ টেলিকাস্ট করে উচিত । যেন রাষ্টের সমস্ত জনগণ তার শাস্তি দেখে। সরাসরি দেখানোর মাধ্যমে জনগণকে আইনভঙ্গের ভয় ও শাস্তি সম্পর্কে সচেতন করা। তারা যেন এরকম কাজ করতে একবার না বারবার চিন্তা করে যে এর পরিণতি কতটা ভয়াবহ হবে।

রাস্তাঘাটে যেন যানজট না থাকে সে কারণে আর্মি মোতায়েন করতাম এবং আর্মি যেন ২৪ ঘন্টা রাস্তায় মোতায়েন থাকে। রাস্তার ফুটপাতের হকার বা ফেরীওয়ালাদের যেন কোন খোলা ময়দানে বসার ব্যবস্থা করে দেওয়া হয়। তাতে মানুষের রাস্তা দিয়ে হাটঁতে হবেনা মানুষ তখন রাস্তার ধারের ফুটপাত দিয়ে হাঁটবে। মানুষের শরীরের জন্যে হাঁটা খুব উপকার তাই আমি হাঁটার প্রতি বেশি নজরদারি দিতাম।

বন্ধুরা আমি এখানে আপনাদের সাথে যা কিছু লিখেছি বা শেয়ার করেছি এখানে কাউকে ছোট করার উদ্দেশ্যে কিছু লিখিনি। যদি আমার কোন ভুলত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পোষ্টে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Facebook:::Twitter :::Instagram
Email- [email protected]



Thanks to all of you for reading my post!

Sort:  
 3 years ago 

ভালো বুদ্ধি ভাই। আসলেই আইনের শাসন অনেক সমস্যার সমাধান দিতে পারে।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98923.04
ETH 3381.66
USDT 1.00
SBD 3.09