|| Contest: Write a Short Story Taken From Your Life | Nostalgia Edition ||

in Steem Bangladesh3 years ago

once-upon-a-time-writer-author-story.jpgsource



Write a Short Story Taken From Your Life



হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এমন কিছু ঘটনা যা আমি এখনও ভুলতে পারিনি।

আমাদের গ্রামে একটি নদী রয়েছে যদিও আমাদের গ্রামটি পৌরসভার মধ্যে তবুও আমি গ্রাম বলে সম্মোধন করছি। এই নদীতে প্রত্যেক বছর একটি বাচ্চা হারিয়ে যায় এবং তার লাশ পাওয়া যায় ৩/৪ দিন পর। যখন লাশটি পাওয়া যায় তখন লাশের গায়ে কোন প্রকার রক্তের চিহ্ন থাকেনা।

আমাদের গ্রামের পাশে একটি ব্রিজ রয়েছে যখন নদীতে পানি বেশী হয় তখন এই ব্রিজ থেকে ছোট ছেলেরা লাফালাফি করে। একদিন দুপুরে কোন কারনে আমি ব্রিজে দাঁড়িয়ে ছিলাম কয়েকজন ছেলেরা ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে আবার পুনরায় ব্রিজে এসে লাফ দেওয়ার পরিকল্পনা করছিলো। তখন একটি ছেলে বয়স ৭/৮ হবে লাফ দিয়ে আর উপড়ে ওঠেনি তারপর সেই ছেলেকে খোঁজার চেষ্টা করে অনেকে কিন্তু এই দূর্ঘটনা সবার জানা বলে কেউ পানিতে ভয়ে নামছিলনা।

images.jpegsource

টাকা পয়সার ব্যবস্থা করে দুইজন ডুবুরিকে নিয়ে আসা হলো ব্রিজে তখন আশেপাশের এলাকার লোকজন দিয়ে ভরে গিয়েছিল। ডুবুরিরা পানিতে নেমে অনেক চেষ্টা করেও ছেলেটিকে খুঁজে পায়নি অবশেষে ডুবুরিদের বিদায় করে দেওয়া হয়। সন্ধ্যা ঘণিয়ে আসার কারণে লোকজনের ভিড় আস্তে আস্তে কমতে থাকে।

ঘটনাটি ঘটার ঠিক ২ দিন পর মহিলা কলেজ ব্রিজের নিচে সেই ছেলের লাশটি পাওয়া যায় এবং লাশটি পানিতে একদম ফুলে গিয়েছিল। গায়ে ক্ষতবিক্ষত দাগ ছিলো তার পরিবারের লোকজন এসে অনেক কান্নাকাটি করছিলো বিষটা দেখতে খুব খারাপ লাগছিলো। এই রকম ঘটনা কয়েকবার এই নদীতে ঘটেছে কিন্তু বিগত ৪/৫ বছরে আর এমন ঘটনা ঘটেনি।

আমার ঘটনা এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের মাঝে আবার এমন সুন্দর সুন্দর পোষ্ট নিয়ে আসার চেষ্টা করব।

আসসালামু আলাইকুম

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Facebook:::Twitter :::Instagram:::Hive
Email- [email protected]



Thanks to all of you for reading my post!

Sort:  

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 60185.13
ETH 3290.40
USDT 1.00
SBD 2.44