"The Diary Game"✨@rabbani71✨20% beneficiaries goes to @steemit-bd #club5050

in Steem Bangladesh2 years ago

Picsart_22-06-15_09-59-53-583.jpg

আসসালামু আলাইকুম

আশা করি,আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভাল আছি।আজকে আমি @steem-bangladesh কর্তৃক আয়োজিত "The Diary Game" প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। নিচে আমার সারাদিন কাটানো কিছু মূহূর্ত এই পোস্টে তুলে ধরার চেষ্টা করব।


💮 সকালবেলা 💮



সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে, ঘড়িতে দেখি প্রায় ৮ টা পার হয়ে গেছে। কলেজে যাওয়ার জন্য মা খিচুড়ি রান্না করে রেখেছে সেই গুলো শেষ করে কলেজে যাওয়ার জন্য বাহিরে বের হলাম।

IMG_20220514_084451_467.jpg
লোকেশন
IMG_20220514_084503_445.jpg

যাওয়ার সময় ধান গাছ গুলো দেখতে অনেক সুন্দর লাগছে তাই ছবি তুলে রেখেছি এবং রাস্তাটা পানিতে ভিজে গিয়েছিল দেখতে অনেকটা ভালো লাগছিল তাই ছবি গুলো তুলে রেখে দিয়েছি। রাস্তা যাওয়ার পর বাসের জন্য অপেক্ষা করতে করতে প্রায় ৯ টা বেজে গেল তারপর বাসে উঠে বাস টার্মিনাল পর্যন্ত চলে গেলাম আমাদের এখান থেকে পার্বতীপুর যেতে প্রায় ১০ মিনিট লাগে সেখানে গিয়ে বাস থেকে নামার পর কলেজে যাওয়ার জন্য একটি ভ্যান ঠিক করলাম টার্মিনাল থেকে আমাদের কলেজ ১৫ টাকা ভাড়া লাগে। সাড়ে নয়টার দিকে আমি কলেজে গিয়ে উপস্থিত হয়েছি। আমাদের পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগে,তাই আমি তিনটা ক্লাস করার পর আমার বন্ধুকে নিয়ে ভ্যানে করে,বাস টার্মিনালে পৌঁছে যাই।

IMG_20220522_134611_628.jpg
লোকেশন
IMG_20220522_134615_379.jpg

এখানে আসার পর কিছুক্ষণ বসে থাকার পর বাস কন্টাকটার এর কাছ থেকে জানতে পারলাম বাঁচাতে প্রায় 15 মিনিট লাগবে তাই আমরা হোটেলে গিয়ে সামান্য কিছু নাস্তা করার পর আবারও বাস টার্মিনালে চলে আসলাম। বাস এ গিয়ে বসে পড়লাম, আমার বন্ধুর বাসা খোলাহাটি তাকে বলার পর আমি তুলসী পুকুরে নেমে যাই।
4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

💮 দুপুরবেলা💮

IMG_20220514_084527_845.jpg
লোকেশন

বাসায় এসে দেখি ২:১৫ বাজে গেছে। ঘরে গিয়ে ফ্যান চালু করে ভিতরে গিয়ে বিশ্রাম নেওয়ার পর না খাওয়ার জন্য ডাক দিল

IMG_20220201_150552_448.jpg
লোকেশন

খাওয়া করার পর বাহিরে গেলাম ঘোরাঘুরি করার জন্য আজকে গিয়ে দেখি তারা আবারও জমিতে ধান কাটছিল।

IMG_20220512_165936_697.jpg
লোকেশন
IMG_20220512_165951_528.jpg

যখন আমি তাদের ছবি তুলছিলাম তখন শুধু তারা সবাই আসছিল। তাদের সাথে অনেকটা সময় পার করার পর আবারো বাসায় চলে আসলাম
4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

💮সন্ধ্যাবেলা💮

IMG_20220611_175505_391.jpg

IMG_20220611_175450_772.jpg
লোকেশন

সন্ধ্যেবেলা বল খেলতে খুবই ভালো লাগে তাই আমাদের এখানে ভাটা বন্ধ থাকার কারণে আমরা সেখানে খেলার মাঠ তৈরি করেছি। আমাদের গ্রামের সব ছেলেরাই সেখানে ফুটবল খেলার জন্য আসে। আমরা সেখানে সাতজন-সাতজন করে প্লেয়ার ভাগ করে খেলছিলাম সেখানে আমাদের দল 2-1 গোলে জিতে যায়। রাত হয়ে আসছিল তাই সবাই মিলে যার যার বাসায় চলে গেল।
4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

💮 রাতের বেলা💮

Picsart_22-06-15_11-23-43-337.jpg
লোকেশন

গোসল করে ফ্রেশ হয়ে আমাদের গ্রামের ছেলেদের সাথে আমাদের বাজারে চলে আসলাম। স্কুল মাঠে গিয়ে সবাই মিলে বসে গল্প করলাম। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম, ঘরে গিয়ে মোবাইলে আমার স্টিমিট অ্যাকাউন্টটি কিছুক্ষন দেখার পর ঘুম আসার কারণে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ি।


ডিভাইসInfinix Hot 9 Play
ফটোগ্রাফার@rabbani71


বন্ধুরা এই ছিল আজকের"Diary Game"পোস্ট,আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই পোস্ট এখানেই সমাপ্ত করছি।



এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @idalia87 , @sacra97 আশা করি,আপনারা সকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

✨সবাইকে ধন্যবাদ✨

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি দিন কাটিয়েন। অসাধারণ ফটোগ্রাফিক & উপস্থাপন করেছেন।

 2 years ago 

ধন্যবাদ"-"ধন্যবাদ"-"ধন্যবাদ"😊😊😊

 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Saludos amigo, que día tan productivo el suyo, que excelentes fotografías, un gran día fue un placer leerte, ah muchas gracias por la mención.

 2 years ago 

Muchas gracias por dejarme un lindo comentario.😊😊


Coin Marketplace

STEEM 0.30
TRX 0.33
JST 0.054
BTC 94992.25
ETH 3762.06
SBD 4.08