"Macro photography"✨@rabbani71✨20% beneficiaries goes to @steemit-bd #club5050
আসসালামু আলাইকুম |
---|
আজকে আমি আপনাদের সাথে আমার মাইক্রো ফটোগ্রাফি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব।
এই প্রজাতি টি দেখতে প্রায় মৌমাছির মতোই তবে এটার নাম আমার জানা নেই তবে দেখতে অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে তাই ছবিটি ধারণ করেছি
লোকেশন
এই গুলো ছবি আমি বাসার পেছনের দিক থেকে তুলেছি। সেখানে অনেক জঙ্গল এবং অনেক গাছতলা তাই সেখানে অনেক এরকম প্রজাতির দেখতে পাওয়া যায়।
লোকেশন
এটি হলো পাতা যেখানে বৃষ্টি হওয়ার পর পাতায় কিছুটা পানি জমা হয়ে রয়েছে। দেখতে অনেকটাই ভালো লাগলো, তাই ছবিটি তুলে রেখেছি।
এটি হলো মশা যা আমাদের আশেপাশেই বসবাস করে এদেরকে দিনে দেখা না গেলেও রাতে কিন্তু ঠিকই দেখা মিলে এগুলো আমাদের কামড় দিলে শরীরের অনেক ক্ষতি করে তাই সবসময় আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো।
এটি হলো লাল রং এর গাং ফড়িং যা সবখানেই দেখতে পাওয়া যায়। এগুলো বিশ্বের সবখানেই দেখতে পাওয়া যায় কেননা এদের বিস্তার অনেক বেশি, এগুলো আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে।
লোকেশন
ছোটবেলায় এই গানগুলো ধরার জন্য পিছে পিছে দৌড় মারতাম এবং যেখানে গিয়ে বসতো সেখানে ধীরে ধীরে বসে ধরার চেষ্টা করতাম আর সবচেয়ে বড় মজার কথা হলো অন্য কেউ যদি দেখত তাহলে ধরতে না দেওয়ার জন্য কত কিছুই না বলে যেত। পুরনো দিনের অনেক কিছুই মনে পড়ে যায়, কিন্তু দিন গেলে তো আর দিন আসে না। তাই বাকি দিনগুলো সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করব।
ডিভাইস | Infinix Hot 9 Play |
---|---|
ফটোগ্রাফার | @rabbani71 |
বন্ধুরা এই ছিল Macro photography পোস্ট,আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই পোস্ট এখানেই সমাপ্ত করছি।
ঈদ মোবারক
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @abialfatih , @pankajwahane আশা করি,আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
ছবি গুলো বেশ সুন্দর হয়েছে ভাই। প্রথম ছবিটি বেশি ভালো হইছে।
মশা আর ফড়িং এর ছবিটি নান্দনিক ছিল। সুন্দর ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ