মুরগির মাংস ও আলুর ডালের রেসিপি✨@rabbani71✨20% beneficiaries goes to @steemit-bd #club5050

in Steem Bangladesh2 years ago (edited)

CollageMaker_202262181430703.jpg

আসসালামু আলাইকুম

আশা করি,আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে অনেকদিন পর আবারও একটি দারুন রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। মুরগির মাংস দিয়ে তৈরি রেসিপি এবং আলু দিয়ে ডাল কিভাবে খুব সহজেই তৈরি করতে পারি তার কিছু সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি।

লোকেশন

মুরগির মাংসের রেসিপি;

প্রয়োজনীয় উপকরণ

পেঁয়াজ
মরিচ
আদা
মসলা
তেল
লবণ
হলুদ

IMG_20220120_204650_78.jpg
লোকেশন
প্রথমে আমরা পেঁয়াজ ভালো করে, কেটে নেব, পেঁয়াজের উপরে থাকা অংশটুকু থেকে আলাদা করে নেব এবং পানি দিয়ে ধুয়ে অন্য প্লেটে রেখে দিব।

IMG_20220120_205432_543.jpg
লোকেশন
IMG_20220120_210730_718.jpg

মরিচ ও রসুনের সামনের অংশ ছিড়ে ফেলে, ভাল করে পিসিয়ে নিতে হবে এবং একটি ছোট পাত্রের মধ্যে রেখে দিতে হবে।

IMG_20220120_210241_33.jpg

গরম মসলা ভালো করে ডলে ডলে গুরু করে নিতে হবে তাহলে মসলাগুলো মানুষের ভিতরে ভালোভাবে ঢুকবে।

IMG_20220120_205833_754.jpg

আদা গুলো পানিতে ধুয়ে নিয়ে এগুলো ও ভাল করে পিসিয়ে নিতে হবে এবং পরিষ্কার বাটিতে আলাদা রেখে দিতে হবে।

IMG_20220120_213255_204.jpg

এখন রান্না করার জন্য আমরা চুলায় কড়াই বসিয়ে দিব এবং তার মধ্যে কিছুটা তেল দিয়ে হালকা গরম করে নেব

IMG_20220120_213632_352.jpg

দুই মিনিট পর পেঁয়াজ,রসুন,আদা,মরিচ এই সবগুলো এক সঙ্গে সেখানে দিয়ে 5 থেকে 8 মিনিট সিদ্ধ করার পর তার উপরে আমরা মাংস দিয়ে দিব। মাংস ঢেলে দেওয়ার পর সেগুলো কি ভালোভাবে মেশানোর জন্য চারিপাশে নাড়িয়ে দেবো।

IMG_20220120_213951_139.jpg

তারপর পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের মাংস তৈরির রেসিপি।





আলুর ডাল রেসিপি;


IMG_20220120_215438_749.jpg
লোকেশন
ডাল তৈরি করার জন্য প্রথমে আমাদের আলু পানিতে গরম করে নিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর খোসা ছাড়িয়ে হাত দিয়ে মেখে নিতে হবে।

IMG_20220120_215651_347.jpg
লোকেশন
এরপর একটুখানি মসলা পানি লবণ ও তেল দিয়ে রান্না বসিয়ে দিবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আলুর তৈরি ডাল।



IMG_20220120_223418_649.jpg
লোকেশন
IMG_20220120_223738_576.jpg


এভাবেই আমরা খুব সহজেই বাড়িতে ছোট্ট একটি রেসিপি তৈরি করতে পারি।☺️☺️☺️


4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

ডিভাইসInfinix Hot 9 Play
ফটোগ্রাফার@rabbani71
এডিটCollageMaker




বন্ধুরা এই ছিল আজকের রেসিপি পোস্ট। আশা করি,আপনাদের সকলের ভাল লেগেছে,আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই রেসিপি পোষ্ট এখানেই সমাপ্ত করছি।
4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @udyliciouz এবং @ponpase আশা করি আপনারা দুজনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

❣️সবাইকে ধন্যবাদ❣️

Sort:  
 2 years ago 

আপনি ১ মাসে কোনও পাওয়ার আপ করেন নি সেই জন্য আপনাকে ডাউন মেম্বার দেওয়া হয়েছে।

 2 years ago 

❤️জি ধন্যবাদ ভাইয়া❤️, ✨Power Up✨ পোস্টটি কমপ্লিট করেছি।

 2 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সামনে তুলে ধরেছেন আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60460.59
ETH 2624.41
USDT 1.00
SBD 2.55