Introducing myself to steem platform

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম।
আমি মো:প্রিয়াম।
এখানে যোগদানের জন্য আমি সত্যি খুব বেশি উত্তেজিত এবং সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম ভুমিকা পোস্ট শুরু করছি।

আশা করি এই মহামারীকালীন সময়ে আপনারা সবাই শুস্থ আছেন। IMG20191117170413.jpgIMG20191117171319.jpgIMG20191117170402.jpg

প্রকৃতি প্রিও ছেলে আমি।
সব সময় ইচ্ছা করে প্রাকৃতিক দৃশ্য দেখতে।
IMG20190621185930.jpgIMG_20191003_074059.jpgIMG20190814174903.jpgIMG20190814174838.jpgIMG20190814174818.jpgIMG20190605130727.jpgIMG20191109165716.jpgIMG20190719110603.jpgIMG20190813173029.jpgIMG20190719111129.jpgIMG20191109165904.jpgIMG_20190413_114023.jpgIMG20190719110555.jpgIMG20190719092247.jpgIMG20190719110558.jpg

আমার গ্রামের সামান্য প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেস্টা করলাম।

আমার গ্রামে এই মহামারিকালীন সময়ে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ বন্যায় কবলিত হয়েছে প্রায় অর্ধেক গ্রাম।
অপরুপ দৃশ্যের সাথে দেখা যাচ্ছে গরীব মানুষের ভয় মাখা মুখে প্রবল আতংকের ছাপ।

দোয়া করবেন যেনো এই মহামারিকালীন সময়েও আমাদের মতো সব গরীব দুখি মানুষের মুখে হাসি টা যেনো অটুট থাকে।
আল্লাহ হাফেজ।

Sort:  
 4 years ago 

You take a picture like this @priam


Source

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66546.31
ETH 3589.70
USDT 1.00
SBD 2.93