The Diary Game | প্রিয় মানুষদের সাথে একটি সুন্দর ছুটির দিন | ০৯-০৯-২০২২

in Steem Bangladesh2 years ago

আমার ডায়েরী


০৯ সেপ্টেম্বর ২০২২
শুক্রবার


20220909_164129.jpg

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?
আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। এজন্য গতরাতে অনেক দেরীতে ঘুমিয়েছিলাম আমি। তাই সকালে ঘুম থেকে উঠতে প্রায় ১০ টা বেজে গিয়েছে। আজকে আমাদের বাসায় মেহমান আসবে দুপুরে। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দ্রুত নাশতা খেয়ে নেই। সকালের নাশতা করি চা আর টোস্ট। টোস্ট আমার অতি অপ্রিয় একটি খাবার তারপরেও দ্রুত নাশতা শেষ করি। নাশতা শেষে দেখি বাসায় কে জানি টগর ফুল তুলে রেখেছে। পরে জানতে পারি আমার ভাতিজি ফুলগুলো এনেছে। তার নাকি টগর ফুল খুব পছন্দ। আমার গাছের ফুল তুলতে ভালো লাগে না। ফুল গাছেই সুন্দর দেখায় বেশী। আমি ফুলগুলোর ছবি তুলে রাখি। আর এভাবে গাছ থেকে ফুল না তোলার জন্য বুঝাই।

20220909_103103.jpg

টগর ফুল

বেলা ১২ টার দিকে আমি আবার সিঙ্গারা আর মিষ্টি খাই। ফুরফুরে সাদা মিষ্টি আমার পছন্দ। আর রসগোল্লা খেতে ভালো লাগে আমার। এগুলো "পাবনা সুইটস" এর রসগোল্লা। দিনাজপুরে পাবনা সুইটস এর মিষ্টি সবচেয়ে ভালো লাগে আমার। এই রসগোল্লার টেস্ট বেশ ভালো।


সিঙ্গারা আর রসগোল্লা

শুক্রবার হওয়ায় বাসায় মেহমানরা আসতে দেরী করে। দুপুর ৩ টার দিকে মেহমানরা চলে আসে বাসায়। তাদের জন্য টেবিলে খাবার রেডি করা হয়। খাবারের আইটেমগুলো ছিলো পোলাও, ভাত, মুরগির রোস্ট, মাছ ভাজা, গরুর মাংস, খাসির মাংস আর ডাল। খাবার রেডি করা হলে আমি গিয়ে ছবি তুলে নিয়ে আসি। খাবার খাওয়া শেষ হওয়ার পর আমরা সবাই মিষ্টি পান খাই। গত দুইদিন ধরে মিষ্টি পান খাচ্ছি আমি।



20220909_144726.jpg


দুপুরের খাবার


দুপুরের খাবার খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বাচ্চাদের নিয়ে বাসার সামনের শিশু পার্কে যাই তাদের সাথে খেলি, ছবি তুলি। আমরা পাশের মেয়েদের একটি নতুন হলে যাই যেখানে এখনো কোন সীট দেওয়া হয় নি। মানুষহীন নতুন সাদা বিল্ডিং দেখতে ভালোই লাগলো।

20220909_170919.jpg

নব নির্মিত ভবন

তারপর বিকেলে আমরা পানি পুরী খেতে যাই। পানিপিরী খেতে আমার সব মেয়েদেরই পছন্দের খাবার কিন্তু দোকানে গিয়ে দেখি মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যাই বেশী। সাত ফ্লেভারের টক দিয়ে এই পানিপুরী খাওয়া যায়। খাট্টা টক, পুদিনা টক, মিঠা টক, ঝাল টক, লেমন টক, ধনিয়া টক আর ঝাল টক। এগুলোর মাঝে আমার সবচেয়ে ভালো লেগেছে পুদিনা টক আর খাট্টা টক। পানিপুরী খেয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়।

20220909_191744.jpg

পানিপুরী


সন্ধ্যার পর একটা কাজে আবার বাইরে আসি। সেখান থেকে বাসায় ফেরার সময় আইসক্রিম খাই। পোলারের ক্রাঞ্চি আইসক্রিম। তারপর হেঁটে হেঁটে বাসায় চলে আসি।

20220909_194102.jpg

আইসক্রিম

বাসায় এসে আবার সবার সাথে গল্প করি। মেহমানরা রাত ৯টার দিকে সবাই চলে যায়।আমি ১১ টার আগেই ঘুমাতে চলে যাই।

সবাইকে ধন্যবাদ লিখাটি পড়ার জন্য

শুভেচ্ছান্তে,

@pea07

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Total words379
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

আপনার ডায়েরি পোস্ট পড়ে ভাল লাগল। সারাদিন ব্যস্ততা পার করিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.037
BTC 98048.48
ETH 3406.24
USDT 1.00
SBD 3.35