Steem Bangladesh Contest : The Diary Game by @pea07

in Steem Bangladesh2 years ago (edited)
১৩ মে ২০২২

আসসালামু আলাইকুম!
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

20220513_180650.jpg

লোকেশন-PGFJ+75M, দিনাজপুর-বোচাগঞ্জ-পীরগঞ্জ রোড

সকালবেলা

আজ শুক্রবার হওয়ায় দেরীতে ঘুম থেকে উঠেছি। আজকে ভোরে দিনাজপুরে খুব বৃষ্টি হয়েছে। আমি ঘুম থেকে উঠে আমার বারান্দা বাগানে গিয়ে দেখি সব গাছের টবে পানি জমে আছে। তাই সবার আগে টবের পানি পরিষ্কার করলাম এবং গাছের পাতায় বৃষ্টির ফোঁটার দৃশ্য ক্যামেরায় বন্দি করে রাখলাম।

বৃষ্টিস্নাত ঘাস
বৃষ্টিভেজা প্রিয় শহর
লোকেশন-JJHH+X6 Dinajpur

তারপর সকালের নাস্তা খেলাম এবং বেশী বৃষ্টির কারনে বাসার কাজে সাহায্যকারী খালা আসতে পারেন নি তাই ঘরের কিছু কাজ করলাম। রান্নাঘরের থালা-বাটি ধুয়ে নিলাম। এভাবেই আমার আজকের সকাল চলে গেলো।


দুপুরবেলা

ভারী বর্ষনের কারনে ইলেক্ট্রিসিটি ছিল না। ইলেক্ট্রিসিটি আসলো দুপুর দেড়টার সময়। তারপর দুপুরের খারাব খেলাম ২.৩০ এর দিকে। এবং পরিবারের সবাই মিলে ঠিক করলাম আজকে ঠান্ডা আবহাওয়ার বাইরে ঘুরতে যাব। খাওয়া শেষে রেস্ট নিয়ে বিকেলে সবাই বাইরে বের হলাম।


বিকেল

চারদিকের শান্ত পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর ছিলো। আমরা দিনাজপুর থেকে সেতাবগঞ্জের রাস্তা ধরে গেলাম চারপাশের প্রকৃতি দেখার জন্য। দিনাজপুর থেকে সেতাবগঞ্জের রাস্তাটা অনেক বেশী সুন্দর।

20220513_180559.jpg

20220513_180454.jpg

আজকের প্রকৃতি

লোকেশন-PGFJ+75M, দিনাজপুর-বোচাগঞ্জ-পীরগঞ্জ রোড

আমরা এভাবে ধুকুরঝারি পর্যন্ত গিয়ে সেখালকার ব্র্যাক সীড ফার্মের সামনে থেকে আবার ফিরে আসি এবং বিরলে অবস্থিত "জীবন মহলের" পাশে ফুসকা খাওয়ার জন্য রওনা দেই। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে।

20220513_182250.jpg

লোকেশন-MHF9+QV8, Hat - Birol Road, Dhukurjhari

সন্ধ্যা

সন্ধ্যার সময় বিরলের বিখ্যাত ভিন্ন টেস্ট রেস্টুরেন্টের রকমের টকের পানিপুরি খাই। পানিপুরির স্বাদ ছিল অসাধারণ। আমরা পুদিনার টক, লেমন টক, ঝাল টক, ধনিয়া টক এবং খাট্টা টক দিয়ে পানি পুরি খাই।

লোকেশন-JJJ6+8PC

দারুন স্বাদের এই খাবার খেয়ে এক কাপ কফি পান করি।

20220513_201336.jpg

লোকেশন-JJJ6+8PC

খাবার খেয়ে বের হওয়ার সময় দেখি রাস্তার অপর পাশে একটি সুপারশপ এবং আরেকটি রেস্তোরাঁ। রাস্তা পার হয়ে সুপার শপের ভেরতর ঢুকে টুকিটাকি কেনাকাটা করি এবং বাসায় ফিরে আসি।

সুপার শপের ভিতরের দৃশ্য

লোকেশন-JJJ6+8PC

রাত

বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় ৯ টা বেজে যায়। বাসায় ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লগইন করে আপুর সাথে কথা বলি এবং হালকা রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেই।
এভাবেই আমার দিনটি কেটে যায়।


ফটোগ্রাফার@pea07
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ১২ এবং স্যামস্যাং গ্যালাক্সি এ২২

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি @gdamex
@azizwalker
@blue0 এবং
@beinggeek কে আমন্ত্রণ জানাচ্ছি।

সবাইকে ধন্যবাদ

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

বৃষ্টিস্নাত শহরের ছবিটা খুব সুন্দর হইসে। নাইস ডায়েরি।

 2 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64599.25
ETH 3467.96
USDT 1.00
SBD 2.55