Steem Bangladesh Contest : Photography by @pea07
০৪ সেপ্টেম্বর ২০২২
রবিবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
এই ফুলটি হলো লজ্জাবতী গাছের ফুল। এই ফুল গাছের পাতায় হাতের ছোঁয়া কিংবা অধিক তাপমাত্রায় সেটি নুইয়ে পরে এবং নির্দিষ্ট সময়ের পর পাতা আবার আগের মত হয়ে যায়। হালকা বেগুনী রং এর এই ফুলটি দেখতে বেশ সুন্দর।
এই ফুলের নাম সবারই জানা। ফুলটির নাম রেইন লিলি। ফুলের নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি বর্ষাকালীন ফুল। সাধারণত সব ধরনের জায়গায়তেই এই ফুল গাছের দেখা পাওয়া যায়। সারাবছর গাছের তেমন যত্নের প্রয়োজন পরে না শুধু বৃষ্টি পানিতে এই গাছ প্রাণবন্ত হয় এবং ফুল ফোটে।
উপরের বেগুনি রং এর ফুলটির নাম আমার জানা নেই তবে এটি জংলি ফুল হিসেবেই পরিচিত। এটি অতি সুপরিচিত একটি ফুল। ঘাস ফুলের মত ছোট ফুলে চারদিক ভরে থাকে।
এইগুলোই ছিলো আমার আজকের ফটোগ্রাফি।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: