#club100| Betterlife - The Diary Game | 28- 08 - 2022
আমার ডায়েরী
২৮ আগস্ট ২০২২
শনিবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার ডায়েরী শেয়ার করবো।
Location :W54H+QPF |
---|
প্রতিদিনের মত আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হই তারপর সকালের খাবার খাই। খাবার খেয়ে আমার ভাতিজির সাথে সময় কাটাই। তার সাথে সময় কাটানোর পর পাশের বাড়ি যাই। গিয়ে দেখি তারা সবাই মাছ ধরতে নদীতে যাচ্ছিল তারপর তাদের সাথে আমিও মাছ ধরা দেখতে যাই। আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরেই নদী।
নদীর পাড়ে বসে মাছ ধরা দেখতে ভালোই লেগেছে।
১ ঘন্টা পরিশ্রম করে তারা একটা বড় মাছ আর কয়েকটা ছোট মাছ পেয়েছে। আমি তাদের মাছ ধরা আর মাছের ছবি তুলে রাখি। নদীর পাড়ে বসে কিছু ছবি তুলি নদীর। বড় মাছটা না পেলে তাদের পরিশ্রমটাই বৃথা হয়ে যেত। বড় মাছ পাওয়াতে আমি সহ তারা সবাই খুশি হয়ে গিয়েছিলো। মাছ নিয়ে আমরা বাড়িতে ফিরে আসি। তখন প্রায় দুপুর ১ টার মতো বেজে গিয়েছিলো। আকাশ মেঘাচ্ছন্ন ছিলো।
Location :W54H+QPF |
---|
আমরা বাড়ি আসার অল্প কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে সবারই ভালো লাগে। খুব বেশী সময় ধরে বৃষ্টি হয় নি।কিন্তু বৃষ্টির পর পরিবেশ একদম ঠান্ডা হয়ে যায়।
Location :W54H+QPF |
---|
তারপর আমি দুপুরের খাবার খাই। খাবার খাওয়া শেষে বৃষ্টির পর আমাদের বাড়ির সামনের সবজি বাগানে গিয়ে সেখানকার কিছু ছবি তুলি। বৃষ্টির পানির ফোটা পুইশাক গাছে লেগে ছিলো। সেই ছবিও তুলি। এছাড়াও কুমড়ো ফুল, পেঁপে গাছের ছবি তুলে রুমে চলে আসি।
:W54H+QPF |
---|
একটু পর একজন জেলে মাছ ধরে নিয়ে আসে বিক্রির জন্য। আমার মা মাছ কিনতে পছন্দ করেন। সারা বছর নদীতে মাছও পাওয়া যায় না। বছরের নির্দিষ্ট সময়ে মাছ ধরা পরে। তবে এখন মাছ প্রচুর পাওয়া গেলেও মাছের দাম বেশী। দাম বেশী হলেও নদীর মাছ খেতে বেশ ভালো লাগে।
Location :W54H+QPF |
---|
বিকেলে আমি আমার বান্ধীর সাথে নদীর পাড়ে যাই সেখানে সন্ধ্যার আগ পর্যন্ত বসে থাকি। নদীর পাড়ে বিকেলে অনেকেই যায়।
সন্ধ্যায় চা করে মোবাইলে সময় কাটাই। ফেসবুকে লগ ইন করে ভিডিও দেখি। বন্ধুদের সাথে গল্প করি। তারপর রাতের খাবার খাই।
রাতে খাবার শেষে কোকা-কোলা খাই। বাড়িতে আসার পর প্রায় প্রতিদিনই কোকা-কোলা খাওয়া হচ্ছে। কোকা-কোলা খেয়ে কিছুক্ষণ পরে আমি ঘুমানোর প্রস্তুতি নেই।
Location :W54H+QPF |
---|
এভাবেই আমার সারাদিন কেটে যায়।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
মাছ ধরতে আমারও অনেক ভালো লাগে। সুন্দর একটি দিন কেটেছে আপনার।
ধন্যবাদ আপনাকে। মাছ ধরা দেখতেও ভালো লাগে।