#club100| Betterlife - The Diary Game | 27- 08 - 2022

in Steem Bangladesh2 years ago

আমার ডায়েরী


২৭ আগস্ট ২০২২
শনিবার


আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার ডায়েরী শেয়ার করবো।

20220827_161831.jpgLocation :W54H+QPF

আজ সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে সবার আগে স্টীমিট প্রোফাইলে লগইন করি। নতুন কোনো নোটিফিকেশন আছে কি না তা চেক করি। যেহেতু আমার এক্টিভিটি কম আপাতত তাই নতুন কোন নোটিফিকেশন ছিলো না। চেক করে তারপর আরেকটু ঘুমিয়ে নেই এবং ফ্রেশ হয়ে নাস্তা করি। নাস্তা শেষে নিজেই চা বানাই। সবাইকে চা দেই। বাড়ি আসার পর সকালের চা রেগুলার আমিই বানাচ্ছি। চা খাওয়া শেষে আমি ফোন নিয়ে বসি। একটা মুভি দেখি। সাউথ ইন্ডিয়ান একটা মুভি। মুভির নাম "Beast" যার বাংলা অর্থ হলো জন্তু বা পশু। এটি একটি এক্শন, কমেডি মুভি। এই মুভিটি নির্মিত হয়েছেন ভারতীয় একজন " EX-RAW Agent" এর দক্ষতা এবং বুদ্ধিমত্তায় প্রধান একজন আতঙ্কবাদীকে আটক করা ও একটি হাইজ্যাককৃত সুপার কমপ্লেক্স থেকে সাধারন মানুষকে উদ্ধারের গল্প। মুভির প্লটটি আমার ভালোই লেগেছে। সেখানে প্রধান চরিত্রে ছিলো থালাপাতি বিজয় আর পূজা হেগড়ে। এক্শন সীনগুলো বেশ দারুণ লেগেছে আমার কাছে। আপনারা চাইলেও এ মুভিটি দেখতে পারেন।

Screenshot_20220827-131645_Video Player.jpgLocation :W54H+QPF

মুভি দেখা শেষে আমি দুপুরের খাবার খাই।দুপুরের খাবার খাওয়া শেষে আমি কোকা-কোলা খাই। কোকা-কোলা খাওয়া বেশী হয়ে যাচ্ছে আমার।

20220827_160425.jpgLocation :W54H+QPF

আমি দুপুরে খাওয়ার পর রেস্ট নেই। একটু পর একজন জেলে মাছ বিক্রি করার জন্য মাছ নিয়ে আসে। আমাদের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীর একটি শাখা বয়ে গেছে। এই নদীতে মাছ ধরে অনেকগুলো পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। একটা নদী বহু মানুষের আয়-রোজগারের উৎস। নদীর মাছ খেতেও অনেক টেস্ট আর ক্যাটফিস জাতীয় মাছ খেতে ভালো লাগে আমার। ক্যাটফিস আর ইলিশ ছাড়া অন্য কোন মাছ আমি খাই না।
আমার মা জেলের আনা মাছগুলো পছন্দ করে এবং মাছগুলো কিনে। এই মাছগুলোর দাম নিয়েছে ১২০০ টাকা (৬০ স্টীম)। এখানে প্রায় ২ কেজির মত মাছ রয়েছে। যেহেতু মাছগুলো ওজন হিসেবে কেনা হয় নি তাই আমরা ওজন জানি না।

Location :W54H+QPF

তারপর আমি বাইরে বের হয়ে কিছু ছবি তুলি। পেঁপে গাছ আর কিছু ফুলের ছবি তুলি।

Location :W54H+QPF

বিকেলে আমি আমার বান্ধীর সাথে নদীর পাড়ে যাই সেখানে সন্ধ্যার আগ পর্যন্ত বসে থাকি। আকাশ মেঘলা হওয়ার কারনে নদীর পাড়ে শীতল হাওয়া বইছিল। সেখানে বসে আমি নদীর পাড়ের ছবি তুলি এবং বাড়িতে চলে আসি।

20220827_175906.jpgLocation :W54H+QPF

রাতে কারেন্ট ছিল না।আমি আমার ছোট ভাতিজির সাথে কিছুক্ষণ খেলি তারপর অনলাইনে বন্ধুদের সাথে কথা বলি। ফেসবুকে লগইন করে সেখানে সময় কাটাই। রাতের খাবার শেষে শুয়ে পরার আগে ভাবী আমাকে কফি বানিয়ে দেয়। আমি কফি খেয়ে শুয়ে পরি।

20220827_214128.jpgLocation :W54H+QPF

এভাবেই আমার সারাদিন কেটে যায়।

সবাইকে ধন্যবাদ লিখাটি পড়ার জন্য

শুভেচ্ছান্তে,

@pea07

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Delegation


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.24
JST 0.038
BTC 95392.30
ETH 3285.89
USDT 1.00
SBD 3.39