Steem Bangladesh Contest : Art by @pea07

in Steem Bangladesh2 years ago

হ্যালো বন্ধুরা!
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি স্টীম বাংলাদেশ আর্ট কনটেস্টে অংশগ্রহন করবো।

20220611_202144.jpg

ব্যবহৃত উপাদান

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • সার্পনার

তৈরির ধাপসমূহ

ধাপ -১

প্রথমে একটি স্কেচবুকের সাদা পাতায় একটি ছোট বোতল এঁকেছি। বোতলটি কাগজের বামদিকে একেছি।

20220611_171805.jpg

ধাপ -১

ধাপ -২

এবার এই ছোট বোতলের বাম পাশে আরেকটি বোতল তবে একটু বড় এঁকেছি। ছবিটি সম্পূর্ণ আঁকার পর রং করবো।

20220611_172146.jpg
ধাপ -২

ধাপ -৩

তৃতীয় ধাপে বোতল দুটির বামে একটি ফুলের টব আঁকি এবং সেখানে একটি ফুলসহ কিছু পাতা আঁকি।

20220611_172752.jpg

ধাপ -৩

ধাপ -৪

এই ধাপে আমি আমার পেনসিলে আঁকা শেষ করি। একটি ভিন্ন আকৃতির পানির বোতল ডান পাশে আকি। এবং আমার চিত্রটি শেষ করি।

20220611_173750.jpg

ধাপ -৪

ধাপ -৫

এবার রং করার পালা। আমি প্রথমে ফুলের টবটি এবং পাতা রং করি। হালকা নীল রং দেই ফুলের টবে। ফুলে লাল রং দেই এবং পাতার রং আমাদের সবারই জানা আছে।

20220611_191211.jpg

ধাপ -৫

ধাপ -৬

এ ধাপে পাতায় সবুজ এবং টিয়া রং এর মিশ্রনে গাঢ় সবুজ বানাই এবং একটি বোতলের মুখে নীল রং করি।

20220611_195433.jpg

ধাপ -৬

ধাপ -৭

এ ধাপে সবচেয়ে ছোট বোতলটি রং করি।

20220611_195733.jpg

ধাপ -৭

ধাপ -৮

এই ধাপে আমার সবগুলো বোতল এবং চারপাশে রং করি। এভাবেই আমার ছবিটি সম্পূর্ণ করি।
20220611_202144.jpg

ধাপ -৮

ধাপ -৯

ছবি আঁকা শেষ হলে ছবিটির সাথে একটি সেলফি তুলি।

20220726_210930.jpg

ধাপ -৯

পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি
@artiztic
@misbah95

ধন্যবাদ সবাইকে


Sort:  
 2 years ago 

সুন্দর আর্ট করেছেন আপনি।


Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

খুবই সুন্দর আর্ট করেসেন। ছবিটায় antique ভাব আছে।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

Nice Art api. You presented everything beautifully.

 2 years ago 

Thank you much.

 2 years ago 

আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95786.39
ETH 3359.50
USDT 1.00
SBD 3.03