Steem Bangladesh Contest : mytownin10pics by @pea07
লোকেশনঃJJGH+GV2, Iqubal School Rd (Sostitoal to Paharpur), Dinajpur 5200
এটি একটি মসজিদের ছবি যা প্রাক-পাহাড়পুর মসজিদ নামে পরিচিত। ষষ্ঠতলা হয়ে দিনাজপুর শহরের পাহাড়পুরে প্রবেশের পথে এই মসজিদটি অবস্থিত।
লোকেশনঃBalubari water tank, Dinajpur
এটি একটি পানির ট্যাংকের ছবি। যেটি দক্ষিণ বালিবাড়ি, দিনাজপুরে অবস্থিত। এখান থেকে বহু জায়গায় পানির যোগান দেওয়া হয়ে থাকে।
লোকেশনঃJJCM+P8F, মিশন রোড, Dinajpur 5200
এটি দিনাজপুরের বড়মাঠে অবস্থিত একটি মসজিদ। এখানে বহু মানুষ প্রতিদিন নামায আদায় করেন।
লোকেশনঃJJHG+RV8 Lili More, Road, Dinajpur
ছবিটি রয়্যাল রেসিডেন্সিয়াল গার্লস স্কুলের ছবি। এই স্কুলটি প্রাক-পাহারপুরে অবস্থিত। স্কুলটির গেইটের ফুলগাছটি এই স্কুলের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
লোকেশনঃJJHJ+R44, Dinajpur
এই ছবিটি অরবিন্দ শিশু হাসাপাতালের ছবি যেটি ঘাসিপাড়া, দিনাজপুরে অবস্থিত। এই হাসপাতালে শিশুদের সব রোগের প্রাথমিক এবং সকল প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়।
লোকেশনঃJJHG+RV8 Lili More, Road, Dinajpur
এই ভবনটির নাম জুয়েল'স টাওয়ার তবে এটি রয়্যাল রেসিডেন্সিয়াল গার্লস স্কুলের একাডেমিক ভবন হিসেবে পরিচিত। এটি প্রাক-পাহারপুরে অবস্থিত।
লোকেশনঃJJHJ+344, Dinajpur
উপরোক্ত ছবিটি ইকবাল হাই স্কুলের, যেটি পাহাড়পুরে অবস্থিত।এখানে বালক-বালিকা উভয়ের ই পড়াশোনার সুবিধা রয়েছে। স্কুলটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো।
লোকেশনঃ
এই জায়গাটির নাম হচ্ছে বালুবাড়ি বিশ্বরোড। এটি হলো দিনাজপুরের বিশ্বরোড যেদিকপ দিয়ে পুরে বাংলাদেশের সাথে দিনাজপুরের যোগাযোগের যানবাহন চলাচল করে।
লোকেশনঃ JJJP+GC8, Goneshtola, Dinajpur 5200
উপরোক্ত ছবিটি দিনাজপুরের একটি ভালো ফার্নিচারের দোকান যেটি গনেশতলায় অবস্থিত।
লোকেশনঃBypass road, Dolinajpur
এটি দক্ষিণ বালুবাড়িতে অবস্থিত একটি সবজির দোকান। যেখানে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় বিশেষ করে সকালে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি @solaymann
@edidiongeffiong
@kneelyrac
@ripon999
@myblueworld কে আমন্ত্রণ জানাচ্ছি।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
অনেক সুন্দর সুন্দর photography করেছেন। সেই সাথে বিশদ বিবরণ উল্লেখ করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
ধন্যবাদ আপনাকে। আসলে বন্ধুদের মেনশন করতেই হবে এমন নিয়মের জন্যই আসলে এভাবে মেনশন করতে হয়। ধন্যবাদ আপনাকে আবারো।
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আমাকে অনেক ভালো লেগেছে এক নাম্বার ফটোগ্রাফি টি।
ধন্যবাদ।