🏅🏅Steem Bangladesh contest:-Technology 🏅🏅// 30% beneficiaries goes to @hive-138339 #club5050

in Steem Bangladesh2 years ago
হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।Steem Bangladesh Contest : Science, Technology & Computing প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি যে টেকনোলজি নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছি তা হলোঃ-- ল্যাপটপ

ল্যাপটপ কিঃ----------------

Asus-blog-768x402.png
Source

কম্পিউটারের মতো একইভাবে আকার দিয়ে তৈরিকৃত ছোট্ট একটি যন্ত্রাংশ কে ল্যাপটপ বলে। ল্যাপটপ হলো ব্যক্তিগত কম্পিউটার ডেক্সটপ কম্পিউটার থেকে আকারে ছোট এবং হালকা। কম্পিউটার থেকে ভিন্ন একটি রূপ দিয়ে এই ল্যাপটপ তৈরি করা হয়েছে। এটি এসি পাওয়ার এবং ব্যাটারির সাহায্যে পরিচালিত করা হয়।

ল্যাপটপের ইতিহাসঃ----------------

hqdefault.jpg
Source
১৯৭১ সালে আইবিএমের তৈরি আইবিএম ৫১০০ দুনিয়াতে তৈরি হওয়া প্রথম ল্যাপটপ।এই প্রথম ডিভাইস টি পোর্টেবল কম্পিউটার যা নিজেকে আত্মপ্রকাশ করে। পরবর্তীকালে ১৯৮৭ সালে Hewlett packard এইচপি কোম্পানি ল্যাপটপ
ডেকট্রে পোটেবল সি এস ল্যাপটপ প্রথম বাজারে নিয়ে আসে।যেটির মধ্যে সাড়ে তিন ইঞ্চি ফ্লপি ডিস্ক ড্রাইভ ব্যবহারের সুবিধা প্রথম বাজারে আসে যার মেমোরির ধারণ ক্ষমতা ছিল ১.৪৪ মেগাবাইট।

ল্যাপটপের কাজ কি কিঃ------------

1-1260284058j7TJ.jpg
Source

এটি ডেক্সটপ কম্পিউটার যেভাবে কাজ করে সেই একইভাবে এই ল্যাপটপ ও কাজ করে থাকে। এই দুটি টেকনোলজির মধ্যে কোন পার্থক্য নাই। একমাত্র বাহিক গঠন ছাড়া। এই ল্যাপটপ দিয়ে অনেক প্রকার কাজ করা যায় যেমনঃ----------

#অনলাইনে কাজ করা যায়।

ল্যাপটপ দিয়ে গেম খেলা যায়।

সময় কাটানোর জন্য ভিডিও এবং অডিও গান শোনা যায়।

বিভিন্ন রকমের অনুষ্ঠানের কিংবা কনসার্টের ভিডিও এডিট করা যায়।

বড় বড় কোম্পানি কিনবা মুদিখানার দোকানের হিসাব নোট বুকের মাধ্যমে হিসেবে রাখা যায়।

ল্যাপটপের মাধ্যমে নেট ব্রাউজ করা যায়।

ল্যাপটপ থেকে মোবাইল ফোনে ছবি ভিডিও অডিও গান ইত্যাদি মেমোরি লোড দেওয়া যায়।

ল্যাপটপ এর সুবিধাঃ-------------

negative-space-laptop-work-home-woman-768x512.jpg
Source
ল্যাপটপ হচ্ছে এমন একটা টেকনোলজি যা যেখানে সেখানে নিজের ইচ্ছামত নিয়ে যাওয়া যায়। এবং যেখানে সেখানে ইন্টারনেটের কাজ কিংবা অফিসিয়াল কোন কাজ সম্পন্ন করা যায়। বিভিন্ন রকমের প্লাটফর্মে ভিডিও কলের মাধ্যমে কিংবা অডিও কলের মাধ্যমে যোগাযোগ করা যায়। এটি একটি সামান্য ছোট ব্যাগে বহন করা যায়। ডেক্সটপ কম্পিউটার একস্থানপ স্থানে রাখা যায় এবং ল্যাপটপ যেখানে সেখানে বহন করা যায় তাতে করে আমাদের কোন ঝামেলা হয় না। এই ল্যাপটপের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের অনলাইন সাইডে আর্নিং করতে পারি যাতে করে আমাদের অনেকটা সুবিধা পেয়ে থাকে।

ল্যাপটপ এর অসুবিধাঃ--------------

Woman-typing-on-laptop.jpg
Source

ল্যাপটপ মানব জীবনের গুরুত্বপূর্ণ বিশেষ ভূমিকা পালন করে থাকে। ল্যাপটপের যেমন ভালো দিক রয়েছে যেমন অপরদিকে এর কিছু খারাপ দিক রয়েছে। যেমন অতিরিক্ত ল্যাপটপ চালালে চোখের এবং মেরুদন্ডের সমস্যা দেখা দেয়। এটি একস্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন রকমের আঘাতে এর ডিসপ্লের সমস্যা দেখা দিতে পারে। এটি আকারে ছোট হওয়ার কারণে চুরি কিছু কাজে জড়িয়ে জড়িয়ে যেতে পারে। ল্যাপটপ বহনের সময় বৃষ্টির পানি তাপ চাপ কিংবা চুমুকে সংস্পর্শে এলে এটি ক্ষতির মুখে পড়ে যায়। সে সবথেকে ল্যাপটপকে সুরক্ষা দেয়ার জন্য একটি প্রয়োজনীয় ব্যাগ রাখতে হয় যেটা সাধারণত ওয়াটারপ্রুফ হয়ে থাকবে সেদিকে খেয়াল রাখতে হবে।

আমার মতামতঃ----------------

IMG20220311175437.jpg
Source

Devicerealme c15
Click@parvag09

ডেক্সটপ কম্পিউটার থেকে ল্যাপটপের সুবিধা অনেক এটা যেখানে সেখানে ব্যবহার করা যায়। একস্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন স্থানে ভ্রমণের সময় একাকীত্বতা দূর করার জন্য ল্যাপটপের গুরুত্ব অপরিসীম। আপনারা চাইলে ল্যাপটপ ব্যবহার করে দেখবেন এবং ভেবেচিন্তে দেখবেন আসলে ডেক্সটপ কম্পিউটার থেকে এই মিনি কম্পিউটার অনেক ভালো।

এই ছিল আমার আজকের টেকনোলজি পোস্ট। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন।

Steem Bangladesh Contest : Science, Technology & Computing এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি@mki এবং @rabbani71 আশা করি আপনারা দুইজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

🙏সকলকে ধন্যবাদ 🙏

Sort:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছ।
ল্যাপটপ সম্পর্কে এমন অনেক ধারণা দিয়েছেন যে আমি আগে জানতাম না।
ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Loading...
 2 years ago 

ল্যাপটপ সম্পর্কে অনেক সুন্দর বর্নণা করেছেন আপনি।

 2 years ago 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57544.06
ETH 2338.08
USDT 1.00
SBD 2.35