🏅Steem Bangladesh Contest:-Technology🏅 20% beneficiaries goes to @steemit-bd #club5050

in Steem Bangladesh2 years ago


হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।Steem Bangladesh Contest : Science, Technology & Computing প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল টেকনোলজি। আজকে আমি যান চলাচল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলুন শুরু করা যাকঃ--------------------

প্রযুক্তি কি

image.png
Source

প্রযুক্তি বলতে কোন একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান সঠিকভাবে ব্যবহারিক জ্ঞান কে প্রযুক্তি বলে। আমাদের আধুনিক যুগে প্রযুক্তির দিকদিয়ে আমাদের কে অনেক উন্নত করে তুলেছে। প্রকৃতি সঠিক ব্যবহারে প্রযুক্তি আমাদেরকে অনেক সাহায্য করে চলেছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ চলাচল এবং বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকি। এই আধুনিক যুগে অনেক প্রযুক্তি আছে যা আমাদের মানব জীবনকে সহজ করে তুলেছে। তেমনি একস্থান হতে অন্য স্থানে যাতায়াত করার জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের যান চলাচল তৈরি করা হয়েছে। তাহলে চলুন দেরী না করে আজকের কিছু যান চলাচল সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা যায়।

* যান চলাচল কি*

image.png
Source

সড়কপথে পথচারী একস্থান হতে অন্য স্থানে যাতায়াত করার জন্য যেসব বাহন ব্যবহার করে সে গুলোকে যান চলাচল বলে।

৫০ বছর আগের কিছু যান চলাচল

image.png
Source

আমরা মাঝে মাঝে টিভিতে বিভিন্ন ধরনের প্রোগ্রামে কিংবা ছায়াছবিতে বিভিন্ন ধরনের প্রাচীন যুগের যান চলাচল দেখতে পারি। আজ থেকে প্রায় ৫০ বছর আগে আমাদের নানাদের মুখে শুনা কিছু গল্প আমাদের কাছে কল্পকাহিনী মনে হয়। তখন প্রায় কোনকিছুই যান চলাচলের বেশি বাহন ছিল না। তখন একেবারে গরিব লোকেরা পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় যেত। সেইসময় প্রচলন ছিল গরুর গাড়ি মহিষের গাড়ি এবং ধনীরা ঘোড়ার গাড়িতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এবং সফর করতেন। সেসময় বিয়ের বাড়িতে গরুর গাড়ি কিংবা পালকিতে বরযাত্রী কে নিয়ে আসা হতো। আমার নানার কাছ থেকে শোনা কিছু কাহিনী, আমার নানারা যখন দূর-দূরান্তে দাওয়াত খাওয়ার জন্য যেত, কিংবা স্কুল-কলেজ যেত তখন তারা হাতে তিন ঘন্টা সময় নিতো। কারণ সাধ্যমত পয়সা ছিল না। মুক্তিযুদ্ধের কাছাকাছি সময়ে প্রায় অনেক বাড়িতেই বাইসাইকেল কিংবা মোটরসাইকেল ছিল। ছোট নদীতে সেই সময়ে সাঁকো তৈরি করা হতো এবং বড় বড় নদীতে ভেলার মাধ্যমে নদী পারাপার করা হতো। এক কথায় বলা যায় সেই যুগের মানুষেরা অনেক পরিশ্রমী ছিল। আর্থিক সমস্যার কারণে তাদের মেধা কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল এবং অসম্পূর্ণ রয়ে গেয়েছিলো।

* আধুনিক যুগে কিছু যান চলাচল*

image.png
Source

আধুনিক যুগে যান চলাচলে কোন সমস্যা নেই সবই প্রযুক্তির আবিষ্কার। প্রযুক্তির সঠিক ব্যবহারে এবং সঠিক নিয়মে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। আধুনিক যুগের যানচলাচল গুলো হলোঃ- বাস-মোটরসাইকেল, বাইসাইকেল, বড় বড় নদী পারাপার হতে জাহাজ, নৌকা, স্পিড বোর্ড,দূরদূরান্তে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করার জন্য বিমান। আরো ইত্যাদি পরিবহনের রয়েছে যা আমাদের মানব জীবনকে সহজ করে তুলেছে।

সুবিধা

image.png
source

যান চলাচলের সুবিধা হল একস্থান হতে অন্য স্থানে অল্প সময়ে পৌঁছে যাওয়া যায়। আগে যেমন গরুর গাড়িতে ৫ কিলোমিটার যেতে সময় লাগত তিন থেকে চার ঘণ্টা এখন তা মাত্র ৫ মিনিটে যাওয়া যায়। কোন পরিশ্রম ছাড়া মধ্যবিত্ত পরিবারের মোটর সাইকেল বাইসাইকেল ইত্যাদির যানবাহনে এক স্থান হতে অন্য স্থানে চলাচল করতেছে। অন্য দেশে জরুরি কাজে যাওয়ার জন্য বিমান রয়েছে যা অন্য কোন যান কিংবা আজ থেকে ৫০ বছর আগে সম্ভব ছিল না। পানিপথে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে আগে সময় লাগতো প্রায় ১ থেকে ২ দিন। এখনকার যুগে সঠিক প্রযুক্তির মাধ্যমে পানি পথে যাতায়াত করতে সময় লাগে মাত্র আড়াই থেকে তিন ঘণ্টা। সবাই প্রযুক্তির সঠিক ব্যবহার যার মাধ্যমে আমরা নানান ধরনের সুবিধা ভোগ করতে পারছি।

যান চলাচলে অসুবিধা

IMG_20220501_172900.png

Source

সড়কপথে যখন সড়ক ব্যবহারকারী যানবাহনের সংখ্যা সড়কের ধারণক্ষমতার অতিরিক্ত বৃদ্ধি পায়, তখন যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, এরকম অবস্থাকে যানজট বলা হয়। যানজটের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গাড়ির স্বাভাবিকের তুলনায় ধীর গতি, দীর্ঘ যাত্রাকাল, যানবাহনের দীর্ঘ সারি শব্দ ইত্যাদি। দুর্ঘটনা যানযটের একটি প্রধান কারণ। যানজটের কারণে শ্রমঘন্টার অপচয় হয় এবং কিছু ক্ষেত্রে অপরাধের বৃদ্ধি ঘটে। যান চলাচলের ফলে বাতাসে বাড়ছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিসূক্ষ্ম বস্তুকণার উপস্থিতি, যা প্রকোপ বাড়াচ্ছে শ্বাসকষ্টজনিত রোগের। গবেষণার তথ্য বলছে, দেশে অসংক্রামক রোগের কারণে অকালমৃত্যুর ১০ শতাংশ হচ্ছে প্রত্যক্ষভাবে কালোধোঁয়ার কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগে।

আমার মতামত

IMG20220428123621.jpg
Source

Devicerealme c15
Click@parvag09

বিভিন্ন শ্রেণীর যানচলাচলের গতিসীমা এবং চলাচলের পথ একই হতে পারে বা পৃথক হতে পারে। কিছু যানচলাচলের আইনগত অধিকারে সড়ক খুব বিস্তারিত এবং জটিল নিয়ম থাকতে পারে, যখন অন্যরা চলাচলকদের সাধারণ জ্ঞান এবং সহযোগিতা করার ইচ্ছার উপর আরও বেশি নির্ভর করে। এই সব দিক গুলিই মেনে চলে আমাদের দেশ ও মানুষের সমস্যা দূর করা সম্ভব।

তো এই ছিল আমার আজকের প্রযুক্তি বিষয়ক পোস্ট। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সবাই ভাল থাকবেন, খোদা হাফেজ।

Steem Bangladesh Contest : Science, Technology & Computing এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি@shahin05 এবং @biplobsorker আশা করি আপনারা দুজনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

🙏সবাই ধন্যবাদ🙏

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

এতো সংখ্যক মানুষ এই নিজেদের তৈরি বস্তু দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে তবুও পৃথিবীর মানুষ সচেতন হচ্ছে না।তাই আমাদের সকলেরই উচিৎ সকল বিকল ইঞ্জিন বন্ধ করে দেওয়া।এতে কিছুটা হলেও রেহাই মিলবে।ধন্যবাদ

 2 years ago 

আপনি ঠিক বলেছেন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59276.59
ETH 2464.51
USDT 1.00
SBD 2.44