🏅Steem Bangladesh contest: Sport 🏅// 30% beneficiaries goes to @hive-138339 #club5050
আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি।Steem Bangladesh Contest : health, fitness, sport, leisure, food, gardening, travel প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে যাচ্ছি আমি যে বিষয়ের ওপর অংশগ্রহণ করতে যাচ্ছি সেটি হলোঃ---------Sport তাহলে চলুন দেরী না করে শুরু করা যাকঃ-------------
🏅 হাডুডু খেলা🏅
বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং জাতীয় খেলা হলো হাডুডু। হাডুডু খেলার আরো একটি নাম রয়েছে যেটা হল কাবাডি। আগে যখন ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন এসব ধরণের খেলাধুলা ছিল না তখন গ্রামে এই খেলা পরিচালনা করা হয়েছিল। এটা একটি গ্রামীণ খেলা ছিল। হাডুডু একটি বেশ মজার খেলা। পুরো এশিয়া মহাদেশে কাবাডি খেলা প্রচলিত থাকলেও এর উৎপত্তিস্থল হলো পাঞ্জাব। আমাদের বাংলাদেশ ফরিদপুর প্রথমেই কাবাডি খেলা চালু করেছিল যা থেকে বিভিন্ন জেলাতে ছড়িয়ে গেছে।
🏅 বাংলাদেশে হাডুডু খেলার ইতিহাস🏅
হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা এই খেলা সাধারণত গ্রাম অঞ্চলের বিশেষ পরিচিতি লাভ করেছিল। আমাদের গ্রাম অঞ্চলের বৃদ্ধ লোকেরা এই খেলাটিকে কাবাডি বলে থাকে। কাবাডি খেলার নির্দিষ্ট কোন বিধি নেই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে এই খেলা পরিচালনা করা হয়ে থাকে। এই হাডুডু খেলা কে হাজার ১৯৭২ সালে স্ট্যাটাস দেওয়া হয়। আরে খেলা ১৯৭১ সালে অপেশাদার কাবাডি খেলা ফেডারেশন তৈরি করা হয়েছিল। তারপর যখন এই খেলা ব্যাপক পরিচিতি লাভ করে তখন খেলাটিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে ঘোষণা দেয়।
🏅হাডুডু খেলার বিবরন 🏅
কাবাডি খেলায় প্রত্যেকটি টিমে ১২ জন করে প্লেয়ার থাকে। তার মধ্যে সাতজন করে প্লেয়ার মাঠে নামে আর বাকি পাঁচজন অতিরিক্ত প্লেয়ার হিসেবে থাকে। খেলাতে কোন দুর্ঘটনায় মাত্র তিনজন অতিরিক্ত পেলেয়ার পরিবর্তন করা যাবে। আরে খেলা নির্ভর করে একজন খেলোয়াড়ের দমের উপর সে যতক্ষণ দম দিয়ে খেলবে তত টিমের প্রতি উন্নতি লাভ করবে। এই খেলার মধ্যরেখার দুই অর্ধের দুই দিকে দুইটি লাইন টানা হয়। এই খেলোয়াড়দের মধ্যে যারা ডিসকোয়ালিফাই বা বাতিল হবে তাদের জন্য বক্সের ২ পাশে ১ মিটার করে লাইন টানা আছে সেটাকে লবি বলা হয়।
🏅হাডুডু খেলার উপকরণ 🏅
লোকেশন
হাডুডু খেলা একটি মজাদার খেলা কারণ এ খেলা খেলার জন্য বিশেষ করে কোন জায়গা লাগে না। এ খেলা যেখানে সেখানে খেলা যায়। এই কোর্ট তৈরীর জন্য ১২.৫ মিটার লম্বা এবং ১০মিটার চওড়া জায়গার দরকার হয়। এসব জায়গায় গ্রাম অঞ্চলে কোন অভাব নেই তাই এই খেলাটি সবাই সব সময় খেলে থাকে। এই হাডুডু খেলায় সাধারনত হার্ফপ্যান্ট পরে খেলতে হয়। কারন এটা অন্যধরনের খেলা।
🏅উপসংহার🏅
Device | realme c15 |
---|---|
Click | @parvag09 |
আমাদের বাংলাদেশের বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় যার কারণে আমাদের জনপ্রিয়তা খেলা হাডুডু খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের গ্রাম অঞ্চলে এই খেলাটি এখনো পরিচালিত করা হয় এবং আমরা যেখানে সেখানে দলবেঁধে খেলা খেলি। আপনারা যারা শহরাঞ্চলে আছেন তারা হয়তো এই খেলা কে মিস করে যাচ্ছেন তাই একটু সুযোগ পেলেই এই খেলাটি খেলে নিবেন দেখবেন অবশ্যই আপনাদের এই খেলাটি অনেক ভালো লাগবে। এই খেলা যদি আপনারা খেলেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই সোনার বাংলাদেশের মাটির গন্ধ কেমন ভাই এটা আমাদের গাঁয়ে কেমন ধরনের প্রভাব ফেলে আমার তো বিষয়টা ভাবলেই অনেক মজা লাগে।
এই ছিল আমার আজকের খেলাধুলা বিষয়ক পোস্ট। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন।
¡Buena publicacion
Tu publicacion de alta calidad ha sido votada positivamente por el equipo de curadores de Estilo de vida administrada por @esteban85. Disfrutamos mucho leyéndolo.
Siga @steemitblog para actualizar la informacion mas reciente sobre Steemit".
ডাউনলোড করা ছবির লোকেশন দিতে হবে না, শুধু যেখান থেকে ডাউনলোড করেছেন সেই লিংকটি ছবির নিচে শেয়ার করুন।
ঠিক আছে ভাই। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য।
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: