🏅Steem Bangladesh contest:-mytownin10pics 🏅 30% beneficiaries goes to @hive-138339 #club5050

in Steem Bangladesh2 years ago

হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি।Steem Bangladesh Contest : Life & Humanity - including the Diary Game, acts of kindness, charity... আজকে আমি আমার শহরে সংগ্রহ করা দশটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তাহলে চলুন তাহলে শুরু করা যাকঃ--------------

🏩ছবিঃ-০১🏩

IMG_20220421_193800.jpg
Source

Devicerealme c15
Click@parvag09

এটি হলো আমাদের কেন্দ্রীয় পার্বতীপুর শহরে চার রাস্তার মোড়। এখানে পূর্ব দিকের রাস্তা রংপুর শহরের দিকে, পশ্চিম দিকে রাস্তা দিনাজপুর শহর, উত্তর দিকের রাস্তা সৈয়দপুর নীলফামারী, এবং দক্ষিণ দিকে রাস্তা ফুলবাড়ী শহর। এই চার রাস্তার মোড়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🏩ছবিঃ-০২🏩

IMG_20220421_201922.jpg
Source

এ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুল এটি বদরগঞ্জ রংপুর রোডে অবস্থিত। এখানে পড়াশোনার মান অনেকটা ভালো এখানে শিক্ষকেরা নিজের হাতে তৈরি করে এই স্কুলের ছাত্র-ছাত্রীদের।
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🏩ছবিঃ-০৩🏩

IMG_20220421_194647.jpg
Source

উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ প্রকল্প (রাজস্ব) পার্বতীপুর দিনাজপুর। এখানে বিভিন্ন ধরনের মাছের পোনা উৎপাদন করা হয় এবং জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়। এটি সাধারণত পার্বতীপুর টু ফুলবাড়ি রোডে অবস্থিত।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🏩ছবিঃ-০৪🏩

IMG_20220421_194459.jpg
Source

দি লাইফ সেভিং ফোর্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পার্বতীপুর দিনাজপুর।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🏩ছবিঃ-০৫🏩

IMG_20220421_194141.jpg
Source

পার্বতীপুর শহরের রেলগেট। এই রেল গেটের কাছে রেজিস্ট্রি অফিস এবং পৌরসভা অবস্থিত। এই লাইনে বেশ কয়েকটি স্টেশন রয়েছে খোলাহাটি, বদরগঞ্জ, রংপুর, তিস্তা, শ্যামপুর, লালমনিরহাট, কাউনিয়া, আরো বেশ কয়েকটি যা আমার মনে নেই।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🏩ছবিঃ-০৬🏩

IMG_20220421_194326.jpg
Source

আমাদের প্রিয় পার্বতীপুর শহর এই চার লাইন বিশিষ্ট রেলস্টেশনের জন্য বিখ্যাত।পার্বতীপুর রেলওয়ে স্টেসন হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শহরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। পার্বতীপুর রেল স্টেশন থেকে বাংলাদেশের প্রায় সব জায়গায় যাতায়াত করা যায়।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🏩ছবিঃ-০৭🏩

IMG_20220421_194106.jpg
Source

স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্বতীপুর দিনাজপুর। এই বিদ্যালয়টি পার্বতীপুরের বাস টার্মিনালের দক্ষিণ দিকে অবস্থিত। এককথায় রেলগেটের পাশে অবস্থিত।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🏩ছবিঃ-০৮🏩

IMG_20220421_221106.jpg
Source
IMG_20220421_221029.jpg
Source

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পার্বতীপুর রেলহেড পিওএল ডিপো। দক্ষিণবঙ্গে একমাত্র পেট্রোলিয়াম কর্পোরেশন আমাদের পার্বতীপুরে অবস্থিত। এখান থেকে দক্ষিণাঞ্চলের ভোক্তারা তাদের চাহিদা পূরণ করে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর বিভিন্ন ধরনের তেল কোন দেশ থেকে আমদানি করা হয় যেমন মিশর ইন্ডিয়া ইত্যাদি।
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🏩ছবিঃ-০৯🏩

IMG_20220421_195246.jpg
Source

আমাদের কেন্দ্রীয় পার্বতীপুরে সদর হাসপিটাল পার্বতীপুর, দিনাজপুর। এখানে বিনামূল্যে জনসাধারণকে চিকিৎসা দেওয়া হয়। এখানে জরুরি বিভাগে ২৪ ঘন্টা সেবা প্রদান করা হয়। আমিও বেশ কয়েকবার এই সদর হাসপাতাল থেকে সেবা নিয়েছি।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🏩ছবিঃ-১০🏩

IMG_20220421_194417.jpg
Source

আমাদের পার্বতীর শহরে কেন্দ্রীয় কাপড় মার্কেট এই মার্কেটে রেলস্টেশনের সাইডে অবস্থিত। বিশাল একটি এলাকা জুড়ে আমাদের পার্বতীপুর শহর আমাদের পার্বতীপুর শহরে পুরাতন বাজার নতুন বাজার নিউমার্কেট আল-আমিন মার্কেট ইত্যাদি মার্কেট নিয়ে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। তাই আমিও ঈদের আমেজে পার্বতীপুরের কাপড় মার্কেট এর একটি ছবি তুলে নিলাম।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

এই ছিল আমার শহরের দশটি সুন্দর জায়গা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি ধন্যবাদ।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভিন্ন দেশের আমার দুজন বন্ধুকে@hidayat96 এবং @yeri52 আশা করি আপনারা দুজনেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

🙏 সবাইকে ধন্যবাদ🙏

Sort:  
 2 years ago 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

সুন্দর ছিলো ছবিগুলো।
আপনাদের কেন্দ্রীয় হাসপাতাল টি কত সয্যা বিশিষ্ট??

 2 years ago 

হুমম ধন্যবাদ আপি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64010.98
ETH 2791.72
USDT 1.00
SBD 2.65