📸Macro Photography & Writing Contest📸// 30% beneficiaries goes to @hive-138339#club5050

in Steem Bangladesh2 years ago

হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আমরা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।@steembangladesh কর্তিক আয়োজিত Macro Photography & Writing Contest এ অংশগ্রহণ করতে যাচ্ছি তাহলে চলুন দেরী না করে শুরু করা যাকঃ--------------------

আজকে আমি আপনাদের সামনে উড়ন্ত পোকামাকড় নিয়ে আলোচনা করব তাহলে চলুন দেখে নেয়া যাক।

📸ছবিঃ-১📸

IMG_20220331_161345.jpg
Source

Devicerealme c15
Click@parvag09

আপনারা ছবিতে যেটি দেখতে পারছেন সেটি হল একটি মশা। আমি যখন আবাদকৃত নেপিয়ার ঘাস কাটতে যাই তখন দেখি মশাটা। অনেক কষ্ট করে একটি পিকচার তুলে নিলাম। এই মশার কারণে সাধারণত চিকুনগুনিয়া নামে একটি রোগ হয়। চিকুনগুনিয়া রোগের কয়েকটি লক্ষণ হলো মাথাব্যথা বমি হওয়া গিটায় গিটায় ব্যথা সর্দি কাশি ইত্যাদি।

📸ছবিঃ-২📸

IMG_20220331_161205.jpg
Source

দুই নাম্বার চিত্রে আমার বাড়িতে ফুলের গাছে ছোট্ট একটি মৌমাছির আগমন। আমরা মৌমাছি থেকে মধু সংগ্রহ করি যা আমাদের অনেক কাজে লাগে। মধু দিয়ে ওষুধ তৈরি করা হয়। মৌমাছি উদ্ভিদের পরাগ বহন করে ফসল এবং গাছের জন্ম দেয়। মৌমাছি ছাড়া একটি উদ্ভিদ বীজ থেকে জন্ম নিতে পারবে না। এই সম্পূর্ণ দায়িত্বটা মৌমাছি নিজের কাঁধে নিয়েছে।

📸ছবিঃ-৩📸

IMG_20220331_161244.jpg
Source

ছবি তিনে রয়েছে অসাধারণ এক জাতের মৌমাছি। এই মৌমাছি সাধারণত এক ধরনের আঠালো মাটি দিয়ে নিজের বাসস্থান তৈরি করে। তাদের বাসস্থান টি দেখতে অনেক সুন্দর হয়। এই মৌমাছি ও উদ্ভিদের পরাগ ঘটার কাজে নিয়োজিত আছে।

📸ছবিঃ-৪📸

IMG_20220331_161321.jpg
Source

চার নাম্বারে রয়েছে আরো এক ধরনের মৌমাছি। এই মৌমাছি সাধারণত মানুষের উপকারও যেমন করে অপরদিকে ক্ষতিও তেমন করে।

📸ছবিঃ-৫📸

IMG_20220331_161302.jpg
Source

এটি হলো একটি মাছির ছবি। মাছি মানুষের অনেক দিক দিয়ে ক্ষতি করে। যেমন তারা ফল মূলে এবং সবজিতে ডিম পেড়ে দেয় তার ফলে সেখানে পোকার জন্ম হয়। এই ভাবে অনেক কিছু নষ্ট হয়।

এই ছিল আমার আজকের ম্যাক্রোফটোগ্রাফি পোস্ট। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন। এই কামনা করি।

🙏 সবাইকে ধন্যবাদ🙏

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44