🚜Steem Bangladesh contest :-Technology// 30% beneficiaries goes to @hive-138339#club5050

in Steem Bangladesh3 years ago (edited)

হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।Steem Bangladesh Contest : Science, Technology & Computing প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তা হলোঃ---------- মেশিন

মেশিন কিঃ------------

image.png

বিজ্ঞানীদের মতে যন্ত্রপাতি হচ্ছে বিভিন্ন ধরনের গাঠনিক পদ্ধতি যা শক্তির রূপান্তর ঘটায়। মেশিন আছে সাধারণত যান্ত্রিক রাসায়নিক তাপ চাপ এবং বৈদ্যুতিক অথবা অর্থ দ্বারা চালিত করা হয়। আর মেশিন দ্বারা দুষ্কর কাজগুলো তাড়াতাড়ি সম্পন্ন করা হয়। এই মেশিন আমাদের দৈনন্দিন জীবনে মিশে আছে যা ছাড়া আমরা অচল।

মেশিন দিয়ে ধান কাটলে যেসব জিনিসের প্রয়োজন হয় তাহলোঃ------------

image.png

ধানক্ষেত মানুষের বসতবাড়ি থেকে অনেক দূরে হয়ে থাকে তার কারণে বৈদ্যুতিক ভাবে সে মেশিন চালানো সম্ভব না। সে মেশিনটি পরিচালনা করার জন্য ডিজেল তেল এবং পেট্রোল এর দরকার হবে। ধান প্যাকেটিং করার জন্য শতক প্রতি চারটা করে বস্তা রাখতে হবে। এবং সেই ধান বহনের জন্য একটি প্রয়োজনীয় ট্রাক্টর। গাড়ি পরিচালনা করার জন্য একজন ড্রাইভার সহ পাঁচ থেকে ছয় জন শ্রমিক দরকার পড়ে।

ধান কাটা মেশিন এর গুরুত্ব এবং উপকারিতাঃ---------------

image.png

এই ধান কাটা মেশিন মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অল্প খরচে ঘণ্টায় প্রায় এক একর জমির ধান কাটা যায়। যা মানুষের জন্য দুষ্কর ব্যাপার হয়ে পড়ে। ঘন্টায় মেশিন যদি এক একর জমির ধান কাটে তাহলে ৩০ জন শ্রমিক মিলে এক ঘন্টায় সেই কাজটি হবে। এই মেশিন দিয়ে ধান কাটলে প্রতি শতকে ৫ টাকা করে খরচ পরে। তবে এর একটি আরও সুবিধা রয়েছে এটি আমাদের গ্রাম অঞ্চলের পাওয়ার টিলার দাঁড়া পরিচালিত করা যায় যাতে করে কৃষক ভাইদের উন্নত মানের গাড়ি কেনা লাগেনা। যেইখানে 3 জন শ্রমিক সারি বেঁধে ধান কাটে এবং সামনের দিকে অগ্রসর হয় একইভাবে এই মেশিন একসাথে তিন জনের জায়গায় নিয়ে সামনে অগ্রসর হয়। এই মেশিন ধান কাটার পাশাপাশি ধানগুলো প্যাকেটজাত করে এবং খরগোশ সারিতে রেখে দেয়। প্রতি একরে একহাজার থেকে পনেরশো টাকা সাশ্রয় হয়। এই ধান কাটা মেশিন থেকে গম ভুট্টা এবং সরিষা সুন্দরভাবে কাটা যায়। এক কথায় বলা যায় এই ধান কাটার যন্ত্র আমাদের কৃষক ভাইদের ক্লান্তি থেকে দূরে রাখে। এই ধান কাটা মেশিন আমাদের মানব জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

ধান কাটা মেশিন এর অপকারিতা এবং মানব জীবনের ওপর যেসব প্রভাব ফেলেঃ-----------

image.png

ধান কাটা মেশিনের যেমন উপকারিতা রয়েছে এর অপর পাশে হাজারের মতো অপকারিতা রয়েছে। এই ধান কাটা মেশিন জমিতে ধান কেটে প্যাকেটজাত করে এবং খরগুলো জমিতে গুছিয়ে গুছিয়ে রাখে। পরবর্তীতে এই ধানগুলো এবং খরগুলো নিয়ে আসার জন্য আবারো শ্রমিকের দরকার পড়ে। মেশিন ছাড়া এই কৃষকরা সুন্দরভাবে ধান কাটে এবং বেঁধে রাখে আবার সব ধান কাটা শেষে তারা সেগুলো বহন করে মালিকের বাড়ি নিয়ে আসে এবং উঠোনে সাজিয়ে রাখে। তারপর আবহাওয়া দেখে সুন্দরভাবে সেগুলো মাড়াই করে নেয়। অর্থাৎ এক খরচে সবকিছু নিজের বাড়িতে সুন্দরভাবে পরিচালনা করা যায়। দোআঁশ মাটিতে আবাদকৃত ধান যেসব মেশিনের দ্বারা কোনদিনও কাটা সম্ভব হবে না কারণ জমিতে হাঁটু ভর্তি কাদা থাকে যা শুরু শ্রমিক দ্বারা সম্ভব। এই দোয়া জমিতে যদি মেশিন দিয়ে ধান কাটা হয় তবে বস্তাগুলো বহন করতে এবং যে খরগুলো গুলো মাটিতে রাখা হবে সেগুলো সব নষ্ট হয়ে যাবে এবং গাড়ির সমস্যা হতে পারে। ঝড়-বৃষ্টিতে যেসব ধান গাছ মাটিতে শুয়ে থাকে সেসব ধানগাছ মেশিনের দ্বারা কাটা যায় না সেগুলো আবার হাত দিয়ে কাটতে হয়। তাই বলা যায় মেশিনের থেকে মানুষের ক্ষমতায় অনেক বেশি।

আরো একটি বড় ধরনের সমস্যা রয়েছে। আমাদের বাংলাদেশে প্রায় ৬০ ভাগ কৃষক রয়েছে যারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। যাদের কৃষি কাজ না করলে খাবার জোটে না। আর সব জায়গাতে যদি মেশিনের ব্যবহার করা হয় তাহলে তারা কি করে তাদের জীবিকা নির্ভর করবে। মেশিন দিয়ে ধান কাটলে এক একর প্রতি একহাজার থেকে পনেরশো টাকা সঞ্চয় হবে। আর এই পনেরশো টাকা যদি কৃষকদের দেওয়া হয় তাহলে সেই সব একসঙ্গে আমাদের বাড়িতে সুন্দরভাবে মাড়াই এবং প্যাকেট জাত করা হয় তাহলে ঝড়-বৃষ্টি থেকে মুক্তি পাওয়া যাবে। এতে মালিকের অনেক সুবিধা হয় কোন টেনশন থাকে না।

আমার মতামতঃ-----------

IMG20220316151001.jpg
Source

Devicerealme c15
Click@parvag09

আপনারা প্রথমত একটি ফসল মেশিন দ্বারা কাটবেন এবং স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করবেন। তারপর শ্রমিক দাঁড়া পরেরবার ফসল কাটবেন এবং দুইটি একসঙ্গে ভেবেচিন্তে দেখবেন যে কোনটি সবচেয়ে উত্তম শ্রমিক নাকি মেশিন। আপনারা অবশ্যই শ্রমিকের প্রশংসা করবেন এটা আমি জানি কারণ আমাদের এলাকায় এই ধান কাটা মেশিন দিয়ে সাবেক চেয়ারম্যান তার জমির সন্ধান কেটেছিলেন এবং তারপর তিনি আর পর এবার থেকে সেই মেশিন আনেন নি। তাই আপনারা সবাই ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিয়ে দেখবেন একটি উত্তম।

Steem Bangladesh Contest : Science, Technology & Computing প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি @mki111 এবং @rabbani71 আশা করি আপনারা দুজনেই কনটেস্ট অংশগ্রহণ করবেন।

এই ছিল আমার আজকের পোষ্ট আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।

সবাইকে ধন্যবাদ

Sort:  

ছবির সোর্স এ লোকেশন কোড নয় ডাউনলোড লিংক শেয়ার করুন। পোস্ট ডিসকোয়ালিফাইড।

 3 years ago 

আমি আসলে ব্যাপার টা বুঝতে পারিনি।ঠিক আছে আর ভূল হবেনা।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65989.03
ETH 2622.29
USDT 1.00
SBD 2.65