😊 সামান্য ডাইরি, ঈদ উপলক্ষে একটু ঘোরাঘুরি😊20% beneficiaries goes to @steemit-bd #club5050

in Steem Bangladesh2 years ago (edited)


হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। Steem Bangladesh Contest : Life & Humanity - including the Diary Game, acts of kindness, charity... প্রতিযোগিতায় আমি অংশগ্রহন করতে যাচ্ছি। আজকে আমি আমার সারাদিনের কাজ কর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
আশা করি আপনাদের সকলের ঈদ ভালোই কেটেছে। আজকে আমার একটু ঘোরাঘুরি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তাহলে চলুন শুরু করা যাকঃ

ঈদগা মাঠে বন্ধুদের সাথে ক্যামেরাবন্দি

IMG_20220503_212556.jpg
Source

Devicerealme c15
Click@parvag09

👳‍♂️ সকালবেলা 👳‍♂️

IMG20220503095959.jpg
Source

IMG20220503095156.jpg
Source
IMG20220503094925.jpg
Source
IMG20220503094805.jpg
Source
IMG20220503094731.jpg
Source
IMG20220503094622.jpg
Source
IMG20220503085248.jpg

ঘুম থেকে উঠে গোসল দিয়ে বাইরে বের হলাম। তখন আকাশের অবস্থা একটু খারাপ ছিল সবাই অনুমান করছিল যে আজকে বৃষ্টি হবে। আল্লাহর রহমতে সেই সম্ভাবনা টুকু কেটে গেল। তারপর আতর সুরমা টুপি পরে সেমাই পিঠা খেয়ে নিলাম। তারপর ঈদগাহ মাঠের দিকে রওনা দিলাম। আমাদের জমির হাট এলাকায় নয়টার সময় ঈদের জামাত শুরু হয়। নামাজ শেষে রীতিনীতি অনুযায়ী সবার সাথে সালামের মাধ্যমে খুশি ভাগাভাগি করি। ঈদগা মাঠে গিয়ে দেখি অনেক লোকের সমাগম হয়েছে। ঈদের নামাজে স্বভাব রীতিনীতি অনুযায়ী খুঁজবা ইত্যাদি যা যা লাগে। নামাজ শেষে বাড়ি ফিরে আসলাম আসার পর একটু খাওয়া দাওয়া করে নিলাম। আসলে যত বড় হচ্ছি আমাদের ছোটবেলার আচরণগুলো সব চলে যাচ্ছে। ঈদ মানে খুশি কিন্তু এখন সেই আগের মতো আর খুশি হয় না। আগে অনেক আতশবাজি ফাঠাইতাম। এই খাওয়া-দাওয়া করে মোবাইল ফোনটি নিয়ে ফেসবুকে কয়েকটি পিকচার পোস্ট করলাম।
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🌅দুপুরবেলা🌅

IMG_20220503_212635.jpg
Source

দুপুরবেলা বাড়ি থেকে বের হলাম হওয়ার পর একটু ঘুরাঘুরি না করতেই দেখলাম কয়েকটি ছোট বাচ্চারা আতশবাজি ফোটাচ্ছে তাদের কাছে গেলাম এবং তাদের কয়েকটি ছবি তুলে নিলাম তারা আবার ফটোগ্রাফি দেখে অনেক হাসাহাসি করছিল। যাই হোক তাদের সাথে একটু কথা বললাম। তারপর তারা আমার কাছ থেকে ঈদের সালামি চাইলো আমি বললাম রাত্রেবেলা দিব। সাবাস এখান থেকে আমি বাড়ি ফিরে আসলাম এবং একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর ২০ মিনিট পর আমার বন্ধু সৈকতের ফোন আসলো। সৈকত বলল চলো ক্যানেল থেকে ঘুরে আসি।
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🏜️ বিকেলবেলা🏜️

IMG20220503172118.jpg
Source
IMG20220503175235.jpg
Source
IMG_20220503_211127.jpg
Source

তারপর আমরা আসরের নামাজের পর আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য একটি ভ্যানে উঠলাম। আমরা ছিলাম চারজন আমি সৈকত আলামিন এবং সোহেল রানা। আমরা চারজন এই স্ট্রিম বাংলাদেশ কমিউনিটির সদস্য। আমরা সেখানে পৌঁছায় পৌঁছার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর @sohanurrahman ভাইদের সাথে দেখা হয়। সালাম দেওয়ার পর রীতিনীতি অনুযায়ী কোলাকুলি করলাম। কোলাকুলি করার পর সেখান থেকে চলে যাই। সোহানুর ভাই আপনার কাছে সালামি নিতে ভুলে গেছিলাম। সোহানুর ভাইদের সাথে সাক্ষাত করার পর সেখান থেকে আমরা চলে আসি। আমরা বন্ধুরা একটু মজা মাস্তি করার পর আমি তাদেরকে স্পিড খাওয়ালাম। স্পিরিট খাওয়ার টাকাটা ছিল একটা বাজির টাকা। সেই বাজির কথা বলা যাবে না সেটি একটি পার্সোনাল বাজি।
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png


Source

তারপর সেখান বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটা ঘটনা দেখতে পারলাম সেই ঘটনাটি হল টলার ডুবে যাওয়া। সেখানে স্থানীয় ক্যানেলে টাইটানিক জাহাজের মত ডুবে গেল একটি ট্রলার সেই ট্রলারে ছিল প্রায় ১৫ জনের মতো যাত্রী তার মধ্যে দুইজন ছোট বাচ্চা ছিল। ডুবে যাওয়ার সময় আমি লাভ দেখেছিলাম তাদের উদ্ধার করতে চেয়েছিলাম। আসলে সেখানে গভীরতা নেই বললেই চলে সবাই নিমিষে সেখান থেকে উঠে আসলো। আমাকে আবার ভুল ভাববেন না যে আমি তাদের সাহায্য না করে ভিডিও করেছি।

IMG20220503172625.jpg
Source

তারপর সেখান বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর যখন দেখলাম সবাই চলে যাচ্ছে তখন আমরাও বাড়ির পথে রওনা দেই। ভেনে আসার সময় মোটরসাইকেল চালিত তিনজন বড় ভাইকে ক্যামেরাবন্দি করলাম

বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমাকে এখন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে হবে। বুঝতেই তো পারছেন ঈদের ব্যাপার তবুও একটু সময় বের করে অল্প পরিমাণ আরেকটি পোস্ট তৈরী করলাম। যাইহোক সবাইকে ঈদের দাওয়াত রইলো আসবেন আমাদের বাড়িতে।

এই ছিল আমার আজকের ছোট্ট একটি ডায়েরি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ।

Steem Bangladesh Contest : Life & Humanity - including the Diary Game, acts of kindness, charity... এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভিন্ন কমেউনিটির দুজন বন্ধুকে @miss-crypto এবং @sadiaafrojj আশা করি আপনারা দুজনেই কমিউনিটি তে অংশগ্রহণ করবেন।
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

🙏 সবাইকে ধন্যবাদ 🙏

Sort:  
 2 years ago 

বাজিটা কিন্তু আসলেই অবাক করার মতো ছিলো। আসলে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আমরা 😊

 2 years ago 

বাজিগার হুমে।

 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 2 years ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সুন্দর ডায়েরি লিখেছেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59758.56
ETH 2523.42
USDT 1.00
SBD 2.47