My Village in 10 Pics★6.March.2021★ JASHORE ★
Assalamu Alaykum,
- এটি ধানের পাকাগাছ কাটার যন্ত্র। এই যন্ত্রটি কারেন্টের দারা চলে।গরুর খাওয়ার জন্য যন্ত্রটি দারা অনেক ছোট করে খড়গুলো কাটা হয়।
- What3Words :
https://w3w.co/toehold.pardons.catchments
- কয়েকদিন আগে এই লোকটি এসেছিলো আমাদের গ্রামে এই বানরকে নিয়ে।এই লোকটি বানরকে পরিচালনা করে।এই বানরটি মানুষের অনেক রোগ নির্নয় করে ঔষধ প্রদান করে। শহরের লোকের তুলনায় গ্রামের লোক এগুলো বেশি বিশ্বাস করেন।
- What3Words :
https://w3w.co/toehold.pardons.catchments
- এটি আমাদের পুকুর।এখানে অনেক মাছ আছে। গ্রামের অনেক লোক এখানে গোসল করে।কয়েকদিন আগে পুকুরে ছোটো পোলাপান সাঁতার কাটছিলো তখন আমি এই ছবিটি তুলেছিলাম।
- What3Words :
https://w3w.co/toehold.pardons.catchments
- এটি আমাদের বাড়ির পাশের থেকে তোলা।জায়গাটিতে অনেক রকমের গাছ রয়েছে।তার মধ্যে শিমুল গাছ অন্যতম। লাল রঙের শিমুল ফুল দেখতে অসাধারণ লাগছে।
- What3Words :
https://w3w.co/toehold.pardons.catchments
- আমি যখন মাঠের ভিতরের রাস্তা দিয়ে হাটছিলাম তখন আমি এই চাষ দেওয়া জমিটি দেখতে পেয়েছিলাম। জমিটিতে চাষ দেওয়ার ফলে উন্নত্মানের ফসল ফলাতে সুবিধা হবে।
- What3Words :
https://w3w.co/clash.probability.reconciles
- এটি একটি ফার্মেসীর দোকান।যেখানে মোটামুটি সব রকমের মেডিসিন পাওয়া যায়। আমি প্রায় সময় এই ফার্মেসী থেকে আমার প্রয়োজনীয় ঔষধ ক্রয় করে থাকি।
- What3Words :
https://w3w.co/clash.probability.reconciles
- এটি একটি খেলার মাঠ।মাঠে যখন ক্রিকেট খেলা হচ্ছিলো তখন আমি এই ছবিটি তুলেছিলাম।
- What3Words :
https://w3w.co/clash.probability.reconciles
- এটি আমাদের কলেজের একটি এরিয়ে যেখানে অনেক ছাত্র ছাত্রী আড্ডা দেই।এই জায়গাটি আমার খুব ভালো লাগে।
- What3Words :
https://w3w.co/clash.probability.reconciles
- এই রাস্তা আমার খুব পরিচিত। কারণ এই পথ দিয়ে আমার প্রায় সময় যাতায়াত করতে হয়।
- What3Words :
https://w3w.co/clash.probability.reconciles
- দন্তচিকিৎসালয়।কিছুদিন আগে আমি যখন আমার দাঁতের সমস্যার জন্য ডক্টরের কাছে গিয়েছিলাম।তখন আমি এই ছবিটি তুলেছিলাম।
- What3Words :
https://w3w.co/clash.probability.reconciles
From #bangladesh
JOIN WITH US ON DISCORD SERVER: