Steem Bangladesh Contest | Poetry | The famous poetry-"মাগো ওরা বলে"

in Steem Bangladesh3 years ago

  • হেলোও!!!!আসসালামু আলাইকুম।



  • সবাই ভালো আছেন তো?আশা করা যায় সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন।
    প্রথমেই জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।ধন্যবাদ এই কারণে - আমাকে এই কমিউনিটির সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং এই কমিউনিটির কনটেস্ট এ অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত মডারেটর এবং এডমিনদের অসংখ্য ধন্যবাদ।


  • আজকে স্টিম-বাংলাদেশ কনটেস্ট এর টপ পোস্ট হিসেবে সিলেক্টেড হলো "কবিতা আবৃতি"।

  • আজকে আমি এই কনটেস্টে অংশগ্রহণ করেছি এবং আপনাদের সামনে হাজির হয়েছি একটি জনপ্রিয় কবিতা নিয়ে।



  • আজকে আমার আবৃতি করা কবিতাটি হলো,

🔘মাগো ওরা বলে🔘


  • লিখেছেন কবি :-আবু জাফর ওবায়দুল্লাহ


  • Video Link :-





মাগো ওরা বলে – আবু জাফর ওবায়দুল্লাহ


“কুমড়ো ফুলে-ফুলে,
নুয়ে প’ড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা তুই কবে আসবি ?
কবে ছুটি?”

চিঠিটা তার পকেটে ছিল
ছেঁড়া আর রক্তে ভেজা।

“মাগো, ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা,
তাই কি হয়?
তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জন্য
কথার ঝুরি নিয়ে
তবেই না বাড়ি ফিরবো।

ল‍হ্মী মা,
রাগ ক’রো না,
মাত্রতো আর ক’টা দিন।”
“পাগল ছেলে,”
মা পরে আর হাসে,
“তোর ওপরে রাগ করতে পারি!”
নারকেলের চিড়ে কোটে,
উরকি ধানের মুড়কি ভাজে,
এটা-সেটা
আরও কত কী!
তার খোকা যে বাড়ি ফিরবে
ক্লান্ত খোকা।

কুমড়ো ফুল
শুকিয়ে গেছে,
ঝরে পরেছে ডাঁটা,
পুঁই লতাটা নেতানো।
“খোকা এলি?”
ঝাপসা চোখে মা তাকায়
উঠানে-উঠানে
যেখানে খোকার শব
শকুনীরা ব্যবচ্ছেদ করে।

এখন
মা’র চোখে চৈত্রের রোদ
পুরিয়ে দেয় শকুনীদের।
তারপর
দাওয়ায় ব’সে
মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে,
খোকা তার
কখন আসে কখন আসে।

এখন
মার চোখে শিশির-ভোর
স্নেহের রোদে ভিটে ভ’রেছে।



Thank you for being with me.Please support me and let me know if i have any mistakes.

From,
@nusuranur.

Take love,Love Steem💜


Sort:  
 3 years ago 

Outstanding recitation. Great efforts 🔥

Thanks

 3 years ago 

It's so beautiful! You have tried your best.

#bd-comment

Thanks

 3 years ago 

Welcome

 3 years ago 

Very nice

Thanks

 3 years ago 

wlc

 3 years ago 

Khub sundor hoyece.....

Thanks

 3 years ago 

“মাগো, ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।👌

👍👍

 3 years ago 

অনেক সুন্দরভাবে কবিতা আবৃ্তি করেছেন। শুভকমনা রইলো ।

Thanks ♥

 3 years ago 

Welcome ☺️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58009.23
ETH 3063.14
USDT 1.00
SBD 2.34