Steem Bangladesh Contest || Music :-আলো(Alo) Covered by @nusuranur ||
- হেলোওও, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
- আজ স্টিম-বাংলাদেশ কমিউনিটির কনটেস্টের সিলেক্ট করা টপিক হলো, " MUSIC "
- আজ আপনাদের মাঝে একটি গান পরিবেশন করছি।আশা করি সবার ভালো লাগবে।ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন।মন্দ লাগলেও জানাতে সমস্যা নাই।
আমার আজকে গাওয়া,
গানের নামঃ আলো আলো
গানের লিরিক্স ও গায়কঃ তাহসান
Video Link :-
আলো(Alo) Lyrics by Tahsan
যত দূরে সরে যাও রবে আমার।
স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার।
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না হবে না, হবে না…………
রোমন্থন করি ফেলে আশা
দৃশ্যপট স্বপ্নে আঁকা।
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়তো ভবিষ্যতের আড়ালে।
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা।
তবে আজ এত একা কেন
আলো হয়ে দূরে তুমি।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না হবে না, হবে না…………
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না হবে না, হবে না…………
এই গানটি আমার খুব প্রিয়।জানিনা কতটুকু গাইতে পারলাম।তবে চেষ্টা করেছি আপনাদের মাঝে কালজয়ী এই পুরনো গানটিকে নিজের মতন করে উপস্থাপন করার।
ধন্যবাদ
From,
@nusuranur
- Take Love,Love Steemit, Love Steem-bangladesh 💜
আমার অনেক পছন্দের একটা গান 😇😇
হ্যা আমার ও।