Steem Bangladesh Contest - || Book Review :- 📗জীবনের জলছাপ 📗||

in Steem Bangladesh3 years ago

  • হেলোওও, আসসালামু আলাইকুম সবাইকে।কেমন আছেন?আশা করি মন্দ নেই।আমিও আছি মোটামোটি।

  • আজ স্টিম-বাংলাদেশ কমিউনিটির কনটেস্টের জন্য সিলেক্ট করা টপিক হলো, " BOOK REVIEW "


  • আমি একটি বই রিভিউ করছি।আমার বই রিভিউতে আপনারা পেয়ে যাবেন বইয়ের অদ্যপান্তের একটি সংক্ষিপ্ত বর্ণনা,বই প্রকাশকের গুরুত্বপূর্ণ সব তথ্য,বইয়ের মূল বিষয়,বইয়ের লেখক সব ইত্যাদি।

📗 বুক রিভিউ কি? কেনো? 📗


IMG_20210617_194745.jpg


  • সোজা কথায় রিভিউর মানে হলো ফিরে দেখা।অর্থাৎ একটি বই পড়ে তারপর সেই বই নিয়ে তার মোটিভ,শব্দচয়ন, রচনাশৈলী,মূলভাব ইত্যাদি নিয়ে দীর্ঘ একটি আলোচনা।

  • আমাদের সমাজে বই প্রেমী কমে গেলেও এখনো কিন্তু বোদ্ধা পাঠকের সংখ্যা কম নয়,তারা শুধু বই পড়েই ক্ষান্ত হচ্ছেনা তা নিয়ে পর্যালোচন করছে এবং এটি সত্যিই ভালো।বই রিভিউ করার কারণ হলো,আমি বা আপনি একটি বই নিয়ে আলোচনা করলে তা থেকে অন্যজন উপকৃত হবে।সে জানবে বইটি সম্পর্কিয় নানা তথ্য।

  • তাই আজ আমি একটি বই রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম।



📗আজকের আমি করবো " জীবনের জলছাপ " বইটির রিভিউ।📗


IMG_20210617_194826.jpg


📗 জীবনের জলছাপ 📗


  • || লেখকঃ মুহাম্মদ রমিজ উদ্দিন
  • || ঘরানারঃ কথাসাহিত্য, রহস্য,মানুষের দিনরাত্রি
  • || ISBN: 978-984-93475-0-7
    চ.প্র ২১০
  • || প্রকাশঃ ফাল্গুন ১৪২৫
  • || স্বত্বঃ লেখক
  • || প্রকাশকঃ চয়ন প্রকাশন
    ১২/এ, নকশী টাওয়ার
    ৬/ডি, সেগুনবাগিচা ঢাকা
  • || প্রচ্ছদঃ মো: রাশেদুল ইসলাম
  • || মুদ্রণঃ বাঁধন প্রিন্টার্স
  • || দামঃ ১৪০ টাকা
  • || পৃষ্ঠাঃ ৬৪
  • || অনলাইন পরিবেশকঃ www.rokomari.com
  • || নিজস্ব রেটিংঃ ৮.৮/১০

🔘 লেখক পরিচিতি 🔘


  • মুহাম্মদ রমিজ উদ্দিনের জন্ম ১/১/১৯৯৬, কক্সবাজারের চকরিয়ায়।বাবা মহিজুর রহমান,মা আছিয়া বেগম।লেখক তরুণ তবে ইতোমধ্যেই অনলাইন ও বিভিন্ন ম্যাগাজিনে জনপ্রিয় মুখ তিনি।নিজের স্বপ্ন পূরণ করতেই অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশ করেছেন " জীবনের জলছাপ "।

🔘 " জীবনের জলছাপ " নিয়ে লেখকের উৎসর্গ 🔘


IMG_20210617_194841.jpg


" যাদের ত্যাগে নিজের এই পৃথিবীতে পথচলা
বাবা, মা মফিজুর রহমান ও আছিয়া বেগম কে "


🔘" জীবনের জলছাপ " বইটির সূচিপত্র 🔘


  • | | পেছনের গল্প
  • | | চাকরি
  • | | পরিচিত
  • | | ফাহিমের বিয়ে
  • | | আমার ইতিবাচক চাচ্চু
  • | | হিংসার ফল
  • | | লাল জামা
  • | | উপকার
  • | | ভাসমান মানবতা

জীবনের জলছাপ " বইটির সংক্ষিপ্ত বিবরণী


IMG_20210617_194939.jpg


  • অনিক রিকশা চালায়,তার জীবনে একটি কষ্টের গল্প আছে।সে রিক্সা চালানো শুরু করেছে ভার্সিটির ১ম বর্ষ থেকে
    সে ৩ টি টিউশনিও করে।তবে মাস শেষের পাওয়া বেতনে শুধু নিজের খরচ ই চলে,পরিবার চলেনা।পরিবার বলতে বৃদ্ধ মা আর বোন, বাবা রোড এক্সিডেন্টে মারা যায়।সুখের সংসার ভেঙ্গে যায়।বোনের বিয়ে হয়েছে তবে অনিক কে যৌতুক দিয়ে রক্ষা করতে হয় বোনের ইজ্জত/সম্মান!!

  • এরপর থেকেই অনিক রিকশা চালায় শুধু রিকশা চালায়না পড়ালেখাও করে।রিকশা সে চালায় রাতের অন্ধকারে।তার একটি নিয়ম আছে, সে রাতের ১২ টা থেকে ৩/৩.৩০ টা পর্যন্ত রিক্সা চালায় এতে তার ৩০০/৩৫০ টাকা হয় দিনে।এরপর রিক্সা গ্যারেজে রেখে বাড়ি চলে আসে।

  • একদিন সে রিক্সা চালাচ্ছিলো।হঠাৎ দেখে এক বাচ্চা ছেলে কাঁদছে। জিজ্ঞেস করাতে বলে, সে কানন।তার মায়ের খুব প্রসব বেদনা উঠেছে।তাই অনিক দ্রুত রিক্সা চালিয়ে কাননের মাকে হাসপাতালে নেয় কিন্তু ডাক্তাররা বলে দেরি হয়ে গেছে
    বাচ্চা বাচাঁনো যায়নি তবে মা সুস্ত।অনিক আফসোস করতে থাকে। সে একটু আগে আসলেই হয়তো সুন্দর একটি জীবন এ পৃথিবী দেখতো।

  • এরপর আরেক ঘটনা,
    সবুর এক্সিডেন্টে কোমড় এর হাড় ভেঙ্গে ফেলেছে তাই সে ভারি কাজ করতে পারেনা।তাই সে শহরে এসেছে তার গ্রামের অনেক বড় লোক ও ইন্ড্রাস্ট্রিয়াল আফজালুর রহমানের কাছে। আফজাল ৫০০ টাকা দিয়ে বলেছে, "ডাল সীজন এখন,আয় নেই, পদ ও নেই।এখন চলে যাও,পদ খালি হলে ডাকবো।"

  • বের হওয়ার সময় দারোয়ান বলে,নিশ্চয় চাকরি হয় নায়।স্যার এমন ই।বাড়ির অনেক লোক আসে,সবাইকেই একই কথা বলে।পদ অনেক খালি কিন্তু পরিচিত লোক নিলে তো চিটিংবাজী করতে পারবেনা।তাই নেয় না!!

  • আরেকটি ঘটনা,
    তুহিন এলাকার অনেক বড় জমিদার ও সফল ব্যবসায়ী।অলিগলিতে তার পোস্টারে সয়লাভ।ভোটে দাঁড়িয়েছে।কোরবান আসলে অনেক দানখয়রাত ও নাকি করে।এসব দেখে গ্রামের গরীব সাব্বির যায় আর তুহিনের কাছে সাহায্য চায় তার বাবার অপারেশনের জন্য।তুহিন বলে, " তোমার বাবা তো বৃদ্ধ হয়েছে,কয়দিন পরেই মারা যাবে।তাহলে,এতো খরচের কি দরকার? "

  • তবে সাব্বিরের পিতা সুস্থ হয়েছে কিন্তু নেই আর কোনো জমিজমা, সহায়-সম্বল। এদিকে তুহিনে সাহেবের বর্তমানের ব্যানার আরো বেশি জাঁকজমকপূর্ণ!!

  • আরো এমন অনেক বিচ্ছিন্ন ঘটনা লেখক তার এই বইয়ে তুলে ধরেছেন।


🔘" জীবনের জলছাপ " বইটি নিয়ে আমার মতামত 🔘


IMG_20210617_194903.jpg


  • প্রথমেই বলবো মুহাম্মদ রমিজ উদ্দিনের প্রথম বই এই " জীবনের জলছাপ "।
    তবে সে এই বইয়ে কি তুলে ধরেছে জানেন?
  • আমাদের সমাজের ভয়ংকর লুকায়িত সত্য গুলো।
    আমাদের সমাজে মেয়ে দেখতে আসলে বলে " এক কাপড়ে নিয়ে যাবো।"
    তবে বিয়ের পরে এক কাপড়ের সাথে তাদের দরকার হয়," কোরবানিতে গরু-ঘাগল, ফাতেহা তে গোস্ত-রুটি,ঈদে নতুন জামা,মৌদুমে ফল-ফলাদী আর বিশেষ আপ্যায়ন। "
  • এমন ও নেতা আছে যারা নাকি খুব খুব দানশীল তবে তাদের দিকে বাড়ানো সাহায্যের হাতে তারা ১ পয়সা দিতেও ভাবে।
    হয়তো দেয়না বা হাত পাতা দেখার জন্য ও হয়তো টেক্স নেয় উলটো।

  • আবার চোখ মেল্লেই দেখি এমন অনেক মানুষ আছেন যারা কোনো বাড়ির মেয়ে পালিয়ে গেলেও তার বাবামা কএ কটাক্ষ না করে তা Be Positive ভাবেই মেনে নেন।তারা ভাবে, মেয়েটি পালিয়েছে তো কি হয়েছে!! সে নইজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে।
    এসব ই রমিজ উদ্দিন নিজের বইয়ে লিখেছেন।


IMG_20210617_194930.jpg

  • তাহলে এবার আপনারাই বলুন, বইটি আসলেই কেমন?
    বা বইটির মূলভাবই বা কেমন?ভাবছেন ভিন্নধর্মী? আসলেই কিন্তু।তবে এই ভিন্নতা সমাজের খারাপ মানুষ গুলো ভিন্ন ভিন্ন মুখুষের।আমাদের সমাজে এমন হাজার মুখুষধারী মানুষ রয়েছেন।

  • আমি বলবো আমার কাছে মনে হয়েছে বইটি একেবারেই জীবন্ত।কারণ,এই বইয়ে অবাস্তবতার কোনো ছোঁয়াই লেখক লাগতে দেয়নি।

  • আমি সম্পূর্ণ বর্ণনা দিতে পারিনি পোস্টের অক্ষরের সীমিতকরণ এর জন্য।আশা করি সবাই বইটি পড়বেন ও জানবেন আমাদের সমাজের কতটা করুণ অবস্থা আমরা মেনে নিয়েছি,নিচ্ছি এবং সামনেও হয়তো নিবো।

  • ধন্যবাদ।আমার পোস্ট এখানেই শেষ করছি।আমার রিকুয়েস্ট রইলো এ বইটি অবশ্যই পড়বেন ও এমন তরুণ লেখকদের উৎসাহ দিবেন।কেননা এমন লেখা খুজে পাওয়া আজকাল মুশকিল,
    ❕কল্পকাহিনী তো অনেকেই লিখে।বাস্তবতা কে তুলে ধরে❕


From,

@nusuranur


Sort:  

valo lekhso apu💞💞

ধন্যবাদ আপু 🤗🥰

অনেক সুন্দর রিভিউ করেছেন।

ধন্যবাদ।

 3 years ago 

ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় লেখাগুলো অযথাই italic করা হয়েছে।

ধন্যবাদ।

না ভাইয়া অযথা না।শুধুমাত্র সৌন্দর্যের জন্যই মানে আমার ভালো লাগে এই আরকি।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ হয়েছে

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59996.99
ETH 2531.73
USDT 1.00
SBD 2.48