Steem Bangladesh Contest || Poetry :- "মানুষ বড় অভিমানী প্রাণী" লিখেছেন - সাদাত হোসাইন। covered by @nusuranur||

in Steem Bangladesh3 years ago

  • হেলোও,আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • আজ স্টিম-বাংলাদেশ কমিউনিটির কনটেস্টের জন্য সিলেক্ট করা টপিক হলো " Poerty " অর্থাৎ কবিতা আবৃতি।

  • আজ আমি একটি কবিতা আবৃতি করছি।

  • 🌼কবিতার নামঃ মানুষ বড় অভিমানী প্রাণী

  • 🌼কবিঃ সাদাত হোসাইন

  • 🌼আবৃতিঃ নূসুরা নূর


Video Link :-



মানুষ বড় অভিমানী প্রাণী


মানুষ বড় অভিমানী প্রাণী
সে চায় তার মনখারাপ হলে
প্রিয় মানুষটাকে না বললেও,
সে বুঝে ফেলুক।

ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই
ওপারের মানুষটা বলুক, তোমার মনখারাপ?
তার এলোমেলো চুল খানিকটা
লাল চোখ দেখে বলুক,
তোমার ঘুম হয়নি রাতে?
দুঃস্বপ্ন দেখেছো?
টেনশন করছো কিছু নিয়ে?

সে চায়, মানুষটা বুঝুক
কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়
চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে
বন্ধ করে দিতে হয় চোখের পাতা

সে চায়, মানুষটা বুঝুক
কখন হাতের উপর হাত রাখতে হয়
ফিসফিসিয়ে বলতে হয়,
আমি তো আছি;
তবে, মনখারাপ কেন?

সে চায়, মাঝরাত্রিতে সে টের পাক
পাশের মানুষটা তার মাথার নীচে
সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে
শেষ রাতে যখন খানিকটা হিম নামে
তখন জড়িয়ে দিচ্ছে ঘুম চাদরে

সে চায়, তার জন্যেও কেউ
মাঝরাত্রিতে বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক
মনে রাখুক তার জন্মদিনের কথা
প্রথম দিনের কথা
স্পর্শ অনুভূতির কথা

সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে
কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক
কেউ কপাল ছুঁয়ে বলুক,
দেখি দেখি তোমার জ্বর নয় তো?

অভিমানে দূরে সরে যেতে চাইতেই
কেউ বলুক, খানিক ভুল করেছি বলেই
দূরে সরে যেতে হবে?
তবে এই যে এত ভালোবাসি
তাতে আরও কাছে আসে যায়না?
আরও আরও কাছে
অনেক অনেক কাছে

মানুষ বড় অভিমানী প্রাণী
তারা দু'জনই কেবল ভাবে
এসবই ঐ মানুষটা করুক
ঐ অন্য মানুষটা
কিন্তু শেষমেশ করা হয়না কারোরই

তাই কাছে আসার রঙিন দিনেরা
ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়

মানুষ বড্ড অভিমানী প্রাণী
অভিমানে সে ক্রমশঃই দূরে চলে যায়
আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ

মানুষ বড় অভিমানী প্রাণী

source


  • আমার এই কবিতাটি খুবই পছন্দের একটি কবিতা।আর তরুণ লেখক ও সাদাত হোসাইনের প্রত্যেকটা কবিতা ও বই আমার খুব ভালো লাগে।আমাদের সকলের উচিত কিংবদন্তি কবি বা লেখকদের আমরা যেভাবে সম্মান দেই ঠিক তেমনভাবেই জেনো তরুণ লেখক/কবিদের ও যেনো তাদের প্রাপ্ত সম্মানটা দেই।

  • আশা করছি সবার ভালো লেগেছে আর কোনো ভুলত্রুটি থেকে থাকলে অবশ্যই আমাকে জানাবেন।আমার বিশ্বাস নিজের ভুলত্রুটি শুধরানোর সুযোগ পেলে আমি সামনে আরো এগিয়ে যেতেই পারবো।

  • Thank you all steemians.


From,
@nusuranur

Take love,Love steemit,Love Steem-bangladesh 💜

Sort:  
 3 years ago 

সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। শুনে খুবই ভালো লাগলো

থ্যাংকস ভাইয়া

Onek sundor hoyese

Thank you..

Welcome 🥀

 3 years ago 

সুন্দর হয়েছে।

থ্যাংকস ভাইয়া।

😌🔥🔥চরম হইছে

থ্যাংকস 😇😇😇

দারুন হয়েছে।

অনেক ধন্যবাদ।

 3 years ago 

আবৃতিটি সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাইয়া।😊

 3 years ago 

এক কথায় অসাধারণ একটি আবৃত্তি ছিল

ধন্যবাদ ভাইয়া 🥺😇😇

 3 years ago 

সবসময়ই ভালো প্রচেষ্টা থাকে আপনার, আর নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনি কাজটি করেন। তাই সবসময়ই ভালো পোস্ট হয়। চেষ্টা করে যান ইনশাআল্লাহ ভালো কিছু হবে।


💚 শুভ কামনা অবিরাম💚


#bangladesh #bestpoetry #toppost #loveforsteemit


Thanks for your inspiration vaiya 🥰🥰🥰😇

 3 years ago 

Yes 🥀
Always in your support 💚

tree-branch-5067383_640.png


"creativity is Power"


Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60935.14
ETH 2365.47
USDT 1.00
SBD 2.55