The diary game ♪♪♪♪A simple day

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা


আপনারা সকলেই কেমন আছেন???? আশা করি সকলেই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি আমার সারাদিনের ঘটে যাওয়া কার্যকলাপ গুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক


IMG_20210905_150840_277.jpg

প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠি ৭টার পর পরই।ঘুম থেকে উঠে একটু বসে থেকে মাথাটা ঠিক করে নিলাম।তারপরে চলে গেলাম ফ্রেশ হইতে।ফ্রেশ হয়ে আসতেই ৮টা বেজে গেলো প্রায়।ভাইয়েরা অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে।সবাই একসাথে সকালের নাস্তা করলাম তারপর ভাইয়েরা চলে গেলো অফিসে।আমিও আবার একটু শুয়ে পড়লাম। তারপরে ফোনটা চার্জ থেকে খুলে হাতেননিয়ে ইউটিউবে ভিডিও টিকটিক দেখা শুরু করলাম। তারপরে গেমে ঢুকে গেম খেলা শুরু করলাম।


দুপুরে আর কি করব বন্ধুরা। বন্দি জিবন পার করতেছি গত ৬দিন হতে।সারাদিন ঘরের মধ্যে আটকে আছি। শুয়ে শুয়ে দিন কাটাচ্ছি। কখন সূর্য ওঠে কখন ডোবে কিছুই দেখতে পারি না। খেলাধুলা একটু বেশি মিস করতেছি।আরো গ্রামের ছেলেপেলে।জানিনা বন্ধুরা কোনোদিন এরকমই থাকতে হবে কি না।দোয়া করি আল্লাহর কাছে যেনো এরকম দিন না আসে।যাই হোক দুপুরে গোসল করা হলে ১টার দিক ভাইয়েরা আসে অফিস থেকে সবাই একাাথে দুপুরের খাওয়া দাওয়া করি।


IMG_20210915_170034_389.jpg

বন্ধুরা রাতে তেমন কিছু একটা করা হয় না। ১০টার দিক ভাইয়েরা আসে। আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি।তারপরে সবাই ঘুমিয়ে পরি আর এভাবেই আমার সারাটা দিন কেটে যায়।

তো বন্ধুরা এই ছিল আমার আজকের ডেইলি গেম বেটার লাইফ আশা করছি সকলেরই ভালো লাগবে এবং সকলেরই সমথর্ন আশা করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

প্রথম ছবিটা খুবই সুন্দর হয়েছে এটি আমার মন কেড়ে নিয়েছে

 3 years ago 

ধন্যবাদ ভাই♥️

 3 years ago 

অনেক সুন্দর ছিল দিনটি...🤓🤓

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96270.57
ETH 3430.69
SBD 1.53