The dairy game |||A simple Day
হ্যালো বন্ধুরা
আপনারা সকলেই কেমন আছেন??? আশা করি সকলেই অনেক ভালো আছেন???আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি। তো বন্ধুরা @steem-bangladesh আয়োজিত ডাইরি গেম কনটেস্ট এ অংশগ্রহণ করতে যাচ্ছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক;;;;
ধান গাছের পাতায় বৃষ্টির ফোটা
সকালে ঘুম থেকে উঠলাম ৭টার পর পরই। ঘুম থেকে উঠেই আজ আর বাইরে নয় বাসার ভিতরে সব।কারন কয়েকদিন আগে ঢাকা এসেছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে ভালে ভাবে ফ্রেশ হয়ে নিলাম।তারপর কিছুক্ষন শুয়ে থাকলাম।একটু পরে ভাই বললো চল বাজারে যাব।বাজারে গিয়ে কিছু নাস্তা কিনে দিল বাসায় এসে সেগুলো খেলাম।খাওয়া শেষ করে ফোন নিয়ে টিকটক দেখা শুরু করলাম। আর এভাবেই আমার সারাটা সকাল কেটে গেলো আমি কিছু বুঝতেই পারলাম না।
সবজির দোকান
দুপুর বেলা আর কি করব বন্ধুরা। দুপুর বেলা তেমন কিছু একটা করা হয় না। দুপুর হতেই গোসল করে নিলাম।ভাইয়েরা কেউ বাসায় নেই। ভাবি বললো বাসায় কোনো কাচা বাজার নাই তুই গিয়ে নিয়ে আয়।নতুন ঢাকায় এসেছি তেমন ভালো কোনো দোকান পাট চিনি না।একটি সবজির দোকান দেখে চলে গেলাম সেখানে।আলু্,বেগুন, পটল আর মুলা ইত্যাদি জিনিস কিনে বাসার দিকে রওনা দিলাম। বাসা এসে ভাবি সেগুলো রান্না শুরু করলো।গ্রামের থেকে ঢাকায় তাপমাত্রা অনেক। রুমে এসেই ফ্যানের নিচে শুয়ে পড়লাম। আর এভাবেই আমার দুপুরটিও কেটে গেলো।
বিকেল বেলার সূর্যাস্ত
বিকেল বেলা একটু হাটতে বের হলাম।ঘরে সারাদিন শুয়ে ছিলাম। একদম খারাপ লাগা শুরু করছিল।ঢাকার রাস্তাঘাট চিনি না। তবুও হাটা শুরু করলাম। রাস্তায় কুকুর আর কুকুর লোক জনের থেকে মনে হয় কুকুরই বেশি।তবুও সাহস করে হাটতেই থাকলাম।তারপর ভাই বললো ভাইয়ের আইডি কার্ডের রঙিন ফটোকপি করে আনতে। বাজারে গিয়ে ফটোকপির দোকান খুজতে লাগলাম।কোথাও খুজে পেলাম না।
বন্ধুরা এভাবেই সারাটি বিকেল কেটে গেলো। বুঝতেই পারলাম না।
রাতে তেমন কিছু একটা করা হয় না। একটু কোন দেখে রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পরি বন্ধুরা।
তো বন্ধুরা এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ডাইরি নিয়ে।
Good day
Valo cilo dinti
মাইক্রো লেন্স ব্যবহার করছেন? অনেক সুন্দর হয়ছে ছবি
হ আপু।থাংকু আপনাকে 🤪❤️👍
You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.
Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!