Steem Bangladesh contest - Book review || 📝জননী Book Review📝 || 17/06/2021

in Steem Bangladesh3 years ago (edited)

আসলামুআলাইকুম।


আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি @nishatoishi বাংলাদেশ থেকে। আজ আমি স্টিম বাংলাদেশ আয়োজিত বই রিভিউ-এ অংশগ্রহণ করতে যাচ্ছি।তো আজকে আমি আমার বইটির রিভিউ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব।


আজ আমি যে বইটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জননী
বইটি মানিক বন্ধ্যোপাধ্যায়ের কালজয়ী একটি উপন্যাস।

image.png
Source



লেখকমানিক বন্ধ্যোপাধ্যায়
ধরনউপন্যাস
ভাষাবাংলা
পৃষ্ঠা সংখ্যা১৬০টি
মূল্য২২০টাকা


📝বইটি সম্পর্কে কিছু কথা📝

মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস জননী।একজন বালিকার বধু থেকে জননী হওয়ার গল্প এটি।একজন মায়ের আত্মত্যাগের গল্প।বেশ ভালো লাগার গল্প এটি।মায়েরা তো এমনি হয়।এভাবেই তাদের ত্যাগে সন্তানগুলো পৃথিবীতে পরিপুষ্ট হয়।



বইটির সংক্ষিপ্ত পটভূমি

শ্যামা পনেরো বছর বয়সে বিপত্নীক শীতলের ঘরে বউ হয়ে এলো।শীতলের কোনো সন্তান ছিল না।শ্যামা বিয়ের সাত বছর পর প্রথম মা হলো।যখন সে সন্তানের মা হবে বলে বুঝতে পারলো,ঠিক তখনি তার কিছু পরিবর্তন হলো।তার মনে হলো সবকিছুর থেকে এখন ভাবনা চিন্তার বিষয় হলো তার অনাগত সন্তানের ভবিষ্যৎ। শীতল স্মামী হিসেবে মোটেও ভালো নয়।গোয়র টাইপের ছিল।তার কাছে এসবের কোনো দাম নেই।তাই নিজে এগিয়ের সংসারের দায়িত্ব কাধে তুলে নেয়।কিন্তু শ্যামার বাচ্চাটা পৃথিবীর আলো বাতাস দেখার আগেই পৃথিবী ছেড়ে চলে গেল।

ভেতর থেকে যন্ত্রণায় কিছুটা দমে গেলেও,সে আবারও সন্তানের মা হলো।এবার আর কোনো বিপদ হলো না।এবার শ্যামা শুধুমাত্র শীতলের বউ নয়।সন্তানের জননীও বটে।একে একে চার সন্তানের জননী হয়ে উঠলো।তবে সারাদিন সবকাজের পিছনে একটাই উদ্দেশ্য থাকতো ছেলেপুলেদের ভালো থাকা।কিসে তাদের একটু ভালো হবে।কিভাবে ভালো থাকবে তারা।নিজের সকল ইচ্ছা মাটিচাপা দিয়ে,সন্তানের ছোট ছোট ইচ্ছাপূরণেই তার শান্তি।এতেই তার সুখ।সংসার এতোটা সচ্ছল না থাকলেও ছেলেপুলেদের ভবিষ্যৎ নিয়ে তার বেশ চিন্তা হতো।সে চিন্তাতেই তার রাতদিন কেটে যেত।

কিন্তু এতোটুকু সুখে ভাটা পরলো যখন তার স্বামী মালিকের টাকা চুরির দায়ে জেলে গেল।সর্বসান্ত শ্যামা তার সন্তানদের নিয়ে তার ননদের বাড়িতে আশ্রয় নিল। এই এক কঠিন সময়। লড়াই শুরু হলো বেচে থাকার।সন্তানদের বাচিঁয়ে রাখার।কিভাবে সম্ভব হয়েছিল একা শ্যামার পক্ষে এতোটা পথ পারিদেবার?



✏️ব্যক্তিগত মতামত✏️

মমতাময়ী মা।সন্তান জন্ম দেওয়াই তার একমাত্র কাজ নয়।সন্তানের লালন -পালন করে পৃথিবীতে বসবাসের উপযোগী করে যাওয়া পর্যন্ত সাধনা।কি করে এই নিষ্ঠুর পৃথিবীর যাতাকল থেকে তার সন্তানকে আগলিয়ে একটু সুস্থভাবে বেচেঁ থাকবার উপায় করতে পারবেন।জননী উপন্যাসের শ্যামার গল্পটাও তেমনি।যে স্বামী কোনো কাজের নয় সেখানে তাকে মা-বাবার দুজনের দায়িত্বই বহন করতে হয়ছে।আর এই জীবন সংগ্রাম মানিক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে তুলে ধরেছেন এই উপন্যাসে।এখানেই উপন্যাসের স্বার্থকতা।

ব্যাক্তিগত রেটিংঃ৯/১০



এই ছিল আমার আজকে বই রিভিউ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।কেমন হয়েছে পড়ে জানাবেন।ধন্যবাদ সবাইকে।


সমাপ্তি

Sort:  

অনেক ভালো হয়েছে রিভিউ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59996.99
ETH 2531.73
USDT 1.00
SBD 2.48