আসলামুআলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি @nishatoishi বাংলাদেশ থেকে। আজ আমি স্টিম বাংলাদেশ আয়োজিত বই রিভিউ-এ অংশগ্রহণ করতে যাচ্ছি।তো আজকে আমি আমার বইটির রিভিউ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব।
লেখক পরিচিতি
কাহিনী সংলাপ এবং প্রেক্ষাপট
নিজে নিজেই চেষ্টা করতে হয়
এথেন্সের এক ধনী ব্যক্তি একবার বাণিজ্য করতে সমুদ্রযাত্রা করলেন । সঙ্গে তার অনেক লোক লঙ্কর ছিল । কিছুদূর যাবার পর সমুদ্রে ভয়ংকার ঝড় উঠল আর সেই ঝড়ে জাহাজ ডুবে গেল । জাহাজডুবির পর লোকেরা সাঁতারে তীরে ওঠবার চেষ্টা করতে লাগল । কিন্তু ধনী লোকটি তা না করে নিজের প্রাণ রক্ষার জন্যে দেবী এ্যাথেনার কাছে অনেক কিছু মানত করতে লাগলেন । পাশ থেকে তাঁর কাছ দিয়ে একটি লোক সাঁতরে যেতে যেতে ধনী ব্যক্তিটিকে বেশ উচ্চকণ্ঠে বলে গেল, নিজেকে বাঁচানোর ভার কেবল দেবতার ওপর ছেড়ে না দিয়ে বাঁচবার জন্যে নিজেও একটু হাত পা ছুঁড়ে সাঁতার কাটবার চেস্টা করুন !
উপদেশ : যে নিজে চেষ্টা করে তাকে দেবতা সাহায্য করে।
একচক্ষু হরিণ
একদা এক বনে এক হরিণ ছিল । কোনো এক দূর্ঘটনায় তার একটি চোখ অন্ধ হয়ে গেছিল । সেইজন্যে তার মনে খুব দুঃখ ছিল । তার কোনো বন্ধু বান্ধবও ছিল না । সে একা একা থাকতেই ভালবাসতো । একদিন সে বনের এক নদীর তীরে খেতে এসেছিল । বিপদ যদি আসে তবে তা ডাঙ্গার দিকে থেকেই আসবে মনে করে তার ভাল চোখটা দিয়ে ডাঙ্গার দিকে লক্ষ্য রেখে ঘাস খাচ্ছিল । যাতে শিকারী আসতে দেখলে সে পালিয়ে যেতে পারে । কিন্তু হরিণটি ভাবল এক আর হল আর এক । ভগ্যের এমনি পরিহাস যে, সেই সময় নদীর ওপর পরিহাস যে, সেই সময় নদীর ওপর নৌকা করে একদল শিকারী যেতে যেতে হরিণটাকে দেখতে পেয়ে তাকে তীর মারল । অতএব হরিণটি শিকারীদের হাতে মারা পড়ল । মরবার সময় হরিণটি আফসোস করে বলতে লাগল হায় ! বিপদ তো আমি ডাঙার দিকে থেকেই আসবে বলে মনেকরেছিলাম । তাই ডাঙার দিকেই আমি তাকিয়েছিলাম । আমি সেই দিকে, অর্থাৎ নদীর দিক থেকে যে বিপদ আসতে পারে তা স্বপ্নেও ভাবিনি । অথচ মারা পড়লাম আমি সেই দিক থেকে ছোঁড়া তীর থেকে ।
উপদেশ : বিপদ দিক ঠিক করে আসে না !
কু-পরামর্শ
একদা এক গ্রামে এক ধনী লোক ছিল । লোকটির ছিল একটি গাধা আর একটি নধর ছাগল । গাধাটা অনেক কাজ করতো । তাই মালিক গাধাটাকে ভালমন্দ খেতে দিত এবং বেশি ভালবাসাতো । মালিক গাধাটাকে ভালবাসা দেখে ছাগলটির মনে মনে ঈর্ষা হতো । একদিন ছাগলটি গাধাটাকে গিয়ে বললো সত্যি ভাই, তোমার জন্যে আমার বড় দুঃখ হয় । দিন নেই রাত নেই,কেবল ঘানি ঘোরাও আর বোঝা বও ! আমি তোমাকে একটা বুদ্ধি বাৎলে দিই । তুমি এক কাজ কর তোমার যে মূর্চ্ছা রোগ হয়েছে এই ভাণ করে এক গর্তের মধ্যে পড়ে যাও একদিন । তাহলে অন্তত একটা দিনের জন্যেও তুমি বিশ্রাম পাবে । গাধা ছাগলের বুদ্ধি মত তাই ই করলো । ফলে গর্তে পড়তে গিয়ে রীতিমত আঘাত পেল ।মালিক তখন গাধাটার চিকিৎসার জন্যে এক পশু চিকিৎসক ডেকে আনলো । চিকিৎসক এসে গাধাটাকে খুব ভাল করে পরীক্ষা করে বললো ওঃ বুঝে নিয়েছি আমি এর কি অসুখ । ছাগলের কলজে ভাল করে চটকে খাওয়ালেই এর অসুখ তাড়াতাড়ি সেরে যাবে । মালিক তখন গাধার চিকিৎসার জন্যে বাড়ির ছাগলটাকেই জবাই করলো ! .
উপদেশ : অপরের ক্ষতি করার চেষ্টা করলে নিজেকেই বিপদে পড়লে হয় ।
আগে আমাকে তোলো
একটি ছেলে একদিন নদীতে স্নান করতে গেছিল । স্নান করতে গিয়ে কি করে যেন সে নদীতে ডুবে যাচ্ছিল । নদীর তীরে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটি চিৎকার করে বললো বাঁচাও বাঁচাও আমি ডুবে যাচ্ছে । লোকটি বললো সাঁতার না শিখে একা একা নদীতে নামতে দেছিলে কেন? সাঁতার না শিখে এমনি করে কেউ নদীতে নামে? ডুবে যাওয়া ছেলেছি তখন বললো তুমি আমাকে পরে জ্ঞান দিও,এখন আমাকে আগে জল থেকে তোলো, আমাকে আগে বাঁচাও
উপদেশ : বিপদগ্রস্ত লোককে বিপদ মুক্ত করে তারপর উপদেশ দিতে হয় ।
ব্যাক্তিগত মতামত
সমস্ত পৃথিবী জুরে নীতিমূলক গল্প বলতে ঈশপ এক অনবদ্য নাম। গ্রীস দেশের এই গল্প লেখক ছিলেন একজন কথাশিল্পী। জীবজন্তুদের গল্পের চরিত্র হিসেবে উপস্থাপিত করে তিনি মানবজীবনের অনেক মূল্যবান এবং তাৎপর্য কথা বলেছেন। যা আমাদেরকে নৈতিক পথ দেখাতে সাহায্য করে।
ব্যাক্তিগত রেটিংঃ৮/১০
এই ছিল আমার আজকের বই রিভিউ।ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।আশা করি আপনাদের ভালো লেগেছে।
সমাপ্তি
ছবির কোয়ালিটির দিকে একটু খেয়াল করবেন আপু আর Markdown ব্যবহার করার নিয়ম গুলো দেখে নিয়েন। পোষ্ট আরো সুন্দর হবে।
আর পোষ্টটি ভালো হইছে 😇
ধন্যবাদ আপু।নতুন তো তাই একটু এরকম হয়ছে।পরবর্তী সময়ে চেষ্টা করবো আপু!😐
বুঝতে পারছি আপু markdown এর নিয়ম গুলো দেখে নিলে প্রব্লেম হবে না আর আর পোষ্ট যথেষ্ট ভালো হইছে