THE DAIRY GAME // BETTERLIFE //16-01-2022

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছেন। আমি ও মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছি।

IMG20220111114524.jpg

আজ সোমবার। আজকে আমি ঘুম থেকে ভোর পাচটার দিকে উঠি।কারণ কালকে একটু তারাতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম।ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে পড়তে।বই পড়তে পড়তে প্রায় সকাল আটটা বেজে যায়।তাই আর দেরি না করে সকালের নাস্তা করি।নাস্তা করার পর আমি কলেজ যাওয়ার জন্য গোসল করি। তারপর সকালের খাওয়া করতে আমাদের হোস্টল এর ছাদ থেকে ভাত ও তরকারি নিতে যাই।কিন্তু নিতে গিয়ে দেখি আজকে তেমনটা কিছু রান্না করা হইনি।তাই আমি আমার রুমে ফিরে আসি।রুমে আসার পর আমি দুইটা বিস্কুট এর টুকরা খেয়ে কলেজের উদ্দেশ্যে বেড়িয়ে পড়ি।

IMG20220111111234_01.jpg

কলেজে আসতে আসতে প্রায় ১০ টা বেজে যায়।অনেক দেরি হয়ে যায় কলেজ আসতে।তাই প্রথম ক্লাসটি করা হয়না।তাই আমি আর প্রথম ক্লাসে কলেজ না গিয়ে কিছু সময় ক্যামপাসে বসে বই পড়লাম।তারপর প্রথম ক্লাস শেষ হয়ে গেলে আমি দ্বিতীয় ক্লাসের জন্য ক্লাসে গিয়ে ডুকলাম।ক্লাস শেষ করে প্রায় ২ টার দিকে হোস্টল এ ফিরে আসি।হোস্টল এ আসার পর আমি ফ্রেস হওয়ার জন্য গোসল করি।তারপর দুপুরের খাওয়া করি।খাওয়া করার পর আমি আমাদের হোস্টল এর ছাদে গিয়ে কিছু সময় রোদে বসে থাকি।তখন দেখি আমাদের পাশের হোস্টল এর ছাদে কে জানি ধান শোখাতে দিয়েছে।তখন আমি ধান শুকানোর একটি ছবি তুলি।ছবি তোলার পর আমি রুমে এসে ঘুমিয়ে পড়ি।

ঘুম থেকে আমি ৫ টার দিকে উঠি। তারপর ফ্রেশ হয়ে হালকা রকমের নাস্তা করলাম। নাস্তা শেষ করে আমি আমার রুম মেট কে নিয়ে একটু ঘুরতে বাহির হই।ঘুরে ঘুরে প্রায় সন্ধ্যা হয়ে আসে।তাই আর দেরি না করে হোস্টল এ চলে আসি।আসার পর আমি ফ্রেশ হয়ে নেই।

IMG20220115213711.jpg

ফ্রেশ হওয়ার পর আমি কিছু সময় বিছানায় শুয়ে ফোন চালাই।তখন আমার রুম মেট নিজের জন্য ও আমার জন্য চা বানায়।সে আমার জন্য একটি কাপে করে চা নিয়ে আসে।তারপর আমি চা পান করি।চা পান করার পর আমি পড়তে বসি।এই ছিল আজকের আমার ডাইরি গেম।

ধন্যবাদ সবাইকে আমার সকাল থেকে রাতের ডাইরি গেমটি পড়ে দেখার জন্য

Sort:  


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago 

অনেক বই পড়েছেন আপনি। ভাল ডায়েরি লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.22
JST 0.039
BTC 95570.86
ETH 3621.31
SBD 3.88