A Better Life with Steem- Grow your ownsteemCreated with Sketch.

in Steem Bangladesh4 years ago

PicsArt_11-30-09.08.29.jpg

Hello Everybody

আমি আজকে A Better Life with Steem- Grow your own সম্পর্কে লেখতে যাচ্ছি।

আমার বাবা আমাদের ডিম এবং মাংসের প্রয়োজনের জন্য মুরগী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই সে আমাদের গ্রামে একটি ছোট্ট খামার করেছে।

বাজারে দেশি মুরগির যথেষ্ট চাহিদা আছে, দামও তুলনা মুলক বেশি। দেশি মুরগির মাংশ ও ডিম পুষ্টি সমৃদ্ধ ও সুস্বাদু। তাই ব্যবসা না করলেও নিজে খাওয়ার জন্য হলেও পালন করছি। যেকোন খালি জায়গ যেমন বাসার ছাদে, বারান্দায় কিংবা বাসার পাসে পালন করা যায়। অনেকে সখ করেও পালন করে থাকে দেশি মুরগি কারন দেশি মুরগি দেখতেও সুন্দর। আজ আমার এই পোস্ট দেশি মুরগি পালন পদ্ধতি নিয়ে। কিভাবে দেশি মুরগি পালন লাভ জনক হতে পারে।


প্রথমেই বলি বাচ্চা বয়সে দেশি মুরগির মৃত্যুর হার তুলনামুলক ভাবে বেশি। তাই বাচ্চা বয়সে দেশী মোরগ-মুরগির মৃত্যুহার কমিয়ে এনে সম্পূরক খাদ্যের ব্যবস্থা করলে দেশী মুরগি থেকে অধিক ডিম ও মাংস উৎপাদন করা সম্ভব । মুরগি পালন হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে অল্প দিনে ভালো আয় করা সম্ভব। মুরগির ডিম ও গোশত শুধু সুস্বাদু নয় আমিষ সমৃদ্ধ খাদ্য। মুরগি পালন করলে পরিবারের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়।

received_193439205714584.jpeg


পালন পদ্ধতি:

দেশি মুরগি পালন শুরু করার আগে প্রথমেই দেশি মুরগির জাত নির্বাচন করতে হবে। আমি দেশি মুরগির জাত নির্বাচন করব একটু ভিন্ন ভাবে, যেমন কিছু দেশি মুরগি খুব ছোট আকৃতির, আর কিছু বড় আকৃতির আবার আছে গলা ছিলা, দেশি পাহারি, ডেঙ্গা মুরগি, ফুল ঝুটি মুরগি, ইত্যাদি। তাছাড়া আপনি সখের বসে পালন করতে পারেন বেনহাম, আসিল, সেরেমা, ফিলব্রেক, সিল্কি ও কাদাকনাথ মুরগি। সোনালি, ফাওমি, বয়লার ও লেয়ার এগুলো হলো বানিজ্যিক ভাবে পালন করার জাত।

received_136125751344445.jpeg


ঘর তৈরি :

আপনার ছাদে কিংবা বারান্দায় বা বাসার পাশে মুরগির ঘর বা খাচা তৈরি করতে পারেন। খাচা কিংবা ঘর যেভাবেই তৈরি করুন কেন খেয়াল রাখতে হবে, যেন মুরগির ঘর যথেষ্ট আলো বাতাস পায়, বর্ষা কালে যেন বৃষ্টির পানি না ঢোকে, গরমের সময় অতি গরম না লাগে এবং শীতের সময় যাতে ঠান্ডা বাতাস ঢোকতে না পারে । এক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনার সুবিধা মত যেকোন জিনিস,যেমন বাশ, কাট,টিন নেট ইত্যাদি। তবে মুরগির জন্য ঘর করুন আর খাচা করুন, যাতে খুব সহজে পরিষ্কার করতে পারেন এই ব্যপার টা মাথায় রেখে খাচা বা ঘরের ডিজাইন করবেন। যেমন মুরগির জন্য ঘর করলে অবশ্যই মেঝে পাকা করলে ভাল হবে, আর খাচা তৈরি করলে নিচে নেট সিষ্টেম করে তার নিচ ট্রে এর ব্যবস্থা করলে ভাল হবে, যত পরিষ্কার করার সহজ উপায় থাকবে তত আপনার পরিষ্কার করতে ইচ্ছে করবে। পরিষ্কার করার সহজ উপায় না থাকলে প্রথম প্রথন কয়েক বার পরিষ্কার করার পর আর মন চাইবে না পরিষ্কার করার। প্রতি মুরগির জন্য ২ ফুট বাই ১ ফুট জায়গা হিসেব করে আপনি কতটি মুরগি পালন করবেন সেই হিসেবে ঘর কিংবা খাচা তৈরি করবেন। যেমন যদি আপনি ১০ টি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই ৫ ফুট বাই ৪ ফুটের একটি ঘরের প্রয়োজন হবে। ঘরের চালার উচ্চতা কমপক্ষে ৩ ফুটের উপরে রাখার চেষ্টা করবেন। চালা টিন দিয়ে করলে অবশ্যই টিনের নিচে তাপরোধক বাশের তরজা কিংবা ফোমটেক ব্যবহার করবেন যাতে টিনের তাপ কিছুটা কমানো যায়। চারদিকের বেড়া এমন ভাবে দিতে হবে যাতে, ইদুর, ছুচু,বিড়াল, শিয়াল কুকুর ঢোকতে না পারে।


received_205445037705565.jpeg

মুরগির খাবার:

মুরগির খাবার নিয়ে নতুন করে বলার কিছু নাই, মুরগি হলো সর্বভুক প্রানি, প্রায় সবকিছু খায়, ভাত, চাল, ধান, ঘম ভুট্টা, সহ নানা শস্যদানা, কচি ঘাস, লতা পাতা, যাবতীয় সব পোকা মাকর, কাকরবাকর ও ছোট ছোট পাথর কনা। গ্রাম অঞ্চলে মুরগি সারাদিন ঘেটেঘুটে সব খাবার বিনা পয়সায় পায় প্রাকৃতিক ভাবে, যেহেতু আপনি খাচায় বন্দি করে কিংবা আবদ্ধ অবস্থায় পালন করবেন অবশ্যই মুরগির খাবার নিয়েই বেশি ভাবতে হবে। আপনার খাবারের উপর নির্ভর করবে আপনার খামারের লাভ লস। বাজারে ও মুরগির রেডিমেইড খাবার কিনতে পাওয়া যায়, নিজেও তৈরি করতে পারেন মুরগির মিক্স খাবার।অথবা খোজ করতে পারেন মুরগির জন্য বিনা পয়সার খাবার।

মুরগির রোগব্যাধি ও পরিচর্যা:

মুরগির ঘর ও খাচা নিয়মিত পরিষ্কার করতে হবে, প্রায় প্রতিদিনে খাচার চারদিকে জীবাণুনাশক স্প্রে করতে, কোন বন্য পাখি যেমন কাক, চিল যাতে আপনার খামারের আশপাশে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে কারন মুরগির বেশিরভাগ রোগেই বন্য পাখির মাধ্যমে ছড়ায়। মুরগির খাবার ও পানির পাত্র সাবান পানি ও জীবানুনাশক দিয়ে নিয়মিত ধৌত করতে হবে। কোন মুরগি অসুস্থ হলে খুব দ্রুত সেই মুরগি আলাদা রাখার ব্যবস্থা করে চিকিৎসা দিতে হবে। মুরগির কতগুলো কমন রোগ বালই আছে, যেমন রানিক্ষেত, কলেরা, গামবুরা, ঠান্ডা লাগা, ফক্স। এসব কমন রোগগুলোর লক্ষ্মন, প্রতিকার ও প্রতিষেধক সম্বন্ধে আপনার ভালো ধারনা থাকতে হবে তবে এই জন্য আপনাকে মুরগির ডাক্টার হওয়ার কোন প্রয়োজন নাই। রোগটা আপনি কিভাবে চিনবেন, কি ঔষধ খাওয়াবেন আর টীকা গুলো কিভাবে দিবেন বাস এতোটুকু জানলেই হবে। কারন আপনি ১০-১২ টা কিংবা ২০- ৩০ টি মুরগির জন্য ভিজিট দিয়ে ডাক্টার আনতে চাইবেন না।


দেশি মুরগির ডিম কিংবা আস্ত মুরগি বিক্রির জন্য তেমন একটা বেগ পাইতে হয়না, সারাবছরই দেশি মুরগির দাম প্রায় একই থাকে, বয়লার মুরগির মত দাম বাজারে উঠানামা করে না। আর দেখতে সুন্দর রাতা মুরগ গুলোতো বিক্রি হয় ঠিয়া, কেজি হিসেবে নয়। অর্থাৎ পছন্দ হলেই হলো দাম নিয়ে তেমন মাথা ঘামান না ক্রেতা।


--------------------->That's all<---------------------

The post is set to 100% power up.

Sort:  
 4 years ago 


Polish_20201009_015638739.jpg

Hi @nahidhasan23 your post has been upvoted by @steem-bangladesh courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

 4 years ago 

অনেক সুন্দর পোস্ট। আর বাংলায় পোস্ট লেখার কারণে পোস্টটি বেশি ভালো লাগতেছে।

আর দেখতে সুন্দর রাতা মুরগ গুলোতো বিক্রি হয় ঠিয়া, কেজি হিসেবে নয়। অর্থাৎ পছন্দ হলেই হলো দাম নিয়ে তেমন মাথা ঘামান না ক্রেতা।

রাতা আর ঠিয়া মানে কি বুঝলাম না

 4 years ago 

রাতা মোরগের জাত। আর ঠিয়া না ঠিকই হবে। বাংলা লিখতে ১২ টা বাজছে।

সারাবছরই দেশি মুরগির দাম প্রায় একই থাকে.।

আপনি ঠিকই বলেছেন দেশি মুরগির দাম সারাবছর ঠিকই থাকে আর দেশি মুরগির মাংসের স্বাদ টা অন্যন।এত সুন্দর একটি পোষ্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

#onepercent #bangladesh #affabel

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53948.70
ETH 2245.46
USDT 1.00
SBD 2.29