The Diary Game//03-10-2021

in Steem Bangladesh3 years ago

আসসালামুআলাইকুম বন্ধুরা।
কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

IMG_20211002_105805_084.jpg

স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিদিনের টপিক পোস্ট এ আমি আবারো একটি নতুন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।

আমার ডায়েরি

সকাল:

আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম নয়টার দিকে। কিন্তু আরো কিছুক্ষণ আমি ইচ্ছা করেই শুয়ে ছিলাম। উঠে দেখি আমার খালার বাসা থেকে আমার নানী এবং খালাতো বোন এসেছে।আমার খালাতো বোন জবা ফুলের ডাল এবং গোলাপ ফুলের ডাল নিয়ে এসেছিল। আমি ফ্রেশ হয়ে জবা ফুলের ডাল এবং গোলাপের ডাল গুলো লাগিয়ে দিয়েছিলাম। এরপর আমি হাত ধুয়ে এ রুমে প্রবেশ করেছিলাম।

IMG_20211002_094613_855.jpg

কিছুক্ষণ পর আমার নানী চলে গিয়েছিলেন। এরপর আমার আম্মু ডাক্তারের কাছে গিয়েছিলেন। আমি বাসায় একাই ছিলাম। আমি বিস্কুট এবং পানি খেয়ে শুয়ে ছিলাম। গতকাল মাগরিবের পর মধ্যপাড়া একটি ক্রিকেটের নিলাম হয়েছিল। আমি কল দিয়ে সেখানে শুনি যে আমাকে নেওয়া হয়েছে কিনা পরে জানতে পারি আমাকে একটি টিম কিনে নিয়েছে। শুনে খুব ভালো লাগছিল।

IMG_20211002_181945_818.jpg

টুর্নামেন্টটির মনে হয় ১৫ তারিখ থেকে শুরু হবে। এরপর আমি মোবাইলে মেয়ে নিলামের ভিডিওটি দেখেছিলাম। ভিডিওটি ফেসবুক পেজে ছেড়ে দেওয়া হয়েছিল। এভাবে গেম খেলতে খেলতে দুপুর পার হয়ে গিয়েছিল। এরপর আমি দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম।

দুপুর:

দুপুরের খাবার খাওয়া শেষ করে আমি শুয়েছিলাম। আমার এক বন্ধু আমাকে বাইরে যেতে বলেছিল। কিন্তু বাসায় কেউ না থাকার কারণে আমি যেতে পারিনি। এরপর বিকেলবেলা আম্মু এবং আব্বু বাসায় চলে আসে। এরপর আমি বাহিরে গিয়েছিলাম নান রুটি কেনার জন্য। আমি হোটেল থেকে নান রুটি এবং কোক কিনে নিয়ে এসেছিলাম। এরপর বাসায় এসে আমরা সবাই মিলে খেয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আমি গোসল করে ছিলাম।

রাত:

গোসল করা শেষ করে আমি রুমে শুয়েছিলাম। আজকে প্রচন্ড গরম। গোসল করার পরেও মাথা ব্যথা করছে। এবার আমি শুয়ে শুয়ে গেম খেলেছিলাম। এরপর রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। রাতের খাবার খেয়ে শুয়ে ছিলাম। গরমের কারণে কিছুতেই ঘুম আসছিল না। এভাবে আমার আজকের দিনটি অতিবাহিত হয়েছিল।
সবাইকে ধন্যবাদ
@nadimmahmud

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63679.06
ETH 2628.86
USDT 1.00
SBD 2.83