Steem Bangladesh Contest || Book Review||himu somogro||humayon Ahmed

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা....

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি সবাই সুস্থ এবং ভাল আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভাল আছি। স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের টপিক হল বুক রিভিউ।

  • আজকে আমি আপনাদের সামনে আমার সবচেয়ে পছন্দের বই নিয়ে আলোচনা করব। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।আমার সবচেয়ে পছন্দের বইটির নাম হল হুমায়ূন আহমেদের লেখা হিমু সমগ্র। বইটি পড়ে আমার অসংখ্য ভালো লেগেছে।

হিমু সমগ্র

হিমু সমগ্র বইটি একটি বাংলাদেশ অসংখ্য সাড়া জাগানো একটি বই। হিমুর প্রথম বইটি প্রকাশ হয় 1990 সালে ময়ুরাক্ষী নামে। এবং সর্বশেষে বইটি প্রকাশিত হয় সেটার নাম হলো "হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টুভাই" 2011 সালে।যখন এই বইটি প্রথম বের হয় তখন ছেলেমেয়েদের মধ্যে একটা দারুন উত্তেজনা কাজ করে। ওই সময় অনেক ছেলেরা হিমুর মতো হলুদ পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতো।

Screenshot_20210617-124024_1.png

লেখকহুমায়ূন আহমেদ
প্রথম প্রকাশমৌরাক্ষী ১৯৯০
শেষ প্রকাশহিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টুভাই২০১১

বইটির চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা:

সম্পূর্ণ নামহিমালয়
লিঙ্গপুরুষ
পেশাবেকার
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
আত্মীয়মাজেদা খালা, রহমতউল্লাহ চাচা, ফাতেমা খালা, বাদল, জহির
  • হিমু চরিত্রটি হলো হুমায়ূন আহমেদের একটি শ্রেষ্ঠ তৈরি করা কাল্পনিক চরিত্র। হিমু হলো একজন বেকার ছেলে। সে সব সময় হলুদ পাঞ্জাবি এবং খালি পায়ে রাস্তায় হেঁটে বেড়ায়। সে জীবন সম্পর্কে অনেক উদাসীন। এবং মাঝেমধ্যে মানুষকে ভবিষ্যৎবাণী করে বিভ্রান্তিতে ফেলে দেয়। হিমু সমগ্রতে রয়েছে মোট ১৮
    টি গল্প। প্রতিটি বই তার অনন্য ভাবে লেখা। একটি বইয়ের সাথে আরেকটি বইয়ের গল্পের কোন মিল নেই। প্রতিটি গল্পে অনেক মজার রয়েছে। আপনি বইটি পড়লে গল্পের ভিতরে হারিয়ে যাবেন। তখন আপনার নিজেকে হিমু মনে হবে।

  • হিমু ছাড়াও আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হলো রুপা। রুপা হিমুকে অনেক পছন্দ করে। প্রয়োজন হলে রুপা হিমুকে টাকাপয়সা এবং খাবার দিয়ে সাহায্য করে। কিন্তু হিমু রুপার প্রতি এতটা আকর্ষণীয় অনুভব করে না। এছাড়াও হিমুর দুজন খালা রয়েছে। মাজেদা খালা এবং ফাতেমা খালা। তার খালা দুইজন অনেক বড়লোক।

Screenshot_20210617-124039_2.png

প্রায় প্রায় সময় বিভিন্ন রকম কাজ করে নিয়ে হিমুকে টাকা পয়সা দেয় তার খালারা। হিমু কে প্রথমে তার কাজকর্ম দেখে অনেকে অপছন্দ করে কিন্তু কিছুদিন পর সবাই তার মায়া বা প্রেমে পড়ে যায়। হিমুর মাজেদা খালা হিমুর জন্য বিয়ে ঠিক করলে যেদিন বিয়ে হবে সেদিন হিমু উধাও হয়ে হারিয়ে যায়। তার খালারা তাকে অনেকভাবে ভালো করার চেষ্টা করে কিন্তু তার উদাসীন ভাবের কারণে সে কোনোভাবেই ঠিক হয়না। হিমু সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। হিমুর উদাসীন জীবনযাপন এবং আধ্যাত্মিক ক্ষমতার কারণে চরিত্রটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল মানুষের কাছে। হিমুর এই বইটির কারণেই হুমায়ূন আহমেদ অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকে।
সবাইকে ধন্যবাদ

@nadimmahmud

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 73898.71
ETH 2624.92
USDT 1.00
SBD 2.40